প্রযুক্তি ডেস্ক
ইনস্টাগ্রামে নিজেদের নতুন মিক্সড রিয়্যালিটি হেডসেট ‘কোয়েস্ট ৩’ উন্মোচন করেছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা। কিছুদিন পরই অ্যাপলের সম্মেলনে বহুল প্রতীক্ষিত এআর/ভিআর হেডসেট আসার কথা রয়েছে। এর আগেই নিজেদের নতুন হেডসেট দেখাল মেটা।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার (১ জুন) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নতুন এই হেডসেটের প্রথম ঝলক দেখান মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।
হেডসেটটির দাম শুরু হবে ৪৯৯ ডলার থেকে। মেটার আগের হেডসেটগুলোর চেয়ে ৪০ শতাংশ পাতলা এটি। এতে ‘কালার মিক্সড রিয়্যালিটি’ নামের একটি ফিচার রয়েছে, যেটি বিভিন্ন অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়্যালিটির উপাদানকে সমন্বিত করে।
মেটা জানিয়েছে, বাজারে আগে আসা ‘কোয়েস্ট ২’ হেডসেটের দাম কমিয়ে আনা হবে। এ ছাড়া, ব্যবহারকারীদের তুলনামূলক মসৃণ অভিজ্ঞতা দিতে এতে বিভিন্ন পারফরমেন্স আপগ্রেডও যোগ করা হবে।
এদিকে চলতি মাসে আয়োজিত হবে অ্যাপলের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স ২০২৩। প্রতিবারের মতো এবারের আয়োজনেও একাধিক নতুন পণ্যের প্রদর্শনী ছাড়াও ভবিষ্যতের পণ্য নিয়ে ঘোষণা আসবে। এবারই দেখা যাবে অ্যাপলের বহুল প্রতীক্ষিত পণ্য 'মিক্সড রিয়্যালিটি হেডসেট'।
নাইনটুফাইভ ম্যাকের প্রতিবেদন অনুযায়ী, এবারে আয়োজনে সবচেয়ে বড় চমক অ্যাপলের মিক্সড রিয়্যালিটি হেডসেট। সপ্তাহব্যাপী এই কনফারেন্সে এই হেডসেটের ব্যবহার দেখানো হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন এই পণ্য প্রথমে ক্রেতাদের মনোযোগ আকর্ষণ না করলেও এটি ভবিষ্যতে আইফোনকেও পাল্লা দেবে। হেডসেটটি বাজারে আসবে সেপ্টেম্বরে।
অ্যাপলের হেডসেটে একই সঙ্গে ভার্চ্যুয়াল রিয়্যালিটি এবং অগমেন্টেড রিয়্যালিটির অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা। এরই মধ্যে অপারেটিং সিস্টেমের নাম পরিবর্তন করেছে অ্যাপল। এর আগে হেডসেটে ব্যবহার করা অপারেটিং সিস্টেমের নাম ‘রিয়্যালিটি ওএস’ থাকলেও তা পরিবর্তন করে ‘এক্সআর ওএস’ করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন নামটিতে ‘এক্স’ (এক্সটেনডেড) দিয়েছে বোঝানো হয়েছে ‘বিস্তৃত’।
হেডসেটটিতে ব্যবহার করা হয়েছে ম্যাক-লেভেল এম ২ চিপ। ডিভাইসটির ভেতরে এবং বাইরে ১০ টিরও বেশি ক্যামেরা রয়েছে। এ ছাড়া হেডসেটটিতে বাজারে থাকা যে কোনো হেডসেটের চেয়ে বেশি রেজ্যুলেশনের ডিসপ্লে রাখছে অ্যাপল। দুটি ৪কে প্রযুক্তির মাইক্রো ওএলইডি ডিসপ্লে রয়েছে হেডসেটটিতে।
হেডসেটটির জন্য মেটাভার্সের আদলে একটি ত্রিমাত্রিক ভার্চুয়াল দুনিয়া বানানোরও পরিকল্পনা করছে অ্যাপল। তবে অ্যাপল এটিকে মেটাভার্সের সঙ্গে তুলনা দিতে নারাজ। অ্যাপলের মার্কেটিং বিভাগের প্রধান গ্রেগ জোসওয়াক বলেন, ‘আমাদের পরিকল্পনার ক্ষেত্রে মেটাভার্স শব্দটি আমি কখনোই ব্যবহার করব না।’ একটি ত্রিমাত্রিক ভিডিও সেবাও চালুর পরিকল্পনা করছে অ্যাপল। এর মাধ্যমে হেডসেট ব্যবহারকারী ত্রিমাত্রিক ভিডিও উপভোগ করতে পারবেন।
অ্যাপল এই হেডসেট প্রকল্পের জন্য এখন কর্মী নিয়োগে ব্যস্ত। ২০২১ সালের প্রথম দিকে কোম্পানি ছেড়ে যাওয়া এক প্রকৌশলীকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে। হেডসেটটির দাম দুই থেকে আড়াই হাজার ডলারের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে।
ইনস্টাগ্রামে নিজেদের নতুন মিক্সড রিয়্যালিটি হেডসেট ‘কোয়েস্ট ৩’ উন্মোচন করেছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা। কিছুদিন পরই অ্যাপলের সম্মেলনে বহুল প্রতীক্ষিত এআর/ভিআর হেডসেট আসার কথা রয়েছে। এর আগেই নিজেদের নতুন হেডসেট দেখাল মেটা।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার (১ জুন) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নতুন এই হেডসেটের প্রথম ঝলক দেখান মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।
হেডসেটটির দাম শুরু হবে ৪৯৯ ডলার থেকে। মেটার আগের হেডসেটগুলোর চেয়ে ৪০ শতাংশ পাতলা এটি। এতে ‘কালার মিক্সড রিয়্যালিটি’ নামের একটি ফিচার রয়েছে, যেটি বিভিন্ন অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়্যালিটির উপাদানকে সমন্বিত করে।
মেটা জানিয়েছে, বাজারে আগে আসা ‘কোয়েস্ট ২’ হেডসেটের দাম কমিয়ে আনা হবে। এ ছাড়া, ব্যবহারকারীদের তুলনামূলক মসৃণ অভিজ্ঞতা দিতে এতে বিভিন্ন পারফরমেন্স আপগ্রেডও যোগ করা হবে।
এদিকে চলতি মাসে আয়োজিত হবে অ্যাপলের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স ২০২৩। প্রতিবারের মতো এবারের আয়োজনেও একাধিক নতুন পণ্যের প্রদর্শনী ছাড়াও ভবিষ্যতের পণ্য নিয়ে ঘোষণা আসবে। এবারই দেখা যাবে অ্যাপলের বহুল প্রতীক্ষিত পণ্য 'মিক্সড রিয়্যালিটি হেডসেট'।
নাইনটুফাইভ ম্যাকের প্রতিবেদন অনুযায়ী, এবারে আয়োজনে সবচেয়ে বড় চমক অ্যাপলের মিক্সড রিয়্যালিটি হেডসেট। সপ্তাহব্যাপী এই কনফারেন্সে এই হেডসেটের ব্যবহার দেখানো হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন এই পণ্য প্রথমে ক্রেতাদের মনোযোগ আকর্ষণ না করলেও এটি ভবিষ্যতে আইফোনকেও পাল্লা দেবে। হেডসেটটি বাজারে আসবে সেপ্টেম্বরে।
অ্যাপলের হেডসেটে একই সঙ্গে ভার্চ্যুয়াল রিয়্যালিটি এবং অগমেন্টেড রিয়্যালিটির অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা। এরই মধ্যে অপারেটিং সিস্টেমের নাম পরিবর্তন করেছে অ্যাপল। এর আগে হেডসেটে ব্যবহার করা অপারেটিং সিস্টেমের নাম ‘রিয়্যালিটি ওএস’ থাকলেও তা পরিবর্তন করে ‘এক্সআর ওএস’ করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন নামটিতে ‘এক্স’ (এক্সটেনডেড) দিয়েছে বোঝানো হয়েছে ‘বিস্তৃত’।
হেডসেটটিতে ব্যবহার করা হয়েছে ম্যাক-লেভেল এম ২ চিপ। ডিভাইসটির ভেতরে এবং বাইরে ১০ টিরও বেশি ক্যামেরা রয়েছে। এ ছাড়া হেডসেটটিতে বাজারে থাকা যে কোনো হেডসেটের চেয়ে বেশি রেজ্যুলেশনের ডিসপ্লে রাখছে অ্যাপল। দুটি ৪কে প্রযুক্তির মাইক্রো ওএলইডি ডিসপ্লে রয়েছে হেডসেটটিতে।
হেডসেটটির জন্য মেটাভার্সের আদলে একটি ত্রিমাত্রিক ভার্চুয়াল দুনিয়া বানানোরও পরিকল্পনা করছে অ্যাপল। তবে অ্যাপল এটিকে মেটাভার্সের সঙ্গে তুলনা দিতে নারাজ। অ্যাপলের মার্কেটিং বিভাগের প্রধান গ্রেগ জোসওয়াক বলেন, ‘আমাদের পরিকল্পনার ক্ষেত্রে মেটাভার্স শব্দটি আমি কখনোই ব্যবহার করব না।’ একটি ত্রিমাত্রিক ভিডিও সেবাও চালুর পরিকল্পনা করছে অ্যাপল। এর মাধ্যমে হেডসেট ব্যবহারকারী ত্রিমাত্রিক ভিডিও উপভোগ করতে পারবেন।
অ্যাপল এই হেডসেট প্রকল্পের জন্য এখন কর্মী নিয়োগে ব্যস্ত। ২০২১ সালের প্রথম দিকে কোম্পানি ছেড়ে যাওয়া এক প্রকৌশলীকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে। হেডসেটটির দাম দুই থেকে আড়াই হাজার ডলারের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে।
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ফেসবুক প্রোফাইল লিংক সরাসরি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করতে পারবেন। ফলে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে (যেমন—হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক) কোনো ব্যবহারকারীকে সহজে খুঁজে পাওয়া যাবে।
১২ ঘণ্টা আগেতথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
৩ দিন আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
৪ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
৫ দিন আগে