এক্স (টুইটার) প্ল্যাটফর্মে ভিডিও কনটেন্ট পোস্ট করে উপার্জনের সুবিধা গত বছর চালু হয়েছে। এই ফিচারটি পরীক্ষা করতে গত সপ্তাহে প্রথম এ প্ল্যাটফর্মে ভিডিও পোস্ট করেন ইউটিউবের রাজা হিসেবে পরিচিত মিস্টারবিস্ট। এক সপ্তাহের মধ্যেই ভিডিওটি প্রায় ১৫ কোটি বার দেখা হয় এবং তা থেকে ২ লাখ ৬০ হাজার ডলার আয় হয়েছে বলে এক্সের নিজস্ব অ্যাকাউন্টে জানিয়েছেন মিস্টারবিস্ট ওরফে জিমি ডোনাল্ডসন। এটি এক্স প্ল্যাটফর্মের জন্যও গুরুত্বপূর্ণ প্রচারণা।
এর আগে মিস্টারবিস্টকে এক্সে ভিডিও আপলোডের জন্য উৎসাহ দেন ইলন মাস্ক। এই ভিডিওর ফলাফল এক্সের জনপ্রিয়তা বৃদ্ধিতে সাহায্য করবে বলে প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করেন।
একই ভিডিও মিস্টারবিস্ট তার ইউটিউব চ্যানেলেও প্রকাশ করেন। তবে এই ভিডিও ইউটিউবে আপলোড করার পর চার মাসে মাত্র ২১ কোটি ৫০ লক্ষ বার দেখা হয়েছে। এছাড়া সম্প্রতি ইউটিউবে আপলোড করা আরেক ভিডিও পাঁচ দিনে ১ লাখ ৬৭ হাজার ডলার আয় করে ও এর ভিউ হয় ৯ লাখ ৯০ হাজার। অর্থাৎ এক্স প্ল্যাটফর্ম ইউটিউবের সঙ্গে কঠোর প্রতিযোগিতা করতে পারবে বলে মনে করা হয়।
এক্সের এই সফলতার সঙ্গে কিছু সমস্যার কথাও তুলে ধরেন মিস্টারবিস্ট। তিনি বলেন, এটি কিছুটা বিভ্রান্তিকর। দুটি কারণে এমনটি ঘটেছে বলে তিনি মনে করেন। একদিকে মিস্টারবিস্ট হিসেবে তাঁর জনপ্রিয়তা ও অন্যদিকে এই প্ল্যাটফর্মে প্রথমবার ভিডিওটি আপলোড করা হয়। দুটি বিষয় মিলে এটি ব্যাপক মানুষের নজর কাড়ে। ভিডিওটিতে বিজ্ঞাপনদাতারা হুমড়ি খেয়ে বিজ্ঞাপন দিয়েছেন। এর ফলে তার অ্যাকাউন্ট বেশি রেটিং পেয়েছে।
এক্সে ভিডিওটি আপলোড করার কিছু সময় পরে শপিফাই কোম্পানির প্রেসিডেন্ট হারলে ফিঙ্কেলস্টেইন বলেন, তার কোম্পানি মিস্টারবিস্টের ভিডিওয়ের জন্য বিজ্ঞাপনী অংশীদার হওয়ার প্রথম বাণিজ্যিক ব্র্যান্ড।
অন্যান্য ভিডিওগুলো এই ভিডিওর মতো এত বেশি আয় করবে না বলে মনে করেন ডোনাল্ডসন। তিনি বলেন, ‘আমার ভিডিও বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করবে বলে বিজ্ঞাপনদাতারা এতে বিজ্ঞাপন দেয়। তাই আমার ভিডিওতে আয়ও বেশি যা আপনাদের ক্ষেত্রে নাও হতে পারে।’
মিস্টারবিস্টের ভিডিও এক্স বেশি করে বুস্ট বা প্রচার করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে নির্দেশ করা হয়েছে। এর ফলে কৃত্রিমভাবে ওই ভিডিওয়ের ভিউ বাড়ানো হয়েছে বলে অনেকেই দাবি করছেন। আর মিস্টারবিস্টের অ্যাকাউন্টিও বুস্ট করছে এক্স। তবে মাস্ক এসব অভিযোগ নাকচ করে দেন। আর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো সুস্পষ্ট প্রমাণও নেই।
একটি ভিডিওর কতটুকু দেখলে তা একটি ভিউ হিসেবে ধরা হবে, ডোনাল্ডসনের এমন প্রশ্নের উত্তরও ইলন মাস্ক দেননি। তাই ভিডিওতে একবার ক্লিক করলেই তা ভিউ হিসেবে ধরা পারে। আর এভাবেই হয়তো মিস্টারবিস্টের ভিডিওটি ১৫ কোটি বার ভিউ হয়। ইউটিউবে ভিডিও কিছু সময় ধরে দেখলে তা ভিউ হিসেবে ধরা হয়। যেমন: বিজ্ঞাপনের ক্ষেত্রে ৩০ সেকেন্ড ধরা হয়।
অন্যান্য ক্রিয়েটরদের তুলনায় মিস্টারবিস্টের ভিডিওয়ের আয় ও ভিউ বেশি হলেও এটি এক্সের জন্য ভিডিও বানানো তার জন্য বেশি একটা সুবিধার না।
এক পোস্টে মাস্ককে ডোনাল্ডসন বলেন, তার একটি ভিডিও বানাতে কোটি কোটি ডলার খরচ হয় আর এক্স এসব তৈরিতে একটুও বিনিয়োগ করবে না।’
এই ভিডিওটির আয় এক্সে এবার বেশি হলেও প্ল্যাটফর্মটিতে খুব বেশি কোম্পানি বিজ্ঞাপন দেয় না। যার ফলে এক্সে প্ল্যাটফর্মে বিজ্ঞাপন থেকে আয় করা মিস্টারবিস্টের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। আর ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের পরেই এতে বিজ্ঞাপনদাতার সংখ্যা কমে যায়।
এক্সে আরও ভিডিও আপলোড করবেন তা স্পষ্ট করে জানায়নি মিস্টারবিস্ট। এক্স প্ল্যাটফর্মের আয় বাড়াতে ইলন মাস্ক প্ল্যাটফর্মে ক্রিয়েটরদের আকৃষ্ট করার কৌশল গ্রহণ করেছেন। আর এভাবে এক্স ইউটিউবের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম হিসেবে সামনে এসেছে। আর ইউটিউবের সবচেয়ে বড় তারকাকে এক্স ভিডিও প্রকাশের জন্য রাজি করাতে না পারলে, অন্যরাও এই প্ল্যাটফর্মের ভিডিও আপলোডে আগ্রহী হবে না।
এক্স (টুইটার) প্ল্যাটফর্মে ভিডিও কনটেন্ট পোস্ট করে উপার্জনের সুবিধা গত বছর চালু হয়েছে। এই ফিচারটি পরীক্ষা করতে গত সপ্তাহে প্রথম এ প্ল্যাটফর্মে ভিডিও পোস্ট করেন ইউটিউবের রাজা হিসেবে পরিচিত মিস্টারবিস্ট। এক সপ্তাহের মধ্যেই ভিডিওটি প্রায় ১৫ কোটি বার দেখা হয় এবং তা থেকে ২ লাখ ৬০ হাজার ডলার আয় হয়েছে বলে এক্সের নিজস্ব অ্যাকাউন্টে জানিয়েছেন মিস্টারবিস্ট ওরফে জিমি ডোনাল্ডসন। এটি এক্স প্ল্যাটফর্মের জন্যও গুরুত্বপূর্ণ প্রচারণা।
এর আগে মিস্টারবিস্টকে এক্সে ভিডিও আপলোডের জন্য উৎসাহ দেন ইলন মাস্ক। এই ভিডিওর ফলাফল এক্সের জনপ্রিয়তা বৃদ্ধিতে সাহায্য করবে বলে প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করেন।
একই ভিডিও মিস্টারবিস্ট তার ইউটিউব চ্যানেলেও প্রকাশ করেন। তবে এই ভিডিও ইউটিউবে আপলোড করার পর চার মাসে মাত্র ২১ কোটি ৫০ লক্ষ বার দেখা হয়েছে। এছাড়া সম্প্রতি ইউটিউবে আপলোড করা আরেক ভিডিও পাঁচ দিনে ১ লাখ ৬৭ হাজার ডলার আয় করে ও এর ভিউ হয় ৯ লাখ ৯০ হাজার। অর্থাৎ এক্স প্ল্যাটফর্ম ইউটিউবের সঙ্গে কঠোর প্রতিযোগিতা করতে পারবে বলে মনে করা হয়।
এক্সের এই সফলতার সঙ্গে কিছু সমস্যার কথাও তুলে ধরেন মিস্টারবিস্ট। তিনি বলেন, এটি কিছুটা বিভ্রান্তিকর। দুটি কারণে এমনটি ঘটেছে বলে তিনি মনে করেন। একদিকে মিস্টারবিস্ট হিসেবে তাঁর জনপ্রিয়তা ও অন্যদিকে এই প্ল্যাটফর্মে প্রথমবার ভিডিওটি আপলোড করা হয়। দুটি বিষয় মিলে এটি ব্যাপক মানুষের নজর কাড়ে। ভিডিওটিতে বিজ্ঞাপনদাতারা হুমড়ি খেয়ে বিজ্ঞাপন দিয়েছেন। এর ফলে তার অ্যাকাউন্ট বেশি রেটিং পেয়েছে।
এক্সে ভিডিওটি আপলোড করার কিছু সময় পরে শপিফাই কোম্পানির প্রেসিডেন্ট হারলে ফিঙ্কেলস্টেইন বলেন, তার কোম্পানি মিস্টারবিস্টের ভিডিওয়ের জন্য বিজ্ঞাপনী অংশীদার হওয়ার প্রথম বাণিজ্যিক ব্র্যান্ড।
অন্যান্য ভিডিওগুলো এই ভিডিওর মতো এত বেশি আয় করবে না বলে মনে করেন ডোনাল্ডসন। তিনি বলেন, ‘আমার ভিডিও বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করবে বলে বিজ্ঞাপনদাতারা এতে বিজ্ঞাপন দেয়। তাই আমার ভিডিওতে আয়ও বেশি যা আপনাদের ক্ষেত্রে নাও হতে পারে।’
মিস্টারবিস্টের ভিডিও এক্স বেশি করে বুস্ট বা প্রচার করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে নির্দেশ করা হয়েছে। এর ফলে কৃত্রিমভাবে ওই ভিডিওয়ের ভিউ বাড়ানো হয়েছে বলে অনেকেই দাবি করছেন। আর মিস্টারবিস্টের অ্যাকাউন্টিও বুস্ট করছে এক্স। তবে মাস্ক এসব অভিযোগ নাকচ করে দেন। আর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো সুস্পষ্ট প্রমাণও নেই।
একটি ভিডিওর কতটুকু দেখলে তা একটি ভিউ হিসেবে ধরা হবে, ডোনাল্ডসনের এমন প্রশ্নের উত্তরও ইলন মাস্ক দেননি। তাই ভিডিওতে একবার ক্লিক করলেই তা ভিউ হিসেবে ধরা পারে। আর এভাবেই হয়তো মিস্টারবিস্টের ভিডিওটি ১৫ কোটি বার ভিউ হয়। ইউটিউবে ভিডিও কিছু সময় ধরে দেখলে তা ভিউ হিসেবে ধরা হয়। যেমন: বিজ্ঞাপনের ক্ষেত্রে ৩০ সেকেন্ড ধরা হয়।
অন্যান্য ক্রিয়েটরদের তুলনায় মিস্টারবিস্টের ভিডিওয়ের আয় ও ভিউ বেশি হলেও এটি এক্সের জন্য ভিডিও বানানো তার জন্য বেশি একটা সুবিধার না।
এক পোস্টে মাস্ককে ডোনাল্ডসন বলেন, তার একটি ভিডিও বানাতে কোটি কোটি ডলার খরচ হয় আর এক্স এসব তৈরিতে একটুও বিনিয়োগ করবে না।’
এই ভিডিওটির আয় এক্সে এবার বেশি হলেও প্ল্যাটফর্মটিতে খুব বেশি কোম্পানি বিজ্ঞাপন দেয় না। যার ফলে এক্সে প্ল্যাটফর্মে বিজ্ঞাপন থেকে আয় করা মিস্টারবিস্টের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। আর ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের পরেই এতে বিজ্ঞাপনদাতার সংখ্যা কমে যায়।
এক্সে আরও ভিডিও আপলোড করবেন তা স্পষ্ট করে জানায়নি মিস্টারবিস্ট। এক্স প্ল্যাটফর্মের আয় বাড়াতে ইলন মাস্ক প্ল্যাটফর্মে ক্রিয়েটরদের আকৃষ্ট করার কৌশল গ্রহণ করেছেন। আর এভাবে এক্স ইউটিউবের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম হিসেবে সামনে এসেছে। আর ইউটিউবের সবচেয়ে বড় তারকাকে এক্স ভিডিও প্রকাশের জন্য রাজি করাতে না পারলে, অন্যরাও এই প্ল্যাটফর্মের ভিডিও আপলোডে আগ্রহী হবে না।
ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
২ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
৩ ঘণ্টা আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের সরবরাহ সীমিত করতে বাইডেন প্রশাসনের সময়ে জারি হওয়া একটি নিয়মে বড় পরিবর্তনের পথে হাঁটছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘ফ্রেমওয়ার্ক ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিফিউশন’ নামের নিয়মে থাকা
৪ ঘণ্টা আগে