মেটার মালিকানাধীন অন্যান্য অ্যাপ্লিকেশনের সঙ্গে বিজ্ঞাপনের উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপের ভারতীয় ব্যবহারকারীদের তথ্য শেয়ারে নিষেধাজ্ঞা দিয়েছে ভারতের প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা। এই নিষেধাজ্ঞা আগামী পাঁচ বছর ধরে কার্যকর থাকবে। এছাড়া ২০২১ সালের অ্যান্টি ট্রাস্ট বা প্রতিযোগিতা আইন লঙ্ঘনের জন্য গত সোমবার মেটাকে ২৫ দশমিক ৪ মিলিয়ন ডলার বা ২ কোটি ৫৪ লাখ ডলার জরিমানা করেছে ভারত।
২০২১ সালের মার্চে হোয়াটসঅ্যাপের গোপনীয়তা নীতির বিরুদ্ধে তদন্ত শুরু করে ভারতের প্রতিযোগিতা কমিশন (সিসিআই)। তদন্তে দেখায় যায়, ফেসবুক এবং এর অধীনস্থ ইউনিটগুলোর সঙ্গে ব্যবহারকারীর ডেটা শেয়ার করার অনুমতি দেয় মেটা। এর ফলে বিশ্বব্যাপী সমালোচনার সৃষ্টি হয়েছিল।
সিসিআই বলছে, হোয়াটসঅ্যাপের সেবা দেওয়ার জন্য এমন কোনো শর্ত আরোপ করা যাবে না, যেখানে প্ল্যাটফর্মটি থেকে সংগ্রহ করা ব্যবহারকারীরা ডেটা অন্য মেটা কোম্পানির সঙ্গে শেয়ার করে।
তবে মেটা এ বিষয়ে কোনো মন্তব্য করে নি।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এর মতো ভারতের প্রস্তাবিত অ্যান্ট্রিট্রাস্ট আইনের জন্য নতুন নিয়ন্ত্রক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে মেটা, গুগল ও অ্যাপল।
বর্তমানে কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রণালয় কর্তৃক গঠিত একটি প্যানেলের ফেব্রুয়ারী মাসের প্রতিবেদন পর্যালোচনা করছে ভারত সরকার। এই প্রতিবেদনে একটি নতুন ‘ডিজিটাল কমপিটিশন বিল’ প্রস্তাব করা হয়েছে, যা বিদ্যমান অ্যান্টি-ট্রাস্ট আইনগুলোর সঙ্গে সমন্বয় করা হবে।
ইতোমধ্যেই এই পদক্ষেপের বিপক্ষে অবস্থান নিয়েছে ‘ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল’। তারা তাদের ব্যবসায়ে এই আইনের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
২০২১ সালে হোয়াটসঅ্যাপের গোপনীয়তা নীতি আপডেটের ফলে ব্যবহারকারীদের জন্য মেসেজিং সেবা ব্যবহার করার জন্য মেটা কোম্পানির সঙ্গে তাদের ডেটা শেয়ার করা বাধ্যতামূলক হয়ে যায়। এর আগে ২০১৬ সাল থেকে একটি অপশনাল ব্যবস্থা ছিল, যা এই আপডেটের মাধ্যমে সরিয়ে ফেলা হয়। বাধ্যতামূলক ডেটা শেয়ারিংয়ের এই নিয়মটি মেটা গ্রুপের কোম্পানিগুলোর জন্য ডেটা সংগ্রহ ও প্রক্রিয়াকরণের পরিধি বিস্তৃত করেছে।
জরিমানা ছাড়াও ভারতের মধ্যে হোয়াটসঅ্যাপের ডেটা প্র্যাকটিসে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে নির্দেশ দিয়েছে সিসিআই।
এছাড়া মেসেজিং প্ল্যাটফর্মটিকে ব্যবহারকারীদের বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে হবে যে, কোন ডেটা মেটা কোম্পানির সঙ্গে শেয়ার করা হচ্ছে এবং কিসের জন্য তা ব্যবহার হচ্ছে। ব্যবহারকারীদের জন্য ইন-অ্যাপ নোটিফিকেশন এবং সেটিংস মেনুর মাধ্যমে স্পষ্ট অপট-আউট (অপশনাল) সুযোগ দিতে হবে। অর্থাৎ তথ্য শেয়ার অনুমতি না দেওয়ারও সুযোগ দিতে হবে। এই পরিবর্তনগুলো নতুন এবং পুরনো ব্যবহারকারী উভয়ের জন্য প্রযোজ্য হবে।
তথ্যসূত্র: রয়টার্স ও টেকক্রাঞ্চ
মেটার মালিকানাধীন অন্যান্য অ্যাপ্লিকেশনের সঙ্গে বিজ্ঞাপনের উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপের ভারতীয় ব্যবহারকারীদের তথ্য শেয়ারে নিষেধাজ্ঞা দিয়েছে ভারতের প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা। এই নিষেধাজ্ঞা আগামী পাঁচ বছর ধরে কার্যকর থাকবে। এছাড়া ২০২১ সালের অ্যান্টি ট্রাস্ট বা প্রতিযোগিতা আইন লঙ্ঘনের জন্য গত সোমবার মেটাকে ২৫ দশমিক ৪ মিলিয়ন ডলার বা ২ কোটি ৫৪ লাখ ডলার জরিমানা করেছে ভারত।
২০২১ সালের মার্চে হোয়াটসঅ্যাপের গোপনীয়তা নীতির বিরুদ্ধে তদন্ত শুরু করে ভারতের প্রতিযোগিতা কমিশন (সিসিআই)। তদন্তে দেখায় যায়, ফেসবুক এবং এর অধীনস্থ ইউনিটগুলোর সঙ্গে ব্যবহারকারীর ডেটা শেয়ার করার অনুমতি দেয় মেটা। এর ফলে বিশ্বব্যাপী সমালোচনার সৃষ্টি হয়েছিল।
সিসিআই বলছে, হোয়াটসঅ্যাপের সেবা দেওয়ার জন্য এমন কোনো শর্ত আরোপ করা যাবে না, যেখানে প্ল্যাটফর্মটি থেকে সংগ্রহ করা ব্যবহারকারীরা ডেটা অন্য মেটা কোম্পানির সঙ্গে শেয়ার করে।
তবে মেটা এ বিষয়ে কোনো মন্তব্য করে নি।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এর মতো ভারতের প্রস্তাবিত অ্যান্ট্রিট্রাস্ট আইনের জন্য নতুন নিয়ন্ত্রক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে মেটা, গুগল ও অ্যাপল।
বর্তমানে কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রণালয় কর্তৃক গঠিত একটি প্যানেলের ফেব্রুয়ারী মাসের প্রতিবেদন পর্যালোচনা করছে ভারত সরকার। এই প্রতিবেদনে একটি নতুন ‘ডিজিটাল কমপিটিশন বিল’ প্রস্তাব করা হয়েছে, যা বিদ্যমান অ্যান্টি-ট্রাস্ট আইনগুলোর সঙ্গে সমন্বয় করা হবে।
ইতোমধ্যেই এই পদক্ষেপের বিপক্ষে অবস্থান নিয়েছে ‘ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল’। তারা তাদের ব্যবসায়ে এই আইনের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
২০২১ সালে হোয়াটসঅ্যাপের গোপনীয়তা নীতি আপডেটের ফলে ব্যবহারকারীদের জন্য মেসেজিং সেবা ব্যবহার করার জন্য মেটা কোম্পানির সঙ্গে তাদের ডেটা শেয়ার করা বাধ্যতামূলক হয়ে যায়। এর আগে ২০১৬ সাল থেকে একটি অপশনাল ব্যবস্থা ছিল, যা এই আপডেটের মাধ্যমে সরিয়ে ফেলা হয়। বাধ্যতামূলক ডেটা শেয়ারিংয়ের এই নিয়মটি মেটা গ্রুপের কোম্পানিগুলোর জন্য ডেটা সংগ্রহ ও প্রক্রিয়াকরণের পরিধি বিস্তৃত করেছে।
জরিমানা ছাড়াও ভারতের মধ্যে হোয়াটসঅ্যাপের ডেটা প্র্যাকটিসে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে নির্দেশ দিয়েছে সিসিআই।
এছাড়া মেসেজিং প্ল্যাটফর্মটিকে ব্যবহারকারীদের বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে হবে যে, কোন ডেটা মেটা কোম্পানির সঙ্গে শেয়ার করা হচ্ছে এবং কিসের জন্য তা ব্যবহার হচ্ছে। ব্যবহারকারীদের জন্য ইন-অ্যাপ নোটিফিকেশন এবং সেটিংস মেনুর মাধ্যমে স্পষ্ট অপট-আউট (অপশনাল) সুযোগ দিতে হবে। অর্থাৎ তথ্য শেয়ার অনুমতি না দেওয়ারও সুযোগ দিতে হবে। এই পরিবর্তনগুলো নতুন এবং পুরনো ব্যবহারকারী উভয়ের জন্য প্রযোজ্য হবে।
তথ্যসূত্র: রয়টার্স ও টেকক্রাঞ্চ
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
৬ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
৭ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
৯ ঘণ্টা আগেব্রডব্যান্ড ইন্টারনেট কনস্টেলেশন প্রকল্প ‘প্রজেক্ট কুইপার’-এর প্রথম ২৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ই–কমার্স জায়ান্ট আমাজন। এর মাধ্যমে ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংককে চ্যালেঞ্জ জানাল কোম্পানিটি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।
১১ ঘণ্টা আগে