অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ফ্যান্টাসি ও রোমান্স ঘরানার লেখিকা লেনা ম্যাকডোনাল্ড সম্প্রতি নিজের প্রকাশিত বইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। তাঁর নতুন উপন্যাস ‘ডার্কহলো অ্যাকাডেমি: ইয়ার ২’ বইয়ের একটি অধ্যায়ে এআই-জেনারেটেড একটি প্রম্পট ভুলবশত ছাপা হয়ে যাওয়ায় পাঠকেরা বিষয়টি ধরে ফেলেন। এর পরই সামাজিক মাধ্যমে শুরু হয় কটাক্ষ আর বিতর্ক।
রোমান্স ঘরানার এই বইয়ের তৃতীয় অধ্যায়ে পাঠকেরা দেখতে পান, লেখিকা অন্য একজন জনপ্রিয় লেখিকার লেখনীর অনুকরণে একটি অংশ পরিবর্তন করতে গিয়ে এআইয়ের সাহায্য নিয়েছেন। সেখানে স্পষ্টভাবে লেখা ছিল—
‘আমি এই অংশ নতুন করে লিখেছি, যাতে জে. ব্রি-র লেখার ধরনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়—যেখানে থাকবে আরও টান টান উত্তেজনা, রুক্ষ আবহ এবং অতিপ্রাকৃত উপাদানের নিচে লুকিয়ে থাকা গভীর আবেগের প্রকাশ।’
এই অংশ থেকেই ধরা পড়ে লেখিকা এআই ব্যবহার করেছেন । উল্লেখ্য, জে. ব্রি একজন আন্তর্জাতিকভাবে খ্যাতনামা লেখিকা, যিনি ফ্যান্টাসি-রোমান্স সিরিজে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। ম্যাকডোনাল্ডের এই অনুকরণ ও এআই-নির্ভরতা পাঠকদের কাছে নেতিবাচকভাবে ধরা পড়ে।
যদিও বইটি আমাজনে আপডেট করে বিতর্কিত অংশটি সরিয়ে ফেলা হয়েছে, তবে সোশ্যাল মিডিয়ায় স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে এবং ঘটনাটিকে অনেকে বলছেন ‘একেবারে লজ্জাজনক’।
একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ‘এটা আমার কাছে একেবারে ব্যানযোগ্য অপরাধ।’ আরেকজন লেখেন, ‘নিজেই যদি না লিখে থাকেন, তবে বই লেখার মানে কী? লেখার আনন্দটাই তো আসল!’
আরেক পাঠকের মন্তব্য, ‘এটি একমাত্র ঘটনা নয়। অনেক লেখকের বই মাঝপথে লেখার ধরন বদলে যাচ্ছে। এটা পরিষ্কারভাবে বোঝা যায় কেউ কেউ এআই ব্যবহার করছেন।’
এ ঘটনা ছাড়াও সাম্প্রতিক সময়ে পেশাদার খাতে এআই ব্যবহারের কারণে বিতর্কের সৃষ্টি হয়েছে। গত মাসে মাইক লিন্ডেল নামক মার্কিন ব্যবসায়ীর বিরুদ্ধে চলমান মানহানির মামলায় তাঁর আইনজীবীরা এআই ব্যবহার করে আদালতে ভুলভাল তথ্যে ভরা এক দলিল জমা দেন।
জেলা বিচারক নিনা ওয়াং জানান, সেই আইনি নথিতে ৩০টির মতো ভুল সাইটেশন ছিল, যার মধ্যে কিছু ছিল ভুয়া মামলার রেফারেন্স। এ কারণে সংশ্লিষ্ট আইনজীবী এবং আইন প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেন আদালত।
লেনা ম্যাকডোনাল্ডের ঘটনাটি লেখালেখির জগতে এআই ব্যবহারের নৈতিকতা ও সততা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। পাঠকেরা বলছেন, প্রযুক্তি সহায়ক হতে পারে, তবে সাহিত্যিক সৃষ্টিশীলতার বিকল্প হতে পারে না।
যুক্তরাষ্ট্রের ফ্যান্টাসি ও রোমান্স ঘরানার লেখিকা লেনা ম্যাকডোনাল্ড সম্প্রতি নিজের প্রকাশিত বইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। তাঁর নতুন উপন্যাস ‘ডার্কহলো অ্যাকাডেমি: ইয়ার ২’ বইয়ের একটি অধ্যায়ে এআই-জেনারেটেড একটি প্রম্পট ভুলবশত ছাপা হয়ে যাওয়ায় পাঠকেরা বিষয়টি ধরে ফেলেন। এর পরই সামাজিক মাধ্যমে শুরু হয় কটাক্ষ আর বিতর্ক।
রোমান্স ঘরানার এই বইয়ের তৃতীয় অধ্যায়ে পাঠকেরা দেখতে পান, লেখিকা অন্য একজন জনপ্রিয় লেখিকার লেখনীর অনুকরণে একটি অংশ পরিবর্তন করতে গিয়ে এআইয়ের সাহায্য নিয়েছেন। সেখানে স্পষ্টভাবে লেখা ছিল—
‘আমি এই অংশ নতুন করে লিখেছি, যাতে জে. ব্রি-র লেখার ধরনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়—যেখানে থাকবে আরও টান টান উত্তেজনা, রুক্ষ আবহ এবং অতিপ্রাকৃত উপাদানের নিচে লুকিয়ে থাকা গভীর আবেগের প্রকাশ।’
এই অংশ থেকেই ধরা পড়ে লেখিকা এআই ব্যবহার করেছেন । উল্লেখ্য, জে. ব্রি একজন আন্তর্জাতিকভাবে খ্যাতনামা লেখিকা, যিনি ফ্যান্টাসি-রোমান্স সিরিজে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। ম্যাকডোনাল্ডের এই অনুকরণ ও এআই-নির্ভরতা পাঠকদের কাছে নেতিবাচকভাবে ধরা পড়ে।
যদিও বইটি আমাজনে আপডেট করে বিতর্কিত অংশটি সরিয়ে ফেলা হয়েছে, তবে সোশ্যাল মিডিয়ায় স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে এবং ঘটনাটিকে অনেকে বলছেন ‘একেবারে লজ্জাজনক’।
একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ‘এটা আমার কাছে একেবারে ব্যানযোগ্য অপরাধ।’ আরেকজন লেখেন, ‘নিজেই যদি না লিখে থাকেন, তবে বই লেখার মানে কী? লেখার আনন্দটাই তো আসল!’
আরেক পাঠকের মন্তব্য, ‘এটি একমাত্র ঘটনা নয়। অনেক লেখকের বই মাঝপথে লেখার ধরন বদলে যাচ্ছে। এটা পরিষ্কারভাবে বোঝা যায় কেউ কেউ এআই ব্যবহার করছেন।’
এ ঘটনা ছাড়াও সাম্প্রতিক সময়ে পেশাদার খাতে এআই ব্যবহারের কারণে বিতর্কের সৃষ্টি হয়েছে। গত মাসে মাইক লিন্ডেল নামক মার্কিন ব্যবসায়ীর বিরুদ্ধে চলমান মানহানির মামলায় তাঁর আইনজীবীরা এআই ব্যবহার করে আদালতে ভুলভাল তথ্যে ভরা এক দলিল জমা দেন।
জেলা বিচারক নিনা ওয়াং জানান, সেই আইনি নথিতে ৩০টির মতো ভুল সাইটেশন ছিল, যার মধ্যে কিছু ছিল ভুয়া মামলার রেফারেন্স। এ কারণে সংশ্লিষ্ট আইনজীবী এবং আইন প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেন আদালত।
লেনা ম্যাকডোনাল্ডের ঘটনাটি লেখালেখির জগতে এআই ব্যবহারের নৈতিকতা ও সততা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। পাঠকেরা বলছেন, প্রযুক্তি সহায়ক হতে পারে, তবে সাহিত্যিক সৃষ্টিশীলতার বিকল্প হতে পারে না।
চীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
২ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
৬ ঘণ্টা আগেবর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করেন এই প্ল্যাটফর্মে। ভিডিও নির্মাতারা (ইউটিউবাররা) প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁদের কনটেন্টের কার্যকারিতা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। এসব তথ্য ইউটিউবের ভিউ বাড়াতে
৭ ঘণ্টা আগে