গুগল চ্যাটবট বার্ড ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সার্চে নির্বাচন সম্পর্কিত প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা সীমিত করবে অ্যালফাবেট। যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গত মঙ্গলবার কোম্পানিটি জানিয়েছে। রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
অ্যালফাবেট বলছে, ২০২৪ সালের শুরু থেকেই কার্যকরের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি ভারত ও দক্ষিণ আফ্রিকাসহ বেশ কয়েকটি দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
টেক জায়ান্টটি বলছে, ভোটারদের নির্বাচন সম্পর্কিত সেবা দেওয়ায় এবং প্রচারণায় সহায়তার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কেমন ভূমিকা পালন করবে, তা তীক্ষ্ণ নজর রাখবে অ্যালফাবেট।
রাজনৈতিক প্রচারণা ও অন্যান্য নিয়ন্ত্রিত খাতের বিজ্ঞাপনে জেনারেটিভ এআই বিজ্ঞাপন টুল ব্যবহার বন্ধ করা হচ্ছে বলে গত নভেম্বরে মেটা জানায়। এআই বা অন্য কোনো ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে ফেসবুক বা ইনস্টাগ্রামে রাজনৈতিক, সামাজিক বা নির্বাচনসংক্রান্ত বিজ্ঞাপনগুলো পরিবর্তন বা তৈরি করলে তা মেটাকে জানাতে হবে।
মেটা বিধিনিষেধ আরোপ করলেও কিছুটা উল্টো পথে হাঁটছে ইলন মাস্কের সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এক্স (টুইটার)। ২০১৯ সাল থেকে এই প্ল্যাটফর্মে রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ থাকলেও গত আগস্টে নতুন করে যুক্তরাষ্ট্রের প্রার্থী ও রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক বিজ্ঞাপন দেওয়ার অনুমতি দেওয়ার কথা জানানো হয়। যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে নিরাপত্তা ও নির্বাচনী দলের পরিধি বাড়ানো হবে বলে এক্স জানিয়েছে।
মাস্কের এই প্ল্যাটফর্ম নিয়ে তদন্ত করছে ইউরোপীয় ইউনিয়ন। ভুল তথ্য ছড়ানোর কারণে বিশ্বের অনেক সরকার এআই নিয়ন্ত্রণে একজোট হচ্ছে।
রাজনৈতিক বিজ্ঞাপনে ছবি বা অডিওর ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট ঘোষণা দেওয়া গত সেপ্টেম্বরে বাধ্যতামূলক করেছে গুগল।
গুগল চ্যাটবট বার্ড ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সার্চে নির্বাচন সম্পর্কিত প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা সীমিত করবে অ্যালফাবেট। যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গত মঙ্গলবার কোম্পানিটি জানিয়েছে। রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
অ্যালফাবেট বলছে, ২০২৪ সালের শুরু থেকেই কার্যকরের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি ভারত ও দক্ষিণ আফ্রিকাসহ বেশ কয়েকটি দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
টেক জায়ান্টটি বলছে, ভোটারদের নির্বাচন সম্পর্কিত সেবা দেওয়ায় এবং প্রচারণায় সহায়তার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কেমন ভূমিকা পালন করবে, তা তীক্ষ্ণ নজর রাখবে অ্যালফাবেট।
রাজনৈতিক প্রচারণা ও অন্যান্য নিয়ন্ত্রিত খাতের বিজ্ঞাপনে জেনারেটিভ এআই বিজ্ঞাপন টুল ব্যবহার বন্ধ করা হচ্ছে বলে গত নভেম্বরে মেটা জানায়। এআই বা অন্য কোনো ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে ফেসবুক বা ইনস্টাগ্রামে রাজনৈতিক, সামাজিক বা নির্বাচনসংক্রান্ত বিজ্ঞাপনগুলো পরিবর্তন বা তৈরি করলে তা মেটাকে জানাতে হবে।
মেটা বিধিনিষেধ আরোপ করলেও কিছুটা উল্টো পথে হাঁটছে ইলন মাস্কের সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এক্স (টুইটার)। ২০১৯ সাল থেকে এই প্ল্যাটফর্মে রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ থাকলেও গত আগস্টে নতুন করে যুক্তরাষ্ট্রের প্রার্থী ও রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক বিজ্ঞাপন দেওয়ার অনুমতি দেওয়ার কথা জানানো হয়। যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে নিরাপত্তা ও নির্বাচনী দলের পরিধি বাড়ানো হবে বলে এক্স জানিয়েছে।
মাস্কের এই প্ল্যাটফর্ম নিয়ে তদন্ত করছে ইউরোপীয় ইউনিয়ন। ভুল তথ্য ছড়ানোর কারণে বিশ্বের অনেক সরকার এআই নিয়ন্ত্রণে একজোট হচ্ছে।
রাজনৈতিক বিজ্ঞাপনে ছবি বা অডিওর ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট ঘোষণা দেওয়া গত সেপ্টেম্বরে বাধ্যতামূলক করেছে গুগল।
নরওয়ের ট্রন্ডহেইম শহরে এমন একটি নতুন রাস্তা চালু করা হয়েছে, যেখানে চলতে চলতেই বৈদ্যুতিক গাড়ি চার্জ নিতে পারবে। এই প্রযুক্তির মাধ্যমে কোনো জায়গায় থেমে তারপর গাড়ি চার্জ করতে হবে না। রাস্তার নিচে থাকা লুকানো কয়েল থেকে বিদ্যুৎ পেয়ে চলার সময়ই চার্জ হবে গাড়ি। এ জন্য বৈদ্যুতিক গাড়িগুলোতে চার্জ নেওয়ার বিশেষ
১৪ মিনিট আগেইউটিউবে ভিডিও পোস্ট করার পাশাপাশি কমিউনিটিও তৈরি করা যায়। দর্শকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, তাঁদের মতামত জানা ও সম্পর্ক গড়ে তোলার জন্য ইউটিউব চালু করেছে কমিউনিটি পোস্ট ফিচারটি। এই ফিচার সঠিকভাবে ব্যবহার করতে পারলে তা আপনার চ্যানেলের এনগেজমেন্ট বাড়াতে, সাবস্ক্রাইবারদের সক্রিয় রাখতে এবং নতুন দর্শক
১৮ মিনিট আগেনতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১৫ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৯ ঘণ্টা আগে