এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলগুলো প্রশিক্ষণ দিতে ইউটিউবের ভিডিওর ট্রান্সক্রিপটস বা সাবটাইটেল ব্যবহার করেছে অ্যাপল, এনভিডিয়া ও এনথ্রপিক। অনুমতি ছাড়াই ইউটিউবের ১ লাখ ৭৩ হাজার ভিডিও ব্যবহার করা হয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট প্রুফ নিউজের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
ইউটিউবের ৪৮ হাজার চ্যানেলের ভিডিওর সাবটাইটেলের টেক্সট দিয়ে ডেটাবেজ তৈরি করে অলাভজনক কোম্পানি ‘এলিউথারএআই’। এই ডেটাবেইস অ্যাপল, এনভিডিয়া ও এনথ্রপিকের মতো বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো ব্যবহার করেছে। এই তদন্তের মাধ্যমে জানা যায়, ক্রিয়টরদের অনুমতি না নিয়ে বা কোনো ক্ষতিপূরণ না দিয়েই তাদের কনটেন্ট এআই প্রযুক্তিতে ব্যবহার করছে এসব কোম্পানি।
এই ডেটাবেইসে ইউটিউবের কোনো ছবি ও ভিডিও ছিল না। শুধু ট্রান্সক্রিপশন অর্থাৎ সাবটাইটেলের টেক্সট ছিল। মার্কেস ব্রাউনলি মিস্টারবিস্ট ও পিউডিপাইয়ের মতো ইউটিউবের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের ভিডিওয়ের ট্রান্সক্রিপশনের ডেটাও এর মধ্যে রয়েছে। সেই সঙ্গে দ্য নিউ ইয়র্ক টাইমস, বিবিসি ও এবিসি নিউজের মতো জনপ্রিয় সংবাদমাধ্যমও রয়েছে।
এর প্রতিক্রিয়ার মার্কেস ব্রাউনলি এক্স প্ল্যাটফর্মে বলেন, ‘এআই প্রশিক্ষণের জন্য বেশ কয়েকটি কোম্পানি থেকে তথ্য সংগ্রহ করেছে অ্যাপল। এগুলোর মধ্যে থেকে একটি আমার ও অন্যদের ইউটিউব ভিডিও থেকে প্রচুর পরিমাণে ডেটা বা ট্রান্সক্রিপ্ট চুরি করেছে। এটি একটি দীর্ঘমেয়াদি সমস্যা হতে পারে।
ইউটিউবের প্রধান নির্বাহী নিল মোহান বলেন, যেসব কোম্পানি এআই মডেলকে প্রশিক্ষণ দিতে ইউটিউবের ডেটা ব্যবহার করছে, তারা প্ল্যাটফর্মটির নীতি লঙ্ঘন করবে।
তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি অ্যাপল, এনভিডিয়া ও এনথ্রপিক।
এই প্রতিবেদনের আগে কোম্পানিগুলো এআই মডেল প্রশিক্ষণের জন্য কোন ধরনের ডেটা ব্যবহার করা হচ্ছিল তা সম্পর্কে স্পষ্ট তথ্য ছিল না। এআই মডেল ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ প্রশিক্ষণে কি ডেটা ব্যবহার করা হয়েছে তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য না দেওয়ায় অ্যাপলের সমালোচনা করের শিল্পী ও ফটোগ্রাফাররা। অ্যাপলের নতুন ডিভাইসে এই এআই মডেল ব্যবহার করা হবে।
বিশ্বের সবচেয়ে বড় ভিডিওর ভান্ডার ইউটিউব। এখানে শুধু ট্রান্সক্রিপটই পাওয়া যায় না, সেই সঙ্গে অডিও, ভিডিও ও ছবিরও ভান্ডার রয়েছে। এআইকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এটি একটি খুব ভালো ডেটার উৎস।
ওপেনএআইয়ের এআই ভিডিও জেনারেশন টুলকে প্রশিক্ষণের জন্য ইউটিউবের ভিডিও ব্যবহার করা হচ্ছে নাকি এমন প্রশ্ন করা হলে কোম্পানিটির চিফ টেকনলোজি অফিসার মিরা মুরাটি বলেন, ‘ওপেনএআইয়ের এআই মডেল সোরা–কে প্রশিক্ষণ দেওয়ার জন্য কোনো ডেটা ব্যবহার করা হয়েছে তার বিস্তারিত জানাবো না। তবে এটি সর্বসাধারণের উন্মুক্ত ও অনুমোদিত ডেটা ছিল।’
নিল মোহানের একই সুরে কথা বলেন অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাইও।
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলগুলো প্রশিক্ষণ দিতে ইউটিউবের ভিডিওর ট্রান্সক্রিপটস বা সাবটাইটেল ব্যবহার করেছে অ্যাপল, এনভিডিয়া ও এনথ্রপিক। অনুমতি ছাড়াই ইউটিউবের ১ লাখ ৭৩ হাজার ভিডিও ব্যবহার করা হয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট প্রুফ নিউজের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
ইউটিউবের ৪৮ হাজার চ্যানেলের ভিডিওর সাবটাইটেলের টেক্সট দিয়ে ডেটাবেজ তৈরি করে অলাভজনক কোম্পানি ‘এলিউথারএআই’। এই ডেটাবেইস অ্যাপল, এনভিডিয়া ও এনথ্রপিকের মতো বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো ব্যবহার করেছে। এই তদন্তের মাধ্যমে জানা যায়, ক্রিয়টরদের অনুমতি না নিয়ে বা কোনো ক্ষতিপূরণ না দিয়েই তাদের কনটেন্ট এআই প্রযুক্তিতে ব্যবহার করছে এসব কোম্পানি।
এই ডেটাবেইসে ইউটিউবের কোনো ছবি ও ভিডিও ছিল না। শুধু ট্রান্সক্রিপশন অর্থাৎ সাবটাইটেলের টেক্সট ছিল। মার্কেস ব্রাউনলি মিস্টারবিস্ট ও পিউডিপাইয়ের মতো ইউটিউবের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের ভিডিওয়ের ট্রান্সক্রিপশনের ডেটাও এর মধ্যে রয়েছে। সেই সঙ্গে দ্য নিউ ইয়র্ক টাইমস, বিবিসি ও এবিসি নিউজের মতো জনপ্রিয় সংবাদমাধ্যমও রয়েছে।
এর প্রতিক্রিয়ার মার্কেস ব্রাউনলি এক্স প্ল্যাটফর্মে বলেন, ‘এআই প্রশিক্ষণের জন্য বেশ কয়েকটি কোম্পানি থেকে তথ্য সংগ্রহ করেছে অ্যাপল। এগুলোর মধ্যে থেকে একটি আমার ও অন্যদের ইউটিউব ভিডিও থেকে প্রচুর পরিমাণে ডেটা বা ট্রান্সক্রিপ্ট চুরি করেছে। এটি একটি দীর্ঘমেয়াদি সমস্যা হতে পারে।
ইউটিউবের প্রধান নির্বাহী নিল মোহান বলেন, যেসব কোম্পানি এআই মডেলকে প্রশিক্ষণ দিতে ইউটিউবের ডেটা ব্যবহার করছে, তারা প্ল্যাটফর্মটির নীতি লঙ্ঘন করবে।
তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি অ্যাপল, এনভিডিয়া ও এনথ্রপিক।
এই প্রতিবেদনের আগে কোম্পানিগুলো এআই মডেল প্রশিক্ষণের জন্য কোন ধরনের ডেটা ব্যবহার করা হচ্ছিল তা সম্পর্কে স্পষ্ট তথ্য ছিল না। এআই মডেল ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ প্রশিক্ষণে কি ডেটা ব্যবহার করা হয়েছে তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য না দেওয়ায় অ্যাপলের সমালোচনা করের শিল্পী ও ফটোগ্রাফাররা। অ্যাপলের নতুন ডিভাইসে এই এআই মডেল ব্যবহার করা হবে।
বিশ্বের সবচেয়ে বড় ভিডিওর ভান্ডার ইউটিউব। এখানে শুধু ট্রান্সক্রিপটই পাওয়া যায় না, সেই সঙ্গে অডিও, ভিডিও ও ছবিরও ভান্ডার রয়েছে। এআইকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এটি একটি খুব ভালো ডেটার উৎস।
ওপেনএআইয়ের এআই ভিডিও জেনারেশন টুলকে প্রশিক্ষণের জন্য ইউটিউবের ভিডিও ব্যবহার করা হচ্ছে নাকি এমন প্রশ্ন করা হলে কোম্পানিটির চিফ টেকনলোজি অফিসার মিরা মুরাটি বলেন, ‘ওপেনএআইয়ের এআই মডেল সোরা–কে প্রশিক্ষণ দেওয়ার জন্য কোনো ডেটা ব্যবহার করা হয়েছে তার বিস্তারিত জানাবো না। তবে এটি সর্বসাধারণের উন্মুক্ত ও অনুমোদিত ডেটা ছিল।’
নিল মোহানের একই সুরে কথা বলেন অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাইও।
বিভিন্ন বিষয়ে নিজের চিন্তাভাবনা প্রকাশ করতে কখনোই পিছপা হননি বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল নির্মাতা জেমস ক্যামেরন। এবার জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও নিজস্ব মতামত দিলেন। টাইটানিক ও অ্যাভাটারের সিরিজের জন্য বিশ্বজুড়ে খ্যাত ৭০ বছর বয়সী এই পরিচালক।
১ ঘণ্টা আগেটেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের কল পরিষেবার ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। দেশটির ডিজিটাল উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাস ও প্রতারণার মতো অপরাধে ব্যবহারকারীদের তথ্য রাশিয়ার আইন-শৃঙ্খলা বাহিনীকে না দেওয়ার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেবর্তমান ডিজিটাল যুগে কনটেন্ট নির্মাণ আর শুধু একক প্রচেষ্টা নয়। একাধিক ক্রিয়েটরের সহযোগিতায় সৃজনশীলতা আরও সমৃদ্ধ হয়। কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে পারস্পরিক সংযোগ ও কাজের সুবিধার্থে ইউটিউব চালু করেছে ‘কোলাবোরেশন ফিচার’।
৪ ঘণ্টা আগেপ্রথমবারের মতো নিজস্ব মাইক্রো আরজিবি প্রযুক্তির টিভি বাজারে আনলো স্যামসাং। চলতি বছর সিইএস ২০২৫-এ প্রথমবারের মতো জনসম্মুখে আনার পর এবার দক্ষিণ কোরিয়ায় এই অত্যাধুনিক টিভির বিক্রি শুরু করেছে প্রযুক্তি জায়ান্টটি। ১১৫ ইঞ্চির এই টিভিটির মূল্য ধরা হয়েছে ৪৪ দশমিক ৯ মিলিয়ন কোরিয়ান ওন (প্রায় ৩৯ লাখ ৩৫ হাজার ৯
২০ ঘণ্টা আগে