এক অস্ট্রেলীয় রাজনীতিবিদের বিরুদ্ধে ইউটিউবে প্রচারিত মানহানিকর কনটেন্ট অপসারণে ব্যর্থ হওয়ায় গুগলকে জরিমানা করেছে অস্ট্রেলিয়ার আদালত। স্থানীয় সময় সোমবার দেশটির একটি আদালত এক রায়ে গুগলকে অস্ট্রেলীয় রাজনীতিবিদকে ৫ লাখ ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আদালত জানিয়েছে, তাঁরা দেখতে পেয়েছেন—গুগলের মাতৃপ্রতিষ্ঠান অ্যালফাবেটের নিয়ন্ত্রণাধীন ইউটিউবে নিউ সাউথ ওয়েলসের সাবেক উপপ্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনবরত বর্ণবাদী, নিন্দনীয়, অপমানজনক এবং মানহানিকর প্রচারণা চালানো হয়েছে। যা সরিয়ে ফেলতে ব্যর্থ হয়েছে অ্যালফাবেট। আর এ কারণে ওই ব্যক্তির রাজনৈতিক ক্যারিয়ারই শেষ হয়ে গিয়েছে।
আদালত আরও জেনেছে, জর্ডান শ্যাঙ্কস নামে এক অস্ট্রেলীয় কনটেন্ট ক্রিয়েটর নিউ সাউথ ওয়েলসের তৎকালীন উপপ্রধানমন্ত্রী জন বারিলারোর বিরুদ্ধে ভিডিও আপলোড করেন। ভিডিওতে শ্যাঙ্কস বারিলারোকে ক্রমাগত ‘দুর্নীতিবাজ’ আখ্যা দেন। তবে শ্যাঙ্কস তাঁর দাবির সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি। আদালত, জন বারিলারোর বিরুদ্ধে শ্যাঙ্কসের এসব কার্যক্রম ‘কোনোভাবেই ঘৃণাত্মক বক্তব্যের চেয়ে কম নয়’ বলে আখ্যা দিয়েছেন।
আদালত আরও জানিয়েছে, ২০২০ সালের শেষ দিকে ইউটিউবে আপলোড করা ওই ভিডিওটি ৮ লাখ বারেরও বেশি বার দেখা হয়েছে। এবং এ কারণে, আদালত গুগলের মাতৃপ্রতিষ্ঠান অ্যালফাবেটকে অস্ট্রেলিয়ার মুদ্রায় ৭ লাখ ১৫ হাজার ডলার জরিমানা করেছে।
তবে, এই বিষয়ে গুগল এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
এর আগেও, গুগল একাধিকবারে এমন অভিযোগে অভিযুক্ত হয়েছে। সেসময় অভিযোগগুলো গুগলের সরবরাহ করা লিংক এবং সার্চের ফলাফলের দিকে ছিল। এবার অভিযোগ উঠল ইউটিউবের দিকে।
প্রযুক্তি সম্পর্কিত খবর পড়ুন:
এক অস্ট্রেলীয় রাজনীতিবিদের বিরুদ্ধে ইউটিউবে প্রচারিত মানহানিকর কনটেন্ট অপসারণে ব্যর্থ হওয়ায় গুগলকে জরিমানা করেছে অস্ট্রেলিয়ার আদালত। স্থানীয় সময় সোমবার দেশটির একটি আদালত এক রায়ে গুগলকে অস্ট্রেলীয় রাজনীতিবিদকে ৫ লাখ ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আদালত জানিয়েছে, তাঁরা দেখতে পেয়েছেন—গুগলের মাতৃপ্রতিষ্ঠান অ্যালফাবেটের নিয়ন্ত্রণাধীন ইউটিউবে নিউ সাউথ ওয়েলসের সাবেক উপপ্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনবরত বর্ণবাদী, নিন্দনীয়, অপমানজনক এবং মানহানিকর প্রচারণা চালানো হয়েছে। যা সরিয়ে ফেলতে ব্যর্থ হয়েছে অ্যালফাবেট। আর এ কারণে ওই ব্যক্তির রাজনৈতিক ক্যারিয়ারই শেষ হয়ে গিয়েছে।
আদালত আরও জেনেছে, জর্ডান শ্যাঙ্কস নামে এক অস্ট্রেলীয় কনটেন্ট ক্রিয়েটর নিউ সাউথ ওয়েলসের তৎকালীন উপপ্রধানমন্ত্রী জন বারিলারোর বিরুদ্ধে ভিডিও আপলোড করেন। ভিডিওতে শ্যাঙ্কস বারিলারোকে ক্রমাগত ‘দুর্নীতিবাজ’ আখ্যা দেন। তবে শ্যাঙ্কস তাঁর দাবির সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি। আদালত, জন বারিলারোর বিরুদ্ধে শ্যাঙ্কসের এসব কার্যক্রম ‘কোনোভাবেই ঘৃণাত্মক বক্তব্যের চেয়ে কম নয়’ বলে আখ্যা দিয়েছেন।
আদালত আরও জানিয়েছে, ২০২০ সালের শেষ দিকে ইউটিউবে আপলোড করা ওই ভিডিওটি ৮ লাখ বারেরও বেশি বার দেখা হয়েছে। এবং এ কারণে, আদালত গুগলের মাতৃপ্রতিষ্ঠান অ্যালফাবেটকে অস্ট্রেলিয়ার মুদ্রায় ৭ লাখ ১৫ হাজার ডলার জরিমানা করেছে।
তবে, এই বিষয়ে গুগল এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
এর আগেও, গুগল একাধিকবারে এমন অভিযোগে অভিযুক্ত হয়েছে। সেসময় অভিযোগগুলো গুগলের সরবরাহ করা লিংক এবং সার্চের ফলাফলের দিকে ছিল। এবার অভিযোগ উঠল ইউটিউবের দিকে।
প্রযুক্তি সম্পর্কিত খবর পড়ুন:
ফাইন্যান্সিয়াল টাইমস বলছে, ২০২৪ সালে বিশ্বের ১০টি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সিইওদের নিরাপত্তায় খরচ বেড়ে ৪৫ মিলিয়ন ডলারের বেশি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় করেছে মেটা। ২০২৪ সালে কোম্পানিটি শুধু মার্ক জাকারবার্গের জন্যই খরচ করেছে প্রায় ২৭ মিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩ মিলিয়ন ডলার বেশি।
১১ ঘণ্টা আগেচীনের ইন্টারনেট জায়ান্ট বাইদু ২০২৬ সালে যুক্তরাজ্য ও জার্মানিতে রোবোট্যাক্সি পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক রাইড-শেয়ারিং অ্যাপ লিফট–এর মাধ্যমে এ সেবা দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে পরিকল্পনাটি বাস্তবায়িত হবে সংশ্লিষ্ট দেশের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে।
১২ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম টিকটক তাদের কমিউনিটি গাইডলাইনে বড় ধরনের পরিবর্তন আনছে। গত বৃহস্পতিবার এক ব্লগপোস্টে বিষয়টি নিশ্চিত করেন টিকটকের গ্লোবাল ট্রাস্ট অ্যান্ড সেফটি প্রধান সন্দীপ গ্রোভার। নতুন নিয়মগুলো আগামী ১৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
১৩ ঘণ্টা আগেচলতি বছরের প্রথম ছয় মাসে ৯ হাজার ২০০ বার বেশি হ্যাকিংয়ের প্রচেষ্টা প্রতিহত করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেশি। এসব হামলার বেশির ভাগই উত্তর কোরিয়া থেকে পরিচালিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
১৪ ঘণ্টা আগে