আজকের পত্রিকা ডেস্ক
বিশ্বের বড় প্রযুক্তি সংস্থাগুলো তাদের প্রধান নির্বাহীদের (সিইও) নিরাপত্তায় আগের চেয়ে অনেক বেশি খরচ করছে। ফাইন্যান্সিয়াল টাইমসের বিশ্লেষণ অনুযায়ী, ২০২৪ সালে গুগল, অ্যামাজন, এনভিডিয়াসহ শীর্ষ সংস্থাগুলো নিরাপত্তা বাজেট ১০ শতাংশেরও বেশি বাড়িয়েছে।
ফাইন্যান্সিয়াল টাইমস বলছে, ২০২৪ সালে বিশ্বের ১০টি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সিইওদের নিরাপত্তায় খরচ বেড়ে ৪৫ মিলিয়ন ডলারের বেশি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় করেছে মেটা। ২০২৪ সালে কোম্পানিটি শুধু মার্ক জাকারবার্গের জন্যই খরচ করেছে প্রায় ২৭ মিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩ মিলিয়ন ডলার বেশি। এ খাতে অন্য কোনো কোম্পানি এত বড় অঙ্ক খরচ করেনি।
এনভিডিয়া ২০২৪ সালে সিইও জেনসেন হুয়াংয়ের নিরাপত্তায় খরচ করেছে ৩ দশমিক ৫ মিলিয়ন ডলার, যা ২০২৩ সালের তুলনায় বেড়েছে। সিইও অ্যান্ডি জ্যাসির জন্য অ্যামাজন ২০২৪ সালে খরচ করেছে ১ দশমিক ১ মিলিয়ন ডলার। পাশাপাশি প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে সুরক্ষা সহায়তা বাবদ প্রতিবছর ১ দশমিক ৬ মিলিয়ন ডলার দেওয়া হয়। সিইও টিম কুকের নিরাপত্তায় ২০২৪ সালে ১ দশমিক ৪ মিলিয়ন ডলার ব্যয় করেছে অ্যাপল, যা আগের বছরের তুলনায় কম। গুগলের সুন্দর পিচাইয়ের জন্য ব্যয় হয়েছে ৬ দশমিক ৮ মিলিয়ন ডলার। আর ইলন মাস্কের জন্য মাত্র ৫ লাখ ডলার খরচ হয়েছে বলে জানিয়েছে টেসলা। যদিও বিশেষজ্ঞেরা বলছেন, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিকে সুরক্ষিত রাখতে আসল খরচ এর চেয়ে অনেক বেশি, কারণ মাস্কের নিজস্ব নিরাপত্তা সংস্থা রয়েছে।
কিন্তু জাকারবার্গের সুরক্ষায় কেন এত বেশি ব্যয় করছে মেটা? বিশেষজ্ঞেরা বলছেন, জাকারবার্গ শুধু মেটার সিইও নন, তিনিই কোম্পানির মুখ এবং নিয়ন্ত্রণও মূলত তাঁর হাতে। তাঁর সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে সমালোচনা, এআই প্রকল্প ঘিরে বিতর্ক, কর্মী ছাঁটাই আর গোপনীয়তা ইস্যুসহ নানা কারণে তাঁর বিরুদ্ধে মানুষের ক্ষোভও বেশি। তাই তাঁকে নিরাপত্তা দিতে মেটা এত টাকা ব্যয় করছে।
প্রযুক্তি খাতের নিরাপত্তা সাধারণত বেসরকারি সংস্থাগুলো দেখে থাকে, যেখানে সাবেক গোয়েন্দা বা সেনা কর্মকর্তারা কাজ করেন। এসব সংস্থা শুধু দেহরক্ষীই নয়, ঝুঁকি বিশ্লেষণ, বাসা ও ভ্রমণের নিরাপত্তা, সাইবার সুরক্ষা, এমনকি হত্যাচেষ্টা বা অপহরণের মতো ঝুঁকির জন্য প্রস্তুতিও নিয়ে থাকে।
২০২৩ সালের ডিসেম্বরে ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও ব্রায়ান থম্পসন হত্যার পর থেকে নিরাপত্তা খরচ আরও বেড়েছে। অনেক কোম্পানি এখন তাদের শীর্ষ কর্মকর্তাদের ছবি ও তথ্য ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলছে, বাড়ি ও ভ্রমণের নিরাপত্তা জোরদার করছে, এমনকি অনেক ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে ব্যক্তিগত জেট ব্যবহারের নিয়মও চালু করেছে।
বিশ্বের বড় প্রযুক্তি সংস্থাগুলো তাদের প্রধান নির্বাহীদের (সিইও) নিরাপত্তায় আগের চেয়ে অনেক বেশি খরচ করছে। ফাইন্যান্সিয়াল টাইমসের বিশ্লেষণ অনুযায়ী, ২০২৪ সালে গুগল, অ্যামাজন, এনভিডিয়াসহ শীর্ষ সংস্থাগুলো নিরাপত্তা বাজেট ১০ শতাংশেরও বেশি বাড়িয়েছে।
ফাইন্যান্সিয়াল টাইমস বলছে, ২০২৪ সালে বিশ্বের ১০টি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সিইওদের নিরাপত্তায় খরচ বেড়ে ৪৫ মিলিয়ন ডলারের বেশি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় করেছে মেটা। ২০২৪ সালে কোম্পানিটি শুধু মার্ক জাকারবার্গের জন্যই খরচ করেছে প্রায় ২৭ মিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩ মিলিয়ন ডলার বেশি। এ খাতে অন্য কোনো কোম্পানি এত বড় অঙ্ক খরচ করেনি।
এনভিডিয়া ২০২৪ সালে সিইও জেনসেন হুয়াংয়ের নিরাপত্তায় খরচ করেছে ৩ দশমিক ৫ মিলিয়ন ডলার, যা ২০২৩ সালের তুলনায় বেড়েছে। সিইও অ্যান্ডি জ্যাসির জন্য অ্যামাজন ২০২৪ সালে খরচ করেছে ১ দশমিক ১ মিলিয়ন ডলার। পাশাপাশি প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে সুরক্ষা সহায়তা বাবদ প্রতিবছর ১ দশমিক ৬ মিলিয়ন ডলার দেওয়া হয়। সিইও টিম কুকের নিরাপত্তায় ২০২৪ সালে ১ দশমিক ৪ মিলিয়ন ডলার ব্যয় করেছে অ্যাপল, যা আগের বছরের তুলনায় কম। গুগলের সুন্দর পিচাইয়ের জন্য ব্যয় হয়েছে ৬ দশমিক ৮ মিলিয়ন ডলার। আর ইলন মাস্কের জন্য মাত্র ৫ লাখ ডলার খরচ হয়েছে বলে জানিয়েছে টেসলা। যদিও বিশেষজ্ঞেরা বলছেন, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিকে সুরক্ষিত রাখতে আসল খরচ এর চেয়ে অনেক বেশি, কারণ মাস্কের নিজস্ব নিরাপত্তা সংস্থা রয়েছে।
কিন্তু জাকারবার্গের সুরক্ষায় কেন এত বেশি ব্যয় করছে মেটা? বিশেষজ্ঞেরা বলছেন, জাকারবার্গ শুধু মেটার সিইও নন, তিনিই কোম্পানির মুখ এবং নিয়ন্ত্রণও মূলত তাঁর হাতে। তাঁর সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে সমালোচনা, এআই প্রকল্প ঘিরে বিতর্ক, কর্মী ছাঁটাই আর গোপনীয়তা ইস্যুসহ নানা কারণে তাঁর বিরুদ্ধে মানুষের ক্ষোভও বেশি। তাই তাঁকে নিরাপত্তা দিতে মেটা এত টাকা ব্যয় করছে।
প্রযুক্তি খাতের নিরাপত্তা সাধারণত বেসরকারি সংস্থাগুলো দেখে থাকে, যেখানে সাবেক গোয়েন্দা বা সেনা কর্মকর্তারা কাজ করেন। এসব সংস্থা শুধু দেহরক্ষীই নয়, ঝুঁকি বিশ্লেষণ, বাসা ও ভ্রমণের নিরাপত্তা, সাইবার সুরক্ষা, এমনকি হত্যাচেষ্টা বা অপহরণের মতো ঝুঁকির জন্য প্রস্তুতিও নিয়ে থাকে।
২০২৩ সালের ডিসেম্বরে ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও ব্রায়ান থম্পসন হত্যার পর থেকে নিরাপত্তা খরচ আরও বেড়েছে। অনেক কোম্পানি এখন তাদের শীর্ষ কর্মকর্তাদের ছবি ও তথ্য ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলছে, বাড়ি ও ভ্রমণের নিরাপত্তা জোরদার করছে, এমনকি অনেক ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে ব্যক্তিগত জেট ব্যবহারের নিয়মও চালু করেছে।
চীনের ইন্টারনেট জায়ান্ট বাইদু ২০২৬ সালে যুক্তরাজ্য ও জার্মানিতে রোবোট্যাক্সি পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক রাইড-শেয়ারিং অ্যাপ লিফট–এর মাধ্যমে এ সেবা দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে পরিকল্পনাটি বাস্তবায়িত হবে সংশ্লিষ্ট দেশের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে।
৬ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম টিকটক তাদের কমিউনিটি গাইডলাইনে বড় ধরনের পরিবর্তন আনছে। গত বৃহস্পতিবার এক ব্লগপোস্টে বিষয়টি নিশ্চিত করেন টিকটকের গ্লোবাল ট্রাস্ট অ্যান্ড সেফটি প্রধান সন্দীপ গ্রোভার। নতুন নিয়মগুলো আগামী ১৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
৭ ঘণ্টা আগেচলতি বছরের প্রথম ছয় মাসে ৯ হাজার ২০০ বার বেশি হ্যাকিংয়ের প্রচেষ্টা প্রতিহত করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেশি। এসব হামলার বেশির ভাগই উত্তর কোরিয়া থেকে পরিচালিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
৮ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো এর সর্বশেষ ডিউরেবল পাওয়ারহাউজ অপো এ৫ (৬ জিবি + ১২৮ জিবি) বাংলাদেশে নিয়ে আসার ঘোষণা দিয়েছে। এই ডিভাইসটি সারাদেশে অপোর অনুমোদিত স্টোরগুলোয় পাওয়া যাচ্ছে। যারা একটি ডিভাইসের মধ্যে শক্তিমত্তা, সক্ষমতা ও অসাধারণ পারফরম্যান্স চান, তাদের জন্য এই ডিভাইসটি একদম যথা
৯ ঘণ্টা আগে