Ajker Patrika

মেটাকে ‘চরমপন্থী প্রতিষ্ঠান’ ঘোষণার আহ্বান 

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ১১ মার্চ ২০২২, ২০: ৩৮
মেটাকে ‘চরমপন্থী প্রতিষ্ঠান’ ঘোষণার আহ্বান 

ফেসবুকের মাতৃ প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মকে ‘চরমপন্থী প্রতিষ্ঠান’ হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন রাশিয়ার আইনজীবীরা। দেশটির একটি আদালতে তাঁরা এই আহ্বান জানান। শুক্রবার রুশ সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। 

রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার রাষ্ট্রীয় আইনজীবীরা মেটার মালিকানাধীন ইনস্টাগ্রামের পরিষেবা সীমাবদ্ধ করার জন্য দেশটির যোগাযোগ পর্যবেক্ষণকারী সংস্থার প্রতি আহ্বান জানিয়েছে। 

এর আগে গত বৃহস্পতিবার রয়টার্স জানিয়েছিল, ভ্লাদিমির পুতিন ও রুশ সৈন্যদের বিরুদ্ধে ‘সহিংস বার্তা’ প্রচার করতে কিছু দেশের ব্যবহারকারীদের অনুমতি দিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। ইউক্রেনে চলমান আগ্রাসনের আলোকে রুশ সেনাবাহিনীর প্রতি ‘সহিংস অনুভূতি’ প্রকাশ করার জন্য মেটার নীতিতে সাময়িক এই পরিবর্তন। 

মেটার এই পদক্ষেপের বিরুদ্ধে রাশিয়ার আদালতে একটি মামলা দায়ের করেছে দেশটির তদন্তকারীরা। 

ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রুশ সৈন্যদের মৃত্যু কামনা করে হিংসাত্মক বাণী প্রচার করার জন্য অস্থায়ীভাবে সম্মতি দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে রুশ বেসামরিক নাগরিকদের কটাক্ষ করে কিছু প্রচার করার অনুমতি দেয়নি মেটা। 

মেটার একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, ইউক্রেনে চলমান আগ্রাসনের আলোকে রুশ সশস্ত্র বাহিনীর প্রতি সহিংস অনুভূতি প্রকাশ করার জন্য তাদের নীতির সাময়িক এই পরিবর্তন। 

সংশোধিত নীতির অধীনে রাশিয়া, ইউক্রেন ও পোল্যান্ডের ব্যবহারকারীরা রুশ রাষ্ট্রপতি পুতিন এবং বেলারুশের রাষ্ট্রপতি লুকাশেঙ্কোর মৃত্যু কামনা করে বাণী প্রচার করতে পারবেন। 

ফেসবুক ও এর অন্যান্য প্ল্যাটফর্ম রাশিয়ায় ব্লক করা হয়েছে বলে গত সপ্তাহে এক ঘোষণায় জানিয়েছিল দেশটির সরকার। রাশিয়ার অভিযোগ, ২০২০ সালের অক্টোবর থেকে রুশ মিডিয়ার বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করে আসছে ফেসবুক। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত