Ajker Patrika

নিষ্ক্রিয় ই–মেইল অ্যাকাউন্ট মুছে ফেলবে গুগল

নিষ্ক্রিয় ই–মেইল অ্যাকাউন্ট মুছে ফেলবে গুগল

অন্তত দুই বছর ধরে নিষ্ক্রিয় আছে এমন অ্যাকাউন্ট মুছে দেবে গুগল। আগামী ১ ডিসেম্বর পর্যন্ত অ্যাকাউন্টগুলো সক্রিয় হওয়ার সুযোগ দেওয়া হবে। চিহ্নিত ব্যবহারকারীদের সতর্কবার্তা পাঠাবে গুগল।

মূলত গত মে মাসে নতুন এই নীতির ঘোষণা দেয় গুগল। জানানো হয়, এই নীতির উদ্দেশ্য হলো ব্যবহারকারীকে নিরাপত্তার ঝুঁকি থেকে রক্ষা করা। সংস্থাটির অভ্যন্তরীণ অনুসন্ধানে জানা যায়, পুরোনো এই অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড নবায়ন করা হয় না ও এগুলোতে টু–স্টেপ–ভেরিফিকেশনের মতো নিরাপত্তা ব্যবস্থা হালনাগাদ করা হয় না। এর ফলে অ্যাকাউন্টগুলো সহজে ফিশিং, হ্যাকিং ও স্প্যামের শিকার হয়।

গুগল ওই সময় বলে, প্রথমে ওই অ্যাকাউন্টগুলো সরিয়ে ফেলা হবে যেগুলো খোলার করার পর দ্বিতীয়বার ব্যবহার করা হয়নি। 

গতকাল সোমবার হালনাগাদ ঘোষণায় গুগল উল্লেখ করে, ‘আমরা আপনার ব্যক্তিগত তথ্য রক্ষা করতে চাই। আমাদের সেবাটি আপনি ব্যবহার না করলেও আপনার অ্যাকাউন্টে যাতে অনুমতি ছাড়া কেউ প্রবেশ না করতে পারে তা নিশ্চিত করতে চাই।’ 

এই ধরনের গুগল অ্যাকাউন্টধারীদের একাধিক সতর্কবার্তা পাঠানো হবে এবং ই–মেইল ব্যাকআপ নেওয়ার নির্দেশনা থাকবে। অ্যাকাউন্ট পুরোপুরি মুছে যাওয়া পর্যন্ত ব্যবহারকারী আট মাসের মতো সময় পাবেন। 

এই নীতিতে কিছু জিনিস আগের মতোই থাকবে। যেসব অ্যাকাউন্টে ইউটিউব চ্যানেল বা গিফট কার্ড আছে, যেসব অ্যাকাউন্ট দিয়ে ডিজিটাল বই বা সিনেমা কেনা হয়েছে এবং যেসব ব্যবহার করে বিভিন্ন অ্যাপ পাবলিশ করা হয়েছে যা গুগল প্লে–স্টোরে এখনো চালু আছে সেগুলো আগের মতোই থাকবে। 

অ্যাকাউন্ট মুছে দেওয়ার এবারের সিদ্ধান্ত আগের নীতি থেকে আরও এক ধাপ এগিয়েছে। অ্যাকাউন্ট রক্ষা করতে হলে দুই বছরে অন্তত একবার নিজের গুগল অ্যাকাউন্টে বা অন্য গুগল পরিষেবায় ঢুঁ মারতে হবে, কোনো ই–মেইল পড়তে হবে, ভিডিও দেখতে হবে বা কোনো কিছু সার্চ দিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত