আজ থেকে বন্ধ হচ্ছে গুগলের পডকাস্ট অ্যাপ। ফলে ব্যবহারকারীর পছন্দের প্রোগ্রামগুলো আর এই অ্যাপের মাধ্যমে শুনতে পারবে না। তবে অ্যাপটির পরিবর্তে ইউটিউবে পডকাস্ট নামে একটি ফিচার যুক্ত করার জন্য অনুরোধ করেছেন ব্যবহারকারীরা।
কিছুদিন ধরেই অ্যাপটিতে প্রবেশের পর প্ল্যাটফর্মটিতে বন্ধের একটি নোটিফিকেশন দেখানো হচ্ছিল। নোটিফিকেশনে বলা হয়, ২ এপ্রিল ২০২৪ থেকে অ্যাপটি আর কাজ করবে না। তবে এই প্ল্যাটফর্মের জন্য কেনা সাবস্ক্রিপশন প্ল্যানটি অন্য অ্যাপে এক্সপোর্ট করার সুযোগ দেওয়া হবে। পডকাস্ট শোনার বিকল্প অ্যাপ হিসেবে ইউটিউব মিউজিক অ্যাপটি ব্যবহারের পরামর্শ দিচ্ছে টেক জায়ান্টটি। সাবস্ক্রিপশন প্ল্যান সহজে এক্সপোর্টের ইউটিউব মিউজিক অ্যাপে একটি নতুন টুলও যুক্ত করা হয়েছে।
গুগলের পডকাস্ট অ্যাপটি বন্ধ করার পরিকল্পনাটি গত বছরের সেপ্টেম্বরে প্রকাশ করে কোম্পানিটি। সেসময় এক ব্লগ পোস্টে গুগল বলে, পডকাস্ট শোনার ফিচার যুক্তরাষ্ট্রের ইউটিউব মিউজিকে যুক্ত করা হয়েছে।
এডিসন রিসার্চের ডেটা উদ্ধৃতি দিয়ে গুগল বলে, শুধু অ্যান্ড্রয়েড প্লে স্টোর থেকেই পডকাস্ট অ্যাপটি ৫০ কোটি বার ডাউনলোড করা হয়। তবে প্রতি সপ্তাহে ২৩ শতাংশ ব্যবহারকারী ইউটিউব মিউজিকে পডকাস্ট শুনতে পছন্দ করে। অপরদিকে প্রতি সপ্তাহে ৪ শতাংশ ব্যবহারকারী গুগল পডকাস্ট শুনতে পছন্দ করে।
অ্যাপটির কার্যক্রম বন্ধ করার ফলে ব্যবহারকারীরা প্ল্যাটফর্মের কোনো কনটেন্ট চালু করতে পারবে না। তবে ব্যবহারকারীর ডেটা ও সাবস্ক্রিপশন অন্য কোনো অ্যাপ বা ইউটিউব মিউজিকে এক্সপোর্টের জন্য কিছুদিন সময় দেবে গুগল। ইউটিউব মিউজিকে সাবস্ক্রিপশন এক্সপোর্টের জন্য একটি বিশেষ টুল যুক্ত করা হয়েছে। অন্য অ্যাপে এক্সপোর্টের জন্য সাবস্ক্রিপশনগুলোকে একটি ওপিএমএল ফাইলে পরিবর্তন করতে হবে। তবে অন্য অ্যাপে ব্যবহারকারীর পডকাস্টগুলো আরএসএস ফিডের মাধ্যমে এক্সপোর্ট করতে হবে। যখন একটি পডকাস্ট পর্ব প্রকাশিত হয়, তখন সেই তথ্যটি আরএসএস ফিডে যোগ করা হয় ও আরএসএস ফিড নির্দিষ্ট প্ল্যাটফর্মে সেই কনটেন্ট শেয়ার করতে দেয়।
যারা ইউটিউব মিউজিকে সাবস্ক্রিপশন এক্সপোর্ট করতে চান তাদের জন্য একটি সাপোর্ট পেজ তৈরি করেছে গুগল। কীভাবে এক্সপোর্ট করা যাবে সেই পদ্ধতি এই পেজে বর্ণনা করা হয়েছে। তবে যেসব পডকাস্ট ইউটিউবের নীতিমালার সঙ্গে সংগতিপূর্ণ নয় সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ইউটিউব মিউজিকে এক্সপোর্ট হবে না।
এই সমস্যার সম্মুখীন হলে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন—
১. ইউটিউব মিউজিকের লাইব্রেরি অপশনে যান।
২. পডকাস্ট অপশন নির্বাচন করুন।
৩. ‘এড টু পডকাস্ট’ অপশনে ট্যাপ করুন।
৪. ‘এড এ পডকাস্ট বাই আরএসএস ফিড’ অপশনটি নির্বাচন করুন।
আজ থেকে বন্ধ হচ্ছে গুগলের পডকাস্ট অ্যাপ। ফলে ব্যবহারকারীর পছন্দের প্রোগ্রামগুলো আর এই অ্যাপের মাধ্যমে শুনতে পারবে না। তবে অ্যাপটির পরিবর্তে ইউটিউবে পডকাস্ট নামে একটি ফিচার যুক্ত করার জন্য অনুরোধ করেছেন ব্যবহারকারীরা।
কিছুদিন ধরেই অ্যাপটিতে প্রবেশের পর প্ল্যাটফর্মটিতে বন্ধের একটি নোটিফিকেশন দেখানো হচ্ছিল। নোটিফিকেশনে বলা হয়, ২ এপ্রিল ২০২৪ থেকে অ্যাপটি আর কাজ করবে না। তবে এই প্ল্যাটফর্মের জন্য কেনা সাবস্ক্রিপশন প্ল্যানটি অন্য অ্যাপে এক্সপোর্ট করার সুযোগ দেওয়া হবে। পডকাস্ট শোনার বিকল্প অ্যাপ হিসেবে ইউটিউব মিউজিক অ্যাপটি ব্যবহারের পরামর্শ দিচ্ছে টেক জায়ান্টটি। সাবস্ক্রিপশন প্ল্যান সহজে এক্সপোর্টের ইউটিউব মিউজিক অ্যাপে একটি নতুন টুলও যুক্ত করা হয়েছে।
গুগলের পডকাস্ট অ্যাপটি বন্ধ করার পরিকল্পনাটি গত বছরের সেপ্টেম্বরে প্রকাশ করে কোম্পানিটি। সেসময় এক ব্লগ পোস্টে গুগল বলে, পডকাস্ট শোনার ফিচার যুক্তরাষ্ট্রের ইউটিউব মিউজিকে যুক্ত করা হয়েছে।
এডিসন রিসার্চের ডেটা উদ্ধৃতি দিয়ে গুগল বলে, শুধু অ্যান্ড্রয়েড প্লে স্টোর থেকেই পডকাস্ট অ্যাপটি ৫০ কোটি বার ডাউনলোড করা হয়। তবে প্রতি সপ্তাহে ২৩ শতাংশ ব্যবহারকারী ইউটিউব মিউজিকে পডকাস্ট শুনতে পছন্দ করে। অপরদিকে প্রতি সপ্তাহে ৪ শতাংশ ব্যবহারকারী গুগল পডকাস্ট শুনতে পছন্দ করে।
অ্যাপটির কার্যক্রম বন্ধ করার ফলে ব্যবহারকারীরা প্ল্যাটফর্মের কোনো কনটেন্ট চালু করতে পারবে না। তবে ব্যবহারকারীর ডেটা ও সাবস্ক্রিপশন অন্য কোনো অ্যাপ বা ইউটিউব মিউজিকে এক্সপোর্টের জন্য কিছুদিন সময় দেবে গুগল। ইউটিউব মিউজিকে সাবস্ক্রিপশন এক্সপোর্টের জন্য একটি বিশেষ টুল যুক্ত করা হয়েছে। অন্য অ্যাপে এক্সপোর্টের জন্য সাবস্ক্রিপশনগুলোকে একটি ওপিএমএল ফাইলে পরিবর্তন করতে হবে। তবে অন্য অ্যাপে ব্যবহারকারীর পডকাস্টগুলো আরএসএস ফিডের মাধ্যমে এক্সপোর্ট করতে হবে। যখন একটি পডকাস্ট পর্ব প্রকাশিত হয়, তখন সেই তথ্যটি আরএসএস ফিডে যোগ করা হয় ও আরএসএস ফিড নির্দিষ্ট প্ল্যাটফর্মে সেই কনটেন্ট শেয়ার করতে দেয়।
যারা ইউটিউব মিউজিকে সাবস্ক্রিপশন এক্সপোর্ট করতে চান তাদের জন্য একটি সাপোর্ট পেজ তৈরি করেছে গুগল। কীভাবে এক্সপোর্ট করা যাবে সেই পদ্ধতি এই পেজে বর্ণনা করা হয়েছে। তবে যেসব পডকাস্ট ইউটিউবের নীতিমালার সঙ্গে সংগতিপূর্ণ নয় সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ইউটিউব মিউজিকে এক্সপোর্ট হবে না।
এই সমস্যার সম্মুখীন হলে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন—
১. ইউটিউব মিউজিকের লাইব্রেরি অপশনে যান।
২. পডকাস্ট অপশন নির্বাচন করুন।
৩. ‘এড টু পডকাস্ট’ অপশনে ট্যাপ করুন।
৪. ‘এড এ পডকাস্ট বাই আরএসএস ফিড’ অপশনটি নির্বাচন করুন।
অ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
৬ ঘণ্টা আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
৭ ঘণ্টা আগে