কোড হোস্টের অনলাইন প্ল্যাটফর্ম গিটহাবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) থমাস ডোমকে পদত্যাগ করেছেন। এই পদত্যাগের মধ্য দিয়ে মাইক্রোসফট গিটহাবকে তাঁদের কোরএআই দলের অধীনে আরও ঘনিষ্ঠভাবে অন্তর্ভুক্ত করছে। প্রায় চার বছর সিইও হিসেবে দায়িত্ব পালনের পর ডোমকে গিটহাব ও মাইক্রোসফট ছেড়ে নতুন একটি স্টার্টআপ শুরু করার লক্ষ্যে নিয়ে চলে যাচ্ছেন।
২০১৮ সালে ৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে গিটহাব অধিগ্রহণ করলেও প্রতিষ্ঠানটি এত দিন একটি স্বতন্ত্র কোম্পানি হিসেবে পরিচালিত হয়ে আসছিল। তবে ডোমকের বিদায়ের পর গিটহাবের কাঠামোতে বড় পরিবর্তন আসছে। গিটহাবের জন্য নতুন কোনো সিইও নিয়োগ দেওয়া হচ্ছে না, বরং প্রতিষ্ঠানটির বাকি নেতৃত্ব সরাসরি মাইক্রোসফটের কোরএআই দলের অধীনে কাজ করবেন।
এক মেমোতে গিটহাব কর্মীদের উদ্দেশে ডোমকে লিখেছেন, ‘গিটহাব ও এর নেতৃত্ব টিম মাইক্রোসফটের কোরএআই সংগঠনের অংশ হিসেবে তাদের মিশন চালিয়ে যাবে, এ বিষয়ে আরও বিস্তারিত শিগগিরই জানানো হবে।’ তিনি আরও জানান, ২০২৫ সালের শেষ পর্যন্ত তিনি কোম্পানিকে সাহায্য করবেন, যেন এই রূপান্তর প্রক্রিয়া মসৃণভাবে সম্পন্ন হয়।’
মাইক্রোসফটের কোর এআই হচ্ছে একটি নতুন প্রকৌশল দল, যার নেতৃত্বে আছেন মেটার সাবেক নির্বাহী জে পারিখ। এই দলের মধ্যে রয়েছে মাইক্রোসফটের প্ল্যাটফর্ম ও টুলস বিভাগ এবং ‘ডেভ ডিভ’ টিম। এর মূল লক্ষ্য হলো মাইক্রোসফট এবং তাদের গ্রাহকদের জন্য এআই প্ল্যাটফর্ম ও টুলস তৈরি করা।
ডোমকের পদত্যাগের ফলে এখন গিটহাবের আর কোনো স্বতন্ত্র নেতা বা সিইও থাকছে না। প্রতিষ্ঠানটির নেতৃত্ব এখন সরাসরি কোরএআই দলের আওতায় আসছে। ২০২১ সালে গিটহাবের প্রাক্তন সিইও নাট ফ্রিডম্যান পদত্যাগ করলে ডোমকে জুলিয়া লিউসনের অধীনে রিপোর্ট করতেন। লিউসন পরবর্তী সময়ে ২০২৫ সালের শুরুতে গঠিত কোরএআই দলের প্রধান জে পারিখর অধীনে রিপোর্ট করা শুরু করেন।
এ বছরের শুরুতে এক সাক্ষাৎকারে জে পারিখ বলেন, তিনি মাইক্রোসফটের ডেভেলপার বিভাগকে এআই ব্যবহারে রাজি করাতে চেষ্টা করছেন।
তিনি আরও বলেন, ‘যেভাবে বিল গেটস সফটওয়্যার ডেভেলপমেন্টকে মাইক্রোসফটের কেন্দ্রবিন্দু বানিয়েছিলেন, আমি চাই আমাদের প্ল্যাটফর্ম প্রতিটি প্রতিষ্ঠানকে তাঁদের নিজস্ব এজেন্ট ফ্যাক্টরিতে রূপান্তর করতে সহায়তা করুক।’
মাত্র এক সপ্তাহ আগে থমাস ডোমকে ডিকোডার অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, যেখানে তিনি কোপাইলট, ভাইব কোডিং এবং এআই-ভবিষ্যৎ নিয়ে কথা বলেন। তখন তিনি প্রতিযোগিতা ও গিটহাবের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে চিন্তাভাবনা করছিলেন। এখন সেই ডোমকেই মাইক্রোসফটের এই এআই প্রচেষ্টার ভবিষ্যতে প্রতিযোগী হয়ে উঠতে পারেন।
তথ্যসূত্র: দ্য ভার্জ
কোড হোস্টের অনলাইন প্ল্যাটফর্ম গিটহাবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) থমাস ডোমকে পদত্যাগ করেছেন। এই পদত্যাগের মধ্য দিয়ে মাইক্রোসফট গিটহাবকে তাঁদের কোরএআই দলের অধীনে আরও ঘনিষ্ঠভাবে অন্তর্ভুক্ত করছে। প্রায় চার বছর সিইও হিসেবে দায়িত্ব পালনের পর ডোমকে গিটহাব ও মাইক্রোসফট ছেড়ে নতুন একটি স্টার্টআপ শুরু করার লক্ষ্যে নিয়ে চলে যাচ্ছেন।
২০১৮ সালে ৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে গিটহাব অধিগ্রহণ করলেও প্রতিষ্ঠানটি এত দিন একটি স্বতন্ত্র কোম্পানি হিসেবে পরিচালিত হয়ে আসছিল। তবে ডোমকের বিদায়ের পর গিটহাবের কাঠামোতে বড় পরিবর্তন আসছে। গিটহাবের জন্য নতুন কোনো সিইও নিয়োগ দেওয়া হচ্ছে না, বরং প্রতিষ্ঠানটির বাকি নেতৃত্ব সরাসরি মাইক্রোসফটের কোরএআই দলের অধীনে কাজ করবেন।
এক মেমোতে গিটহাব কর্মীদের উদ্দেশে ডোমকে লিখেছেন, ‘গিটহাব ও এর নেতৃত্ব টিম মাইক্রোসফটের কোরএআই সংগঠনের অংশ হিসেবে তাদের মিশন চালিয়ে যাবে, এ বিষয়ে আরও বিস্তারিত শিগগিরই জানানো হবে।’ তিনি আরও জানান, ২০২৫ সালের শেষ পর্যন্ত তিনি কোম্পানিকে সাহায্য করবেন, যেন এই রূপান্তর প্রক্রিয়া মসৃণভাবে সম্পন্ন হয়।’
মাইক্রোসফটের কোর এআই হচ্ছে একটি নতুন প্রকৌশল দল, যার নেতৃত্বে আছেন মেটার সাবেক নির্বাহী জে পারিখ। এই দলের মধ্যে রয়েছে মাইক্রোসফটের প্ল্যাটফর্ম ও টুলস বিভাগ এবং ‘ডেভ ডিভ’ টিম। এর মূল লক্ষ্য হলো মাইক্রোসফট এবং তাদের গ্রাহকদের জন্য এআই প্ল্যাটফর্ম ও টুলস তৈরি করা।
ডোমকের পদত্যাগের ফলে এখন গিটহাবের আর কোনো স্বতন্ত্র নেতা বা সিইও থাকছে না। প্রতিষ্ঠানটির নেতৃত্ব এখন সরাসরি কোরএআই দলের আওতায় আসছে। ২০২১ সালে গিটহাবের প্রাক্তন সিইও নাট ফ্রিডম্যান পদত্যাগ করলে ডোমকে জুলিয়া লিউসনের অধীনে রিপোর্ট করতেন। লিউসন পরবর্তী সময়ে ২০২৫ সালের শুরুতে গঠিত কোরএআই দলের প্রধান জে পারিখর অধীনে রিপোর্ট করা শুরু করেন।
এ বছরের শুরুতে এক সাক্ষাৎকারে জে পারিখ বলেন, তিনি মাইক্রোসফটের ডেভেলপার বিভাগকে এআই ব্যবহারে রাজি করাতে চেষ্টা করছেন।
তিনি আরও বলেন, ‘যেভাবে বিল গেটস সফটওয়্যার ডেভেলপমেন্টকে মাইক্রোসফটের কেন্দ্রবিন্দু বানিয়েছিলেন, আমি চাই আমাদের প্ল্যাটফর্ম প্রতিটি প্রতিষ্ঠানকে তাঁদের নিজস্ব এজেন্ট ফ্যাক্টরিতে রূপান্তর করতে সহায়তা করুক।’
মাত্র এক সপ্তাহ আগে থমাস ডোমকে ডিকোডার অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, যেখানে তিনি কোপাইলট, ভাইব কোডিং এবং এআই-ভবিষ্যৎ নিয়ে কথা বলেন। তখন তিনি প্রতিযোগিতা ও গিটহাবের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে চিন্তাভাবনা করছিলেন। এখন সেই ডোমকেই মাইক্রোসফটের এই এআই প্রচেষ্টার ভবিষ্যতে প্রতিযোগী হয়ে উঠতে পারেন।
তথ্যসূত্র: দ্য ভার্জ
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, মোবাইল স্ট্রিট ফটোগ্রাফির ক্ষেত্রে বিশ্বের অন্যতম নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান রিকো ইমেজিং কোম্পানি লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের ঘোষণা দিয়েছে। আগামী ১৪ অক্টোবর চীনের বেইজিংয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই অংশীদারত্বের ঘোষণা দেওয়া হবে।
৪ ঘণ্টা আগেদেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জাতীয় প্রতিযোগিতা ‘ভিশনএক্সন: এআই-পাওয়ার্ড ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫’ আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (সিএসইডিইউ)।
৬ ঘণ্টা আগেজনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ফেসবুক প্রোফাইল লিংক সরাসরি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করতে পারবেন। ফলে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে (যেমন—হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক) কোনো ব্যবহারকারীকে সহজে খুঁজে পাওয়া যাবে।
১ দিন আগেতথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
৩ দিন আগে