আজকের পত্রিকা ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটকের মার্কিন সম্পদ বিক্রির সময়সীমা তৃতীয়বারের মতো বাড়াচ্ছেন। গতকাল মঙ্গলবার হোয়াইট হাউস জানিয়েছে, তিনি একটি নতুন নির্বাহী আদেশে ১৯ জুনের সময়সীমা ৯০ দিন পিছিয়ে দিচ্ছেন। এর ফলে নতুন সময়সীমা গিয়ে দাঁড়াবে সেপ্টেম্বরের মাঝামাঝিতে।
গত বছর কংগ্রেসে একটি দ্বিদলীয় আইন পাস হয়। এ আইন অনুসারে, জনপ্রিয় স্বল্পদৈর্ঘ্য ভিডিও অ্যাপ টিকটককে যুক্তরাষ্ট্রে পরিচালনা করতে হলে এর মার্কিন সম্পদ বিক্রি করতে হবে। এই আইন চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়ার কথা থাকলেও সেই নিষেধাজ্ঞা এখনো কার্যকর হয়নি। এর আগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছিল টিকটক।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট মঙ্গলবার বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এ সপ্তাহে একটি অতিরিক্ত নির্বাহী আদেশে সই করবেন, যার মাধ্যমে টিকটক চালু থাকবে।’ তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প চান না টিকটক বন্ধ হয়ে যাক।’
তিনি আরও বলেন, ‘পরবর্তী তিন মাসের মধ্যে আমরা নিশ্চিত করব যাতে বিক্রির প্রক্রিয়া সম্পন্ন হয় এবং যুক্তরাষ্ট্রের নাগরিকেরা টিকটক ব্যবহার করতে পারে নিশ্চিত নিরাপত্তার সঙ্গে।’
গত মে মাসে ট্রাম্প বলেন, ২০২৪ সালের নির্বাচনে তরুণ ভোটারদের মধ্যে টিকটকের ভূমিকার কারণে তিনি ১৯ জুন পর্যন্ত নিষিদ্ধের সময়সীমা বাড়াবেন।
দ্বিদলীয় আইনে বলা হয়েছিল, ১৯ জানুয়ারির মধ্যে যদি বাইটড্যান্স তাদের মার্কিন সম্পদ বিক্রির প্রক্রিয়া সম্পন্ন না করে বা তাৎপর্যপূর্ণ অগ্রগতি না দেখাতে পারে, তাহলে টিকটকের কার্যক্রম বন্ধ করতে হবে।
২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প এই আইন কার্যকর করেননি। তিনি প্রথমে এপ্রিলের শুরু পর্যন্ত সময় দেন, এরপর গত মাসে ১৯ জুন পর্যন্ত বাড়ান।
মার্চে ট্রাম্প বলেছিলেন, টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের সঙ্গে চুক্তি করার জন্য তিনি চীনের ওপর আরোপিত শুল্ক কিছুটা কমাতে প্রস্তুত।
চলতি বছরের শুরুর দিকে টিকটকের মার্কিন কার্যক্রম নিয়ে একটি চুক্তি প্রায় চূড়ান্ত হয়েছিল। পরিকল্পনা ছিল, টিকটকের যুক্তরাষ্ট্র অংশ নতুন একটি মার্কিন কোম্পানিতে রূপান্তর হবে, যেটি মার্কিন বিনিয়োগকারীদের মালিকানায় ও নিয়ন্ত্রণে থাকবে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প চীনা পণ্যের ওপর বেশি শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর চীন সেই চুক্তিতে অনুমোদন দেয়নি। ফলে পুরো প্রক্রিয়াটি স্থগিত হয়।
এদিকে ডেমোক্র্যাট সিনেটররা বলছেন, ট্রাম্পের এই সময়সীমা বাড়ানোর কোনো আইনি অধিকার নেই। তাদের মতে, যে চুক্তির কথা বিবেচনা করা হচ্ছে, তা আইনি শর্ত পূরণ করে না।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটকের মার্কিন সম্পদ বিক্রির সময়সীমা তৃতীয়বারের মতো বাড়াচ্ছেন। গতকাল মঙ্গলবার হোয়াইট হাউস জানিয়েছে, তিনি একটি নতুন নির্বাহী আদেশে ১৯ জুনের সময়সীমা ৯০ দিন পিছিয়ে দিচ্ছেন। এর ফলে নতুন সময়সীমা গিয়ে দাঁড়াবে সেপ্টেম্বরের মাঝামাঝিতে।
গত বছর কংগ্রেসে একটি দ্বিদলীয় আইন পাস হয়। এ আইন অনুসারে, জনপ্রিয় স্বল্পদৈর্ঘ্য ভিডিও অ্যাপ টিকটককে যুক্তরাষ্ট্রে পরিচালনা করতে হলে এর মার্কিন সম্পদ বিক্রি করতে হবে। এই আইন চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়ার কথা থাকলেও সেই নিষেধাজ্ঞা এখনো কার্যকর হয়নি। এর আগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছিল টিকটক।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট মঙ্গলবার বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এ সপ্তাহে একটি অতিরিক্ত নির্বাহী আদেশে সই করবেন, যার মাধ্যমে টিকটক চালু থাকবে।’ তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প চান না টিকটক বন্ধ হয়ে যাক।’
তিনি আরও বলেন, ‘পরবর্তী তিন মাসের মধ্যে আমরা নিশ্চিত করব যাতে বিক্রির প্রক্রিয়া সম্পন্ন হয় এবং যুক্তরাষ্ট্রের নাগরিকেরা টিকটক ব্যবহার করতে পারে নিশ্চিত নিরাপত্তার সঙ্গে।’
গত মে মাসে ট্রাম্প বলেন, ২০২৪ সালের নির্বাচনে তরুণ ভোটারদের মধ্যে টিকটকের ভূমিকার কারণে তিনি ১৯ জুন পর্যন্ত নিষিদ্ধের সময়সীমা বাড়াবেন।
দ্বিদলীয় আইনে বলা হয়েছিল, ১৯ জানুয়ারির মধ্যে যদি বাইটড্যান্স তাদের মার্কিন সম্পদ বিক্রির প্রক্রিয়া সম্পন্ন না করে বা তাৎপর্যপূর্ণ অগ্রগতি না দেখাতে পারে, তাহলে টিকটকের কার্যক্রম বন্ধ করতে হবে।
২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প এই আইন কার্যকর করেননি। তিনি প্রথমে এপ্রিলের শুরু পর্যন্ত সময় দেন, এরপর গত মাসে ১৯ জুন পর্যন্ত বাড়ান।
মার্চে ট্রাম্প বলেছিলেন, টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের সঙ্গে চুক্তি করার জন্য তিনি চীনের ওপর আরোপিত শুল্ক কিছুটা কমাতে প্রস্তুত।
চলতি বছরের শুরুর দিকে টিকটকের মার্কিন কার্যক্রম নিয়ে একটি চুক্তি প্রায় চূড়ান্ত হয়েছিল। পরিকল্পনা ছিল, টিকটকের যুক্তরাষ্ট্র অংশ নতুন একটি মার্কিন কোম্পানিতে রূপান্তর হবে, যেটি মার্কিন বিনিয়োগকারীদের মালিকানায় ও নিয়ন্ত্রণে থাকবে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প চীনা পণ্যের ওপর বেশি শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর চীন সেই চুক্তিতে অনুমোদন দেয়নি। ফলে পুরো প্রক্রিয়াটি স্থগিত হয়।
এদিকে ডেমোক্র্যাট সিনেটররা বলছেন, ট্রাম্পের এই সময়সীমা বাড়ানোর কোনো আইনি অধিকার নেই। তাদের মতে, যে চুক্তির কথা বিবেচনা করা হচ্ছে, তা আইনি শর্ত পূরণ করে না।
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, মোবাইল স্ট্রিট ফটোগ্রাফির ক্ষেত্রে বিশ্বের অন্যতম নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান রিকো ইমেজিং কোম্পানি লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের ঘোষণা দিয়েছে। আগামী ১৪ অক্টোবর চীনের বেইজিংয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই অংশীদারত্বের ঘোষণা দেওয়া হবে।
২ দিন আগেদেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জাতীয় প্রতিযোগিতা ‘ভিশনএক্সন: এআই-পাওয়ার্ড ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫’ আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (সিএসইডিইউ)।
২ দিন আগেজনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ফেসবুক প্রোফাইল লিংক সরাসরি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করতে পারবেন। ফলে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে (যেমন—হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক) কোনো ব্যবহারকারীকে সহজে খুঁজে পাওয়া যাবে।
২ দিন আগেতথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
৫ দিন আগে