আজকাল বিনোদন থেকে চিকিৎসা সব ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বেশ আলোচিত হচ্ছে। তবে এআই যে কোমল পানীয়ের তীব্র প্রতিযোগিতার বাজারে অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে তা হয়তো কেউ ভাবেননি।
সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নতুন ফ্লেভারের কোমল পানীয় বাজারে এনেছে কোকা–কোলা। সংস্থাটির মতে, এটি ‘ভবিষ্যৎকাল থেকে আসা সোডা’! একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রেগুলার ও জিরো সুগার দুই ভাবেই বাজারে পাওয়া যাবে এ কোমল পানীয়।
কোকা–কোলা নতুন ফ্লেভারের কোমল পানীয়ের এ সংস্করণের নাম দিয়েছে ‘ওয়াই ৩০০০’। রোমাঞ্চকর মনে হলেও এ নাম শুনলে কোমল পানীয়র বদলে টার্মিনেটরের স্কাইনেট ও ভিলেন আর্মির কথা মনে পড়ার কথা। কোকের এ সংস্করণের স্বাদ কেমন হতে পারে তা নিয়ে কোনো তথ্য অবশ্য কোকা–কোলা প্রকাশ করেনি। তবে যারা খেয়ে দেখেছেন তাঁরা এর স্বাদকে রাস্পবেরির রসের সঙ্গে তুলনা করেছেন।
নতুন এ ফ্লেভার তৈরির প্রক্রিয়া নিয়ে সংস্থাটি বলেছে, তারা ভোক্তাদের পছন্দের স্বাদ সম্পর্কে আগে তথ্য সংগ্রহ করেছে। ‘ভবিষ্যতের স্বাদ’ কেমন হতে পারে তা বোঝার জন্য চলমান ট্রেন্ডগুলো নিয়ে গবেষণা করেছে। পরে এ তথ্যগুলো বিশ্লেষণ করে নতুন ফ্লেভার বা স্বাদের বিবরণী তৈরির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে নির্দেশনা দেওয়া হয়।
এমনকি এআইয়ের সাহায্যে এ বোতলের ডিজাইনও তৈরি করেছে কোকা–কোলা। ক্যানগুলোতে নিয়ন–বেগুনি রঙের সমন্বয়ে সমুদ্রতীরের আবহ তৈরি করা হয়েছে, যা দেখে কৃত্রিম ছবি তৈরির প্ল্যাটফর্ম ডাল–ই বা মিডজার্নির কথা মনে পড়বে। আগের ডিজাইনের বোতলগুলোতেও নতুন স্বাদের এ কোক পাওয়া যাবে।
আজকাল বিনোদন থেকে চিকিৎসা সব ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বেশ আলোচিত হচ্ছে। তবে এআই যে কোমল পানীয়ের তীব্র প্রতিযোগিতার বাজারে অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে তা হয়তো কেউ ভাবেননি।
সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নতুন ফ্লেভারের কোমল পানীয় বাজারে এনেছে কোকা–কোলা। সংস্থাটির মতে, এটি ‘ভবিষ্যৎকাল থেকে আসা সোডা’! একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রেগুলার ও জিরো সুগার দুই ভাবেই বাজারে পাওয়া যাবে এ কোমল পানীয়।
কোকা–কোলা নতুন ফ্লেভারের কোমল পানীয়ের এ সংস্করণের নাম দিয়েছে ‘ওয়াই ৩০০০’। রোমাঞ্চকর মনে হলেও এ নাম শুনলে কোমল পানীয়র বদলে টার্মিনেটরের স্কাইনেট ও ভিলেন আর্মির কথা মনে পড়ার কথা। কোকের এ সংস্করণের স্বাদ কেমন হতে পারে তা নিয়ে কোনো তথ্য অবশ্য কোকা–কোলা প্রকাশ করেনি। তবে যারা খেয়ে দেখেছেন তাঁরা এর স্বাদকে রাস্পবেরির রসের সঙ্গে তুলনা করেছেন।
নতুন এ ফ্লেভার তৈরির প্রক্রিয়া নিয়ে সংস্থাটি বলেছে, তারা ভোক্তাদের পছন্দের স্বাদ সম্পর্কে আগে তথ্য সংগ্রহ করেছে। ‘ভবিষ্যতের স্বাদ’ কেমন হতে পারে তা বোঝার জন্য চলমান ট্রেন্ডগুলো নিয়ে গবেষণা করেছে। পরে এ তথ্যগুলো বিশ্লেষণ করে নতুন ফ্লেভার বা স্বাদের বিবরণী তৈরির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে নির্দেশনা দেওয়া হয়।
এমনকি এআইয়ের সাহায্যে এ বোতলের ডিজাইনও তৈরি করেছে কোকা–কোলা। ক্যানগুলোতে নিয়ন–বেগুনি রঙের সমন্বয়ে সমুদ্রতীরের আবহ তৈরি করা হয়েছে, যা দেখে কৃত্রিম ছবি তৈরির প্ল্যাটফর্ম ডাল–ই বা মিডজার্নির কথা মনে পড়বে। আগের ডিজাইনের বোতলগুলোতেও নতুন স্বাদের এ কোক পাওয়া যাবে।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৯ ঘণ্টা আগে