অনলাইন ডেস্ক
নতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে। কারণ, এতে থাকবে ৫ গিগাহার্টজ গতির প্রধান কোর, ফলে ডিভাইসের সফটওয়্যার ও অ্যাপলিকেশনগুলো অত্যন্ত দ্রুত গতিতে চলবে।
তথ্যসূত্র অনুযায়ী, এই প্রসেসরে থাকবে ৫ গিগাহার্টজ গতিসম্পন্ন প্রধান কোর, যা পারফরম্যান্সের দিক দিয়ে চিপটিকে নতুন উচ্চতায় পৌঁছাতে সাহায্য করবে। এই চিপে থাকবে কোয়ালকমের নিজস্ব ‘ইনহ্যান্সড পেগাসেস কোরস’, যা উন্নত পারফরম্যান্স নিশ্চিত করবে।
গেমিংয়ের ক্ষেত্রে এই চিপ কাজ করবে। কারণ এতে থাকবে ‘অ্যাডরিনো ৮৪০ জিপিইউ’, যা যুক্ত হবে অত্যাধুনিক ‘এলপিডিডিআর ৬ র্যাম’ মডিউলের সঙ্গে।
কবে আসছে এই চিপ
প্রযুক্তিবিষয়ক জনপ্রিয় লিকস্টার ‘ডিজিটাল চ্যাট স্টেশন’-এর তথ্যমতে, কোয়ালকম তাদের পরবর্তী প্রজন্মের মোবাইল চিপ আগেভাগেই বাজারে আনতে যাচ্ছে। সাধারণত অক্টোবরে কোয়ালকম তাদের ফ্ল্যাগশিপ চিপসেট উন্মোচন করে, তবে এবার সেটি এক মাস আগেই প্রকাশ পেতে পারে। ২০২৪ সালে ২১ থেকে ২৩ অক্টোবর কোম্পানির বার্ষিক সামিট অনুষ্ঠিত হয়েছিল হাওয়াইয়ে। আগে কোয়ালকম এই সামিট নভেম্বরে করলেও গত দুই বছর সেটি অক্টোবরে নিয়ে এসেছে। এবার সম্ভবত আইফোন ১৭-এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতার জন্য সেটি সেপ্টেম্বরে নিয়ে আসার পরিকল্পনা করছে।
এই সময়ে যদি কোয়ালকম তাদের নতুন চিপ বাজারে নিয়ে আসে, তাহলে সেটি ঠিক সেপ্টেম্বরে আসন্ন আইফোন ১৭ সিরিজের উন্মোচনের পরপরই হবে। ফলে অ্যাপলকে নতুন আইফোনের বাজারে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হতে পারে।
যেসব ফোনে দেখা যাবে এই চিপ
স্ন্যাপড্রাগন ৮ এলাইট ২ প্রথমে পাওয়া যেতে পারে শীর্ষস্থানীয় অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ ফোনে। এর মধ্যে থাকতে পারে স্যামসাং গ্যালাক্সি এস২৬-এর মতো ফোন, যা ২০২৬ সালের শুরুতেই বাজারে আসার সম্ভাবনা রয়েছে।
নতুন এই চিপ অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোকে অ্যাপলের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তুলবে বলে আশা করা হচ্ছে।
নতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে। কারণ, এতে থাকবে ৫ গিগাহার্টজ গতির প্রধান কোর, ফলে ডিভাইসের সফটওয়্যার ও অ্যাপলিকেশনগুলো অত্যন্ত দ্রুত গতিতে চলবে।
তথ্যসূত্র অনুযায়ী, এই প্রসেসরে থাকবে ৫ গিগাহার্টজ গতিসম্পন্ন প্রধান কোর, যা পারফরম্যান্সের দিক দিয়ে চিপটিকে নতুন উচ্চতায় পৌঁছাতে সাহায্য করবে। এই চিপে থাকবে কোয়ালকমের নিজস্ব ‘ইনহ্যান্সড পেগাসেস কোরস’, যা উন্নত পারফরম্যান্স নিশ্চিত করবে।
গেমিংয়ের ক্ষেত্রে এই চিপ কাজ করবে। কারণ এতে থাকবে ‘অ্যাডরিনো ৮৪০ জিপিইউ’, যা যুক্ত হবে অত্যাধুনিক ‘এলপিডিডিআর ৬ র্যাম’ মডিউলের সঙ্গে।
কবে আসছে এই চিপ
প্রযুক্তিবিষয়ক জনপ্রিয় লিকস্টার ‘ডিজিটাল চ্যাট স্টেশন’-এর তথ্যমতে, কোয়ালকম তাদের পরবর্তী প্রজন্মের মোবাইল চিপ আগেভাগেই বাজারে আনতে যাচ্ছে। সাধারণত অক্টোবরে কোয়ালকম তাদের ফ্ল্যাগশিপ চিপসেট উন্মোচন করে, তবে এবার সেটি এক মাস আগেই প্রকাশ পেতে পারে। ২০২৪ সালে ২১ থেকে ২৩ অক্টোবর কোম্পানির বার্ষিক সামিট অনুষ্ঠিত হয়েছিল হাওয়াইয়ে। আগে কোয়ালকম এই সামিট নভেম্বরে করলেও গত দুই বছর সেটি অক্টোবরে নিয়ে এসেছে। এবার সম্ভবত আইফোন ১৭-এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতার জন্য সেটি সেপ্টেম্বরে নিয়ে আসার পরিকল্পনা করছে।
এই সময়ে যদি কোয়ালকম তাদের নতুন চিপ বাজারে নিয়ে আসে, তাহলে সেটি ঠিক সেপ্টেম্বরে আসন্ন আইফোন ১৭ সিরিজের উন্মোচনের পরপরই হবে। ফলে অ্যাপলকে নতুন আইফোনের বাজারে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হতে পারে।
যেসব ফোনে দেখা যাবে এই চিপ
স্ন্যাপড্রাগন ৮ এলাইট ২ প্রথমে পাওয়া যেতে পারে শীর্ষস্থানীয় অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ ফোনে। এর মধ্যে থাকতে পারে স্যামসাং গ্যালাক্সি এস২৬-এর মতো ফোন, যা ২০২৬ সালের শুরুতেই বাজারে আসার সম্ভাবনা রয়েছে।
নতুন এই চিপ অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোকে অ্যাপলের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তুলবে বলে আশা করা হচ্ছে।
তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু গোপন নথি ডার্ক ওয়েবে বিক্রি হতে পারে। এই সন্দেহজনক ঘটনা তদন্ত করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। পররাষ্ট্রমন্ত্রী লিন ছিয়া-লুং একটি তদন্ত টিম গঠন করার নির্দেশ দিয়েছেন। যাতে এই তথ্য ফাঁসের উৎস, চ্যানেল এবং পরিধি স্পষ্ট করা যায়।
১৩ ঘণ্টা আগেএকটি অ্যাকাউন্ট বন্ধ হলে আরেকটি খুলছেন হানিন আল-বাতাশ। গত ছয় মাসে তিনি ৮০টিরও বেশি ব্লুস্কাই অ্যাকাউন্ট খুলেছেন বলে জানিয়েছেন। ইসরায়েলের অবরোধে দুর্ভিক্ষের মুখোমুখি গাজাবাসীরা এখন দুধ ও ময়দার মতো নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে হিমশিম খাচ্ছেন। জীবন রক্ষার জন্য বিশ্বজুড়ে মানুষের কাছে সহায়তা চেয়ে ব্লুস্কাই
১৩ ঘণ্টা আগেনীতিবিরোধী কনটেন্ট শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও এখনো মানুষের দক্ষতা সবচেয়ে নির্ভরযোগ্য বলে প্রমাণিত হয়েছে। বিশেষ করে জটিল বা প্রসঙ্গভিত্তিক কনটেন্ট বিশ্লেষণে মানব কনটেন্ট মডারেটররা এআইয়ের চেয়ে স্পষ্টভাবে এগিয়ে। তবে এই নির্ভুল যাচাইয়ের পেছনে রয়েছে একটি বড়...
১৭ ঘণ্টা আগেদাবা খেলায় ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট গ্রোককে পরাজিত করল স্যাম অল্টম্যানের ওপেনএআই। দাবা খেলায় কোন এআই সেরা তা নির্ধারণ করতে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।
১৮ ঘণ্টা আগে