প্রযুক্তি ডেস্ক
বিদ্যুচ্চালিত গাড়ির বাজারে প্রবেশ করতে যাচ্ছে সৌদি আরব। গতকাল বৃহস্পতিবার ‘সিয়ার’ নামে সৌদি ব্র্যান্ড উন্মোচন করেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, প্রতিষ্ঠানটি সিডান, এসইউভিসহ বিভিন্ন ধরনের গাড়ি ডিজাইন এবং উৎপাদন করবে। সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলোতে বিক্রি করা হবে এসব গাড়ি। ‘সিয়ার’ মূলত সৌদি সরকারি বিনিয়োগ তহবিল (পিআইএফ) এবং তাইওয়ানের প্রযুক্তি কোম্পানি ফক্সকনের একটি যৌথ উদ্যোগ।
সিয়ার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিদ্যুচ্চালিত গাড়ি উৎপাদন ব্যবসায় প্রবেশ করল সৌদি আরব। এ ছাড়া এটি সৌদি সরকারি বিনিয়োগ তহবিলের আওতায় স্থানীয় খাতগুলোর সামর্থ্যকে আরও মজবুত করবে বলে আশা করা হচ্ছে। যেখানে যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্থানীয় খাতগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অভ্যন্তরীণ কর্মসংস্থান এবং অর্থনীতিতে বৈচিত্র্য আনার মাধ্যমে ভিশন ২০৩০ লক্ষ্য নির্ধারণ করেছেন। এ ছাড়া কার্বন নিঃসরণের পরিমাণ কমানোর উদ্যোগেও এই বিদ্যুচ্চালিত গাড়ি উৎপাদন উদ্যোগ বড় ভূমিকা রাখবে।
সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগের মাধ্যমে জিডিপি বৃদ্ধি পিআইএফের পরিকল্পনার অন্যতম অংশ। গাড়ির নতুন ব্র্যান্ডটি প্রায় ১৫ কোটি মার্কিন ডলারের বৈদেশিক বিনিয়োগ আনার পাশাপাশি প্রায় ৩০ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে।
ধারণা করা হচ্ছে, ২০৩৪ সালের মধ্যে ‘সিয়ার’ সৌদি আরবের জিডিপিতে সরাসরি ৮০০ কোটি ডলার অবদান রাখবে। প্রতিষ্ঠানটি নিজস্ব গাড়ি উৎপাদনে মূলত ‘বিএমডব্লিউ’–এর প্রযুক্তি ব্যবহার করবে বলে জানা গেছে।
বিদ্যুচ্চালিত গাড়ির বাজারে প্রবেশ করতে যাচ্ছে সৌদি আরব। গতকাল বৃহস্পতিবার ‘সিয়ার’ নামে সৌদি ব্র্যান্ড উন্মোচন করেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, প্রতিষ্ঠানটি সিডান, এসইউভিসহ বিভিন্ন ধরনের গাড়ি ডিজাইন এবং উৎপাদন করবে। সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলোতে বিক্রি করা হবে এসব গাড়ি। ‘সিয়ার’ মূলত সৌদি সরকারি বিনিয়োগ তহবিল (পিআইএফ) এবং তাইওয়ানের প্রযুক্তি কোম্পানি ফক্সকনের একটি যৌথ উদ্যোগ।
সিয়ার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিদ্যুচ্চালিত গাড়ি উৎপাদন ব্যবসায় প্রবেশ করল সৌদি আরব। এ ছাড়া এটি সৌদি সরকারি বিনিয়োগ তহবিলের আওতায় স্থানীয় খাতগুলোর সামর্থ্যকে আরও মজবুত করবে বলে আশা করা হচ্ছে। যেখানে যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্থানীয় খাতগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অভ্যন্তরীণ কর্মসংস্থান এবং অর্থনীতিতে বৈচিত্র্য আনার মাধ্যমে ভিশন ২০৩০ লক্ষ্য নির্ধারণ করেছেন। এ ছাড়া কার্বন নিঃসরণের পরিমাণ কমানোর উদ্যোগেও এই বিদ্যুচ্চালিত গাড়ি উৎপাদন উদ্যোগ বড় ভূমিকা রাখবে।
সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগের মাধ্যমে জিডিপি বৃদ্ধি পিআইএফের পরিকল্পনার অন্যতম অংশ। গাড়ির নতুন ব্র্যান্ডটি প্রায় ১৫ কোটি মার্কিন ডলারের বৈদেশিক বিনিয়োগ আনার পাশাপাশি প্রায় ৩০ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে।
ধারণা করা হচ্ছে, ২০৩৪ সালের মধ্যে ‘সিয়ার’ সৌদি আরবের জিডিপিতে সরাসরি ৮০০ কোটি ডলার অবদান রাখবে। প্রতিষ্ঠানটি নিজস্ব গাড়ি উৎপাদনে মূলত ‘বিএমডব্লিউ’–এর প্রযুক্তি ব্যবহার করবে বলে জানা গেছে।
বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
২০ ঘণ্টা আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
২০ ঘণ্টা আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
২০ ঘণ্টা আগেআমাদের আধুনিক জীবনের মূল চালিকা শক্তিই যেন এখন ইন্টারনেট ও বিদ্যুৎ। শিক্ষা, অফিস, চিকিৎসা, বিনোদন—সবকিছুই এককভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এই দুইটির ওপর। তবে প্রাকৃতিক দুর্যোগ, যান্ত্রিক ত্রুটি, সাইবার হামলা কিংবা জাতীয় সংকটের কারণে দীর্ঘমেয়াদি ইন্টারনেট বা বিদ্যুৎ বিভ্রাট অস্বাভাবিক নয়।
১ দিন আগে