Ajker Patrika

এক ছবিতেই ৮ কোটিরও বেশি ভিউ, কে এই তরুণী

অনলাইন ডেস্ক
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৬: ৫৩
ছবিতে গাল হালকাভাবে ফোলানো এবং চোখে লাজুক এক অভিব্যক্তি ফুটে উঠেছে। ছবি: এক্স
ছবিতে গাল হালকাভাবে ফোলানো এবং চোখে লাজুক এক অভিব্যক্তি ফুটে উঠেছে। ছবি: এক্স

ইন্টারনেটে যে কেউ হঠাৎ করেই ভাইরাল হতে পারে। অনেক সময় তার পেছনে কোনো পরিষ্কার ব্যাখ্যাও থাকে না। এমনই এক ঘটনা ঘটেছে জাপানের এক নারী সাওরি আরাকিকে ঘিরে।

অনলাইনে ‘সাও’ (SAO) নামে পরিচিত এই তরুণী, যাঁকে অনেকেই এখন ‘স্যালারিওমেন’ হিসেবে চেনেন। এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা তাঁর একটি ছবি ৭৫ মিলিয়নের বেশিবার দেখা হয়েছে। ছবিটি ঘিরে তৈরি হয়েছে মিম, মুগ্ধতা, এমনকি কিছুটা অদ্ভুত তুলনাও—বিশেষ করে, মার্কিন অভিনেত্রী সিডনি সুইনির সঙ্গে।

যাঁরা নিয়মিত এক্সে চোখ রাখেন, তাঁরা হয়তো ইতিমধ্যেই দেখে ফেলেছেন সেই ছবি। ধূসর রঙের আঁটসাঁট স্যুট ও সাদা জামা পরে দুই হাতে ল্যাপটপ ধরে আছেন সাওরি। ছবিতে গাল হালকাভাবে ফোলানো এবং চোখে লাজুক এক অভিব্যক্তি ফুটে উঠেছে। চুল পেছনে হালকা করে বাঁধা, কপালে পড়ে রয়েছে সামনে ছাঁটা চুল।

গত ২৫ জুলাই পোস্ট করা ছবিটির ক্যাপশন ছিল একমাত্র একটি শব্দ–‘গুড মর্নিং’।

ছবিটি ইতিমধ্যে ৭৫ মিলিয়নের বেশি ভিউ, ২ লাখ ২৮ হাজার লাইক, ১৬ হাজার রিপোস্ট ও আড়াই হাজার কমেন্ট পেয়েছে।

কে এই সাও

ভাইরাল হওয়ার পর নিজেকে পরিচয় করিয়ে দিয়েছেন সাওরি আরাকি। জানিয়েছেন, তিনি বর্তমানে জাপানে একটি অফিসে কাজ করছেন। পাশাপাশি তিনি একজন মডেল ও অভিনেত্রী হিসেবেও কাজ করেন।

তিনি আরও জানান, তিনি ছিলেন জে-পপ গার্ল গ্রুপ ‘টোকিও গার্লস ব্রাভো’–এর সদস্য। সেখানে তিনি ‘আরাকি সাওরি’ নামে পরিবেশনা করতেন।

১৯৯৬ সালের ১৩ মে জাপানের নাগাসাকি শহরে সাওরি জন্মগ্রহণ করেন। হঠাৎ পাওয়া এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তিনি এখন ভক্তদের সঙ্গে আরও গভীরভাবে যোগাযোগ করছেন।

ভাইরাল হওয়ার পর তাঁর ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা লাফিয়ে বেড়ে বর্তমানে ২ লাখ ২৪ হাজার ছাড়িয়েছে। তাঁর মার্জিত চেহারা, পরিশীলিত ভঙ্গিমা এবং একধরণের বিনয়ী অথচ অদ্ভুত ব্যক্তিত্ব দর্শকদের মন ছুঁয়ে গেছে দেশ-বিদেশে।

সম্প্রতি ইনস্টাগ্রামে আরও কিছু ছবি পোস্ট করে সাও জানান, ভাইরাল হওয়া ছবিটি মূলত একটি করপোরেট ফটোশুটের অংশ ছিল।

ভাইরাল হওয়ার পর তাঁর অফিশিয়াল ইউটিউব চ্যানেলের ঘোষণা দেন, যেখানে ইতিমধ্যেই সাবস্ক্রাইবার সংখ্যা ছাড়িয়ে গেছে ১৪ হাজার।

সামাজিক মাধ্যমে কত দ্রুত খ্যাতি অর্জন করা সম্ভব, এরই এক বাস্তব উদাহরণ সাওরির এই উত্থান।

তথ্যসূত্র: দ্য ইকোনমিকস টাইমস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত