আজকের পত্রিকা ডেস্ক
ইন্টারনেটে যে কেউ হঠাৎ ভাইরাল হতে পারে। অনেক সময় তার পেছনে কোনো পরিষ্কার ব্যাখ্যাও থাকে না। এমনই এক ঘটনা ঘটেছে জাপানের এক নারী সাওরি আরাকিকে ঘিরে।
অনলাইনে ‘সাও’ (SAO) নামে পরিচিত এই তরুণী, যাঁকে অনেকে এখন ‘স্যালারিওমেন’ হিসেবে চেনেন। এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা তাঁর একটি ছবি ৭৫ মিলিয়নের বেশিবার দেখা হয়েছে। ছবিটি ঘিরে তৈরি হয়েছে মিম, মুগ্ধতা, এমনকি কিছুটা অদ্ভুত তুলনাও—বিশেষ করে, মার্কিন অভিনেত্রী সিডনি সুইনির সঙ্গে।
যাঁরা নিয়মিত এক্সে চোখ রাখেন, তাঁরা হয়তো ইতিমধ্যে দেখে ফেলেছেন সেই ছবি। ধূসর রঙের আঁটসাঁট স্যুট ও সাদা জামা পরে দুই হাতে ল্যাপটপ ধরে আছেন সাওরি। ছবিতে গাল হালকাভাবে ফোলানো এবং চোখে লাজুক এক অভিব্যক্তি ফুটে উঠেছে। চুল পেছনে হালকা করে বাঁধা, কপালে পড়ে রয়েছে সামনে ছাঁটা চুল।
গত ২৫ জুলাই পোস্ট করা ছবিটির ক্যাপশন ছিল একমাত্র একটি শব্দ ‘গুড মর্নিং’।
ছবিটি ইতিমধ্যে ৭৫ মিলিয়নের বেশি ভিউ, ২ লাখ ২৮ হাজার লাইক, ১৬ হাজার রিপোস্ট ও আড়াই হাজার কমেন্ট পেয়েছে।
কে এই সাও
ভাইরাল হওয়ার পর নিজেকে পরিচয় করিয়ে দিয়েছেন সাওরি আরাকি। জানিয়েছেন, তিনি বর্তমানে জাপানে একটি অফিসে কাজ করছেন। পাশাপাশি তিনি একজন মডেল ও অভিনেত্রী হিসেবেও কাজ করেন।
তিনি আরও জানান, তিনি ছিলেন জে-পপ গার্ল গ্রুপ ‘টোকিও গার্লস ব্রাভো’র সদস্য। সেখানে তিনি ‘আরাকি সাওরি’ নামে পরিবেশনা করতেন।
১৯৯৬ সালের ১৩ মে জাপানের নাগাসাকি শহরে সাওরি জন্মগ্রহণ করেন। হঠাৎ পাওয়া এই জনপ্রিয়তা কাজে লাগিয়ে তিনি এখন ভক্তদের সঙ্গে আরও গভীরভাবে যোগাযোগ করছেন।
ভাইরাল হওয়ার পর তাঁর ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা লাফিয়ে বেড়ে বর্তমানে ২ লাখ ২৪ হাজার ছাড়িয়েছে। তাঁর মার্জিত চেহারা, পরিশীলিত ভঙ্গিমা এবং একধরনের বিনয়ী অথচ অদ্ভুত ব্যক্তিত্ব দর্শকদের মন ছুঁয়ে গেছে দেশ-বিদেশে।
সম্প্রতি ইনস্টাগ্রামে আরও কিছু ছবি পোস্ট করে সাও জানান, ভাইরাল হওয়া ছবিটি মূলত একটি করপোরেট ফটোশুটের অংশ ছিল।
ভাইরাল হওয়ার পর তাঁর অফিশিয়াল ইউটিউব চ্যানেলের ঘোষণা দেন, যেখানে ইতিমধ্যে সাবস্ক্রাইবারের সংখ্যা ছাড়িয়ে গেছে ১৪ হাজার।
সামাজিক মাধ্যমে কত দ্রুত খ্যাতি অর্জন করা সম্ভব, এরই এক বাস্তব উদাহরণ সাওরির এই উত্থান।
তথ্যসূত্র: দ্য ইকোনমিক টাইমস
ইন্টারনেটে যে কেউ হঠাৎ ভাইরাল হতে পারে। অনেক সময় তার পেছনে কোনো পরিষ্কার ব্যাখ্যাও থাকে না। এমনই এক ঘটনা ঘটেছে জাপানের এক নারী সাওরি আরাকিকে ঘিরে।
অনলাইনে ‘সাও’ (SAO) নামে পরিচিত এই তরুণী, যাঁকে অনেকে এখন ‘স্যালারিওমেন’ হিসেবে চেনেন। এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা তাঁর একটি ছবি ৭৫ মিলিয়নের বেশিবার দেখা হয়েছে। ছবিটি ঘিরে তৈরি হয়েছে মিম, মুগ্ধতা, এমনকি কিছুটা অদ্ভুত তুলনাও—বিশেষ করে, মার্কিন অভিনেত্রী সিডনি সুইনির সঙ্গে।
যাঁরা নিয়মিত এক্সে চোখ রাখেন, তাঁরা হয়তো ইতিমধ্যে দেখে ফেলেছেন সেই ছবি। ধূসর রঙের আঁটসাঁট স্যুট ও সাদা জামা পরে দুই হাতে ল্যাপটপ ধরে আছেন সাওরি। ছবিতে গাল হালকাভাবে ফোলানো এবং চোখে লাজুক এক অভিব্যক্তি ফুটে উঠেছে। চুল পেছনে হালকা করে বাঁধা, কপালে পড়ে রয়েছে সামনে ছাঁটা চুল।
গত ২৫ জুলাই পোস্ট করা ছবিটির ক্যাপশন ছিল একমাত্র একটি শব্দ ‘গুড মর্নিং’।
ছবিটি ইতিমধ্যে ৭৫ মিলিয়নের বেশি ভিউ, ২ লাখ ২৮ হাজার লাইক, ১৬ হাজার রিপোস্ট ও আড়াই হাজার কমেন্ট পেয়েছে।
কে এই সাও
ভাইরাল হওয়ার পর নিজেকে পরিচয় করিয়ে দিয়েছেন সাওরি আরাকি। জানিয়েছেন, তিনি বর্তমানে জাপানে একটি অফিসে কাজ করছেন। পাশাপাশি তিনি একজন মডেল ও অভিনেত্রী হিসেবেও কাজ করেন।
তিনি আরও জানান, তিনি ছিলেন জে-পপ গার্ল গ্রুপ ‘টোকিও গার্লস ব্রাভো’র সদস্য। সেখানে তিনি ‘আরাকি সাওরি’ নামে পরিবেশনা করতেন।
১৯৯৬ সালের ১৩ মে জাপানের নাগাসাকি শহরে সাওরি জন্মগ্রহণ করেন। হঠাৎ পাওয়া এই জনপ্রিয়তা কাজে লাগিয়ে তিনি এখন ভক্তদের সঙ্গে আরও গভীরভাবে যোগাযোগ করছেন।
ভাইরাল হওয়ার পর তাঁর ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা লাফিয়ে বেড়ে বর্তমানে ২ লাখ ২৪ হাজার ছাড়িয়েছে। তাঁর মার্জিত চেহারা, পরিশীলিত ভঙ্গিমা এবং একধরনের বিনয়ী অথচ অদ্ভুত ব্যক্তিত্ব দর্শকদের মন ছুঁয়ে গেছে দেশ-বিদেশে।
সম্প্রতি ইনস্টাগ্রামে আরও কিছু ছবি পোস্ট করে সাও জানান, ভাইরাল হওয়া ছবিটি মূলত একটি করপোরেট ফটোশুটের অংশ ছিল।
ভাইরাল হওয়ার পর তাঁর অফিশিয়াল ইউটিউব চ্যানেলের ঘোষণা দেন, যেখানে ইতিমধ্যে সাবস্ক্রাইবারের সংখ্যা ছাড়িয়ে গেছে ১৪ হাজার।
সামাজিক মাধ্যমে কত দ্রুত খ্যাতি অর্জন করা সম্ভব, এরই এক বাস্তব উদাহরণ সাওরির এই উত্থান।
তথ্যসূত্র: দ্য ইকোনমিক টাইমস
আবুধাবির টেকনোলজি ইনোভেশন ইনস্টিটিউট (টিআইআই) ও মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া সংযুক্ত আরব আমিরাতে একটি যৌথ গবেষণাগার চালু করেছে। আজ সোমবার টিআইআই জানিয়েছে, এই ল্যাব মূলত পরবর্তী প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ও রোবোটিকস প্ল্যাটফর্ম উন্নয়নে কাজ করবে।
৭ ঘণ্টা আগেবাক্শক্তিহীন ব্যক্তিদের মস্তিষ্কে চিপ বসানোর পরিকল্পনা করছে ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। চলতি বছরের অক্টোবর থেকে এই পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এই পরীক্ষার লক্ষ্য হলো বাক্শক্তিহীন ব্যক্তিদের চিন্তাকে সরাসরি পাঠ্যরূপে রূপান্তর করা।
৯ ঘণ্টা আগেঅ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন আসছে—এমন গুঞ্জন এখন আর তেমন নতুন কিছু নয়। তবে সম্প্রতি ব্লুমবার্গের বিশ্লেষক মার্ক গুরম্যান জানিয়েছেন, এই ফোনটির ডিজাইন হবে অনেকটা ‘দুই আইফোন এয়ার একসঙ্গে জোড়া লাগানোর’ মতো।
১০ ঘণ্টা আগেলিউকেমিয়ায় আক্রান্ত ছয় বছরের ছেলে লুকার সঙ্গে হাসপাতালে হাঁটছিলেন মা মেগান ব্রাজিল-শিহান। করিডরে হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ায় চার ফুট লম্বা এক রোবট—রবিন। উচ্চ স্বরে শিশুকণ্ঠে রোবটটি বলে উঠল, ‘লুকা, কেমন আছ? অনেক দিন দেখা হয়নি!’
১১ ঘণ্টা আগে