বড় ধরনের হ্যাকিংয়ের শিকার হয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইবিট। হ্যাকিংয়ের মাধ্যমে প্রায় দেড় বিলিয়ন বা ১৫০ কোটি ডলার (১ দশমিক ১ বিলিয়ন পাউন্ড) মূল্যের ডিজিটাল মুদ্রা চুরি করেছে এক হ্যাকার। এটি ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো চুরি হিসেবে অনুমান করা হচ্ছে। অর্থ ফিরিয়ে আনতে তাদের সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের সাহায্য চেয়েছে প্রতিষ্ঠানটি।
এদিকে গ্রাহকদের আশ্বস্ত করে কোম্পানিটি জানায়, গ্রাহকদের তহবিল ‘নিরাপদ’ রয়েছে এবং যাদের ক্ষতি হয়েছে, তাদের অর্থ ফেরত দেওয়া হবে।
ক্রিপ্টো প্ল্যাটফর্মটি জানায়, এক হ্যাকার ইথেরিয়াম নামক একটি জনপ্রিয় ডিজিটাল মুদ্রার ওয়ালেটের নিয়ন্ত্রণ নিয়েছিল এবং তাতে থাকা অর্থ একটি অজ্ঞাত ঠিকানায় স্থানান্তরিত করেছে।
এক্স প্ল্যাটফর্মে বাইবিটের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী বেন ঝৌ বলেন, ‘বাইবিট অর্থনৈতিকভাবে স্থিতিশীল রয়েছে। এই হ্যাকের ক্ষতি পুনরুদ্ধার করা না গেলেও গ্রাহকদের সব সম্পদ ফিরিয়ে দেওয়া হবে। আমরা এই ক্ষতি পুষিয়ে নিতে পারব।’
তিনি আরও জানান, কোম্পানিটি গ্রাহকদের ২০ বিলিয়ন ডলারের সম্পদ ধারণ করে এবং তা থেকে কোনো অর্থ উদ্ধার না হলেও নিজেরাই অথবা তাদের অংশীদারদের কাছ থেকে ঋণ নিয়ে ক্ষতি পূরণ করবে।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ হলো—বাইবিট এবং এতে ৬০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী রয়েছে। এই হ্যাকের খবরের পর গ্রাহকদের মধ্যে অর্থ উত্তোলনের অনুরোধ ব্যাপকভাবে বেড়ে গেছে।
ঝৌ আরও লিখেছেন, কোম্পানিটি ৩ লাখ ৫০ হাজারেরও বেশি উত্তোলন অনুরোধ পেয়েছে, যা প্রক্রিয়া করতে কিছু বিলম্ব হতে পারে। কোম্পানিটির ডিজিটাল ‘ইথেরিয়াম ওয়ালেট’ থেকে এ অর্থ চুরি করেছে হ্যাকাররা। বিটকয়েনের পরে মূল্যের দিক থেকে দ্বিতীয় বড় ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়াম বা ইথার।
বাইবিট জানিয়েছে, ইথেরিয়াম ডিজিটাল ওয়ালেটে রুটিন ট্রান্সফারের সময় হ্যাকাররা অজ্ঞাত ঠিকানায় ক্রিপ্টো স্থানান্তর করে। নিরাপত্তা ফিচারে দুর্বলতার সুযোগ নিয়ে হ্যাকাররা এই অর্থ সরিয়ে নেয়।
ঝৌ বলেন, এক্সচেঞ্জের অন্য ওয়ালেটগুলো নিরাপদ রয়েছে। হ্যাকের পর গত শুক্রবার ইথেরিয়ামের মূল্য প্রায় ৪ শতাংশ কমে গিয়েছিল। তবে পরে এটি আগের স্তরে ফিরে আসতে শুরু করে।
কোম্পানিটি ‘সাইবার সিকিউরিটি এবং ক্রিপ্টো অ্যানালিটিক্সের উজ্জ্বলতম মস্তিষ্কগুলোকে’ সাহায্যের জন্য ডাক দিয়েছে এবং তারা উদ্ধারকৃত অর্থের ১০ শতাংশ পুরস্কার হিসেবে দেবে। অর্থাৎ যদি সম্পূর্ণ দেড় বিলিয়ন ডলার উদ্ধার করা যায়, তবে পুরস্কার ১৪০ মিলিয়ন ডলার হবে।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার জয়ী হওয়ার পর ক্রিপ্টোকারেন্সির মূল্য রেকর্ড পরিমাণে বেড়েছে। হোয়াইট হাউসে ফিরে আসার পর তিনি যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বের ক্রিপ্টো রাজধানী’ বানানোর প্রতিশ্রুতি দেয়। তবে এই হ্যাক ক্রিপ্টো ইন্ডাস্ট্রির জন্য একটি বড় ধাক্কা।
যদিও বাইবিটের হামলাকারীর পরিচয় অজানা। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারী হতে পারে উত্তর কোরিয়া সরকার-সমর্থিত হ্যাকাররা। যেমন—লাজারাস গ্রুপ। এই গ্রুপ আগে বড় ধরনের ডিজিটাল ডাকাতির জন্য দায়ী। যেমন—২০২২ সালে রোনিন গ্রুপের ব্লকচেইন থেকে ৬১৫ মিলিয়ন ডলার চুরি।
বড় ধরনের হ্যাকিংয়ের শিকার হয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইবিট। হ্যাকিংয়ের মাধ্যমে প্রায় দেড় বিলিয়ন বা ১৫০ কোটি ডলার (১ দশমিক ১ বিলিয়ন পাউন্ড) মূল্যের ডিজিটাল মুদ্রা চুরি করেছে এক হ্যাকার। এটি ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো চুরি হিসেবে অনুমান করা হচ্ছে। অর্থ ফিরিয়ে আনতে তাদের সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের সাহায্য চেয়েছে প্রতিষ্ঠানটি।
এদিকে গ্রাহকদের আশ্বস্ত করে কোম্পানিটি জানায়, গ্রাহকদের তহবিল ‘নিরাপদ’ রয়েছে এবং যাদের ক্ষতি হয়েছে, তাদের অর্থ ফেরত দেওয়া হবে।
ক্রিপ্টো প্ল্যাটফর্মটি জানায়, এক হ্যাকার ইথেরিয়াম নামক একটি জনপ্রিয় ডিজিটাল মুদ্রার ওয়ালেটের নিয়ন্ত্রণ নিয়েছিল এবং তাতে থাকা অর্থ একটি অজ্ঞাত ঠিকানায় স্থানান্তরিত করেছে।
এক্স প্ল্যাটফর্মে বাইবিটের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী বেন ঝৌ বলেন, ‘বাইবিট অর্থনৈতিকভাবে স্থিতিশীল রয়েছে। এই হ্যাকের ক্ষতি পুনরুদ্ধার করা না গেলেও গ্রাহকদের সব সম্পদ ফিরিয়ে দেওয়া হবে। আমরা এই ক্ষতি পুষিয়ে নিতে পারব।’
তিনি আরও জানান, কোম্পানিটি গ্রাহকদের ২০ বিলিয়ন ডলারের সম্পদ ধারণ করে এবং তা থেকে কোনো অর্থ উদ্ধার না হলেও নিজেরাই অথবা তাদের অংশীদারদের কাছ থেকে ঋণ নিয়ে ক্ষতি পূরণ করবে।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ হলো—বাইবিট এবং এতে ৬০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী রয়েছে। এই হ্যাকের খবরের পর গ্রাহকদের মধ্যে অর্থ উত্তোলনের অনুরোধ ব্যাপকভাবে বেড়ে গেছে।
ঝৌ আরও লিখেছেন, কোম্পানিটি ৩ লাখ ৫০ হাজারেরও বেশি উত্তোলন অনুরোধ পেয়েছে, যা প্রক্রিয়া করতে কিছু বিলম্ব হতে পারে। কোম্পানিটির ডিজিটাল ‘ইথেরিয়াম ওয়ালেট’ থেকে এ অর্থ চুরি করেছে হ্যাকাররা। বিটকয়েনের পরে মূল্যের দিক থেকে দ্বিতীয় বড় ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়াম বা ইথার।
বাইবিট জানিয়েছে, ইথেরিয়াম ডিজিটাল ওয়ালেটে রুটিন ট্রান্সফারের সময় হ্যাকাররা অজ্ঞাত ঠিকানায় ক্রিপ্টো স্থানান্তর করে। নিরাপত্তা ফিচারে দুর্বলতার সুযোগ নিয়ে হ্যাকাররা এই অর্থ সরিয়ে নেয়।
ঝৌ বলেন, এক্সচেঞ্জের অন্য ওয়ালেটগুলো নিরাপদ রয়েছে। হ্যাকের পর গত শুক্রবার ইথেরিয়ামের মূল্য প্রায় ৪ শতাংশ কমে গিয়েছিল। তবে পরে এটি আগের স্তরে ফিরে আসতে শুরু করে।
কোম্পানিটি ‘সাইবার সিকিউরিটি এবং ক্রিপ্টো অ্যানালিটিক্সের উজ্জ্বলতম মস্তিষ্কগুলোকে’ সাহায্যের জন্য ডাক দিয়েছে এবং তারা উদ্ধারকৃত অর্থের ১০ শতাংশ পুরস্কার হিসেবে দেবে। অর্থাৎ যদি সম্পূর্ণ দেড় বিলিয়ন ডলার উদ্ধার করা যায়, তবে পুরস্কার ১৪০ মিলিয়ন ডলার হবে।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার জয়ী হওয়ার পর ক্রিপ্টোকারেন্সির মূল্য রেকর্ড পরিমাণে বেড়েছে। হোয়াইট হাউসে ফিরে আসার পর তিনি যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বের ক্রিপ্টো রাজধানী’ বানানোর প্রতিশ্রুতি দেয়। তবে এই হ্যাক ক্রিপ্টো ইন্ডাস্ট্রির জন্য একটি বড় ধাক্কা।
যদিও বাইবিটের হামলাকারীর পরিচয় অজানা। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারী হতে পারে উত্তর কোরিয়া সরকার-সমর্থিত হ্যাকাররা। যেমন—লাজারাস গ্রুপ। এই গ্রুপ আগে বড় ধরনের ডিজিটাল ডাকাতির জন্য দায়ী। যেমন—২০২২ সালে রোনিন গ্রুপের ব্লকচেইন থেকে ৬১৫ মিলিয়ন ডলার চুরি।
বর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
২ ঘণ্টা আগেবর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করেন এই প্ল্যাটফর্মে। ভিডিও নির্মাতারা (ইউটিউবাররা) প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁদের কনটেন্টের কার্যকারিতা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। এসব তথ্য ইউটিউবের ভিউ বাড়াতে
৩ ঘণ্টা আগেএক রাতেই যুক্তরাষ্ট্রের অ্যাপলের ফ্রি অ্যাপ তালিকার শীর্ষে উঠে আসে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি চ্যাটবট ডিপসিক আর১। অ্যাপটি যেন ঝড় তোলে প্রযুক্তি বিশ্বে। কোম্পানিটি দাবি করে, এ চ্যাটবট ওপেনএআইয়ের চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী এবং তা তৈরি করতে ব্যয় হয়েছে সামান্য অর্থ।
১৯ ঘণ্টা আগে