রিলসকে আকর্ষণীয় করে তুলতে এতে গান, মিউজিক বা অডিও যুক্ত করে অনেকেই। এবার একটি রিলসেই একই সঙ্গে ২০টি ভিডিও যুক্ত করার সুবিধা দিল ইনস্টাগ্রাম। রিলসগুলো যোগ করার পর এগুলো প্রয়োজন মতো এডিটও করতে পারবেন ক্রিয়েটররা।
নতুন এই আপডেটের ফলে একাধিক অডিও যুক্ত করার জন্য থার্ড পার্টি অ্যাপের ওপর নির্ভর করতে হবে না ব্যবহারকারীদের। ইনস্টাগ্রাম অ্যাপেই এটি সম্ভব হবে। ফলে ক্রিয়েটরদের সময় ও শ্রম উভয়ই বাঁচবে।
এই আপডেটের আগে রিলসে শুধু একটি অডিও বা ট্র্যাক যুক্ত করা যেত। ফিচারটি ব্যবহার করার জন্য ইনস্টাগ্রামের ভিডিও এডিটরের নতুন ‘এড টু মিক্স’ বাটনে ট্যাপ করতে হবে। এরপর পছন্দ মতো অডিও, মিউজিক বাছাই করতে হবে। এরপর মিউজিকের কতটুকু অংশ ভিডিওর কোন অংশে ব্যবহার করা হবে তা নির্বাচন করবেন ব্যবহারকারীরা। এ ছাড়া আলাদাভাবে মিউজিক ও অডিওগুলোর ভলিউম বাড়ানো–কমানোও যাবে।
যতগুলো অডিও রিলসে ব্যবহার করা হয়েছে তা ভিডিওটি পোস্ট করার পর অন্য ফলোয়ার বা ব্যবহারকারীরাও দেখতে পারবে। সেই সঙ্গে নিচে ‘ইউজ অডিও মিক্স’ বাটন দেখতে পারবে। এর ফলে অন্যরাও তাদের রিলসে ভিডিওগুলো ব্যবহার করতে পারবে।
টিকটকেও এই ফিচার নেই। তাই টিকটকের ব্যবহারকারীরা থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে একাধিক মিউজিক একটি ভিডিওতে যুক্ত করে।
এক পোস্টে নতুন ফিচারটি নিয়ে কোম্পানিটি বলেছে, রিলসে এই ফিচার যুক্ত করার মাধ্যমে ক্রিয়েটরার টেক্সট, স্টিকার ও ক্লিপগুলোর মতো উপাদানগুলো সঙ্গে অডিওকে সৃজনশীলভাবে সাজিয়ে তুলতে পারবে।’
এই মাসের শুরুর দিকে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেন, প্ল্যাটফর্মটিতে বড় ভিডিওর ওপর জোর দেওয়া হবে না, বরং ব্যবহারকারীরা যেন একে অপরের সঙ্গে ছোট দৈর্ঘ্যের ভিডিও শেয়ার করতে পারে তার ওপর মনোযোগ দেওয়া হবে।
রিলসকে আকর্ষণীয় করে তুলতে এতে গান, মিউজিক বা অডিও যুক্ত করে অনেকেই। এবার একটি রিলসেই একই সঙ্গে ২০টি ভিডিও যুক্ত করার সুবিধা দিল ইনস্টাগ্রাম। রিলসগুলো যোগ করার পর এগুলো প্রয়োজন মতো এডিটও করতে পারবেন ক্রিয়েটররা।
নতুন এই আপডেটের ফলে একাধিক অডিও যুক্ত করার জন্য থার্ড পার্টি অ্যাপের ওপর নির্ভর করতে হবে না ব্যবহারকারীদের। ইনস্টাগ্রাম অ্যাপেই এটি সম্ভব হবে। ফলে ক্রিয়েটরদের সময় ও শ্রম উভয়ই বাঁচবে।
এই আপডেটের আগে রিলসে শুধু একটি অডিও বা ট্র্যাক যুক্ত করা যেত। ফিচারটি ব্যবহার করার জন্য ইনস্টাগ্রামের ভিডিও এডিটরের নতুন ‘এড টু মিক্স’ বাটনে ট্যাপ করতে হবে। এরপর পছন্দ মতো অডিও, মিউজিক বাছাই করতে হবে। এরপর মিউজিকের কতটুকু অংশ ভিডিওর কোন অংশে ব্যবহার করা হবে তা নির্বাচন করবেন ব্যবহারকারীরা। এ ছাড়া আলাদাভাবে মিউজিক ও অডিওগুলোর ভলিউম বাড়ানো–কমানোও যাবে।
যতগুলো অডিও রিলসে ব্যবহার করা হয়েছে তা ভিডিওটি পোস্ট করার পর অন্য ফলোয়ার বা ব্যবহারকারীরাও দেখতে পারবে। সেই সঙ্গে নিচে ‘ইউজ অডিও মিক্স’ বাটন দেখতে পারবে। এর ফলে অন্যরাও তাদের রিলসে ভিডিওগুলো ব্যবহার করতে পারবে।
টিকটকেও এই ফিচার নেই। তাই টিকটকের ব্যবহারকারীরা থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে একাধিক মিউজিক একটি ভিডিওতে যুক্ত করে।
এক পোস্টে নতুন ফিচারটি নিয়ে কোম্পানিটি বলেছে, রিলসে এই ফিচার যুক্ত করার মাধ্যমে ক্রিয়েটরার টেক্সট, স্টিকার ও ক্লিপগুলোর মতো উপাদানগুলো সঙ্গে অডিওকে সৃজনশীলভাবে সাজিয়ে তুলতে পারবে।’
এই মাসের শুরুর দিকে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেন, প্ল্যাটফর্মটিতে বড় ভিডিওর ওপর জোর দেওয়া হবে না, বরং ব্যবহারকারীরা যেন একে অপরের সঙ্গে ছোট দৈর্ঘ্যের ভিডিও শেয়ার করতে পারে তার ওপর মনোযোগ দেওয়া হবে।
আগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
৩১ মিনিট আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের সরবরাহ সীমিত করতে বাইডেন প্রশাসনের সময়ে জারি হওয়া একটি নিয়মে বড় পরিবর্তনের পথে হাঁটছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘ফ্রেমওয়ার্ক ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিফিউশন’ নামের নিয়মে থাকা
২ ঘণ্টা আগেমার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চানের উদ্যোগে ক্যালিফোর্নিয়ার বে এরিয়ায় প্রতিষ্ঠিত ‘দ্য প্রাইমারি স্কুল’ বন্ধ হয়ে যাচ্ছে আগামী বছরে। কম আয়ের পরিবারের শিশুদের জন্য অবৈতনিক স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে। এটি ছিল তাদের দাতব্য সংস্থা চ্যান-জাকারবার্গ ইনিশিয়েটিভ (সিজেআই)-এর একটি উদ্যোগ।
২ ঘণ্টা আগেইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গত পাঁচ মাসে ১ কোটি ১০ লাখ ব্যবহারকারী হারিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)। এর ফলে ইউরোপে প্ল্যাটফর্মটিতে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন মাস্কের অধিগ্রহণের আগের সময়ের চেয়ে অনেক কম।
৫ ঘণ্টা আগে