আজকের পত্রিকা ডেস্ক
সাইবার সুরক্ষায় বড় এক পরিবর্তনের দিকে এগোচ্ছে ফেসবুক। অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে নতুন একটি ফিচার—‘পাসকি’। পাসওয়ার্ডের বিকল্প এই আধুনিক লগইন পদ্ধতি সহজে ব্যবহার করা যায় এবং অনলাইনে ফিশিং ও তথ্য চুরির মতো হুমকি থেকে অধিক সুরক্ষা দেয়।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা জানায়, পাসকি প্রযুক্তির মাধ্যমে এখন ব্যবহারকারীরা পাসওয়ার্ড ছাড়াই ফেসবুকে লগইন করতে পারবেন। এই ফিচার চালু থাকলে স্মার্টফোন আনলক করার জন্য ব্যবহৃত ফিঙ্গারপ্রিন্ট, ফেস রিকগনিশন বা পিন ব্যবহার করে ফেসবুকে লগইন করা যাবে। ফলে আর জটিল পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন হবে না।
প্রথমে শুধু ফেসবুক মোবাইল অ্যাপেই ফিচারটি চালু হচ্ছে। তবে মেটা জানিয়েছে, শিগগিরই এই সুবিধা মেসেঞ্জারেও যোগ করা হবে। ভবিষ্যতে পাসকি ব্যবহার করে এনক্রিপটেড চ্যাট ও মেটা পে’র মাধ্যমে পেমেন্ট তথ্য অটোফিল করার ব্যবস্থাও চালু হবে।
পাসকি কাজ করে যেভাবে
পাসকি হলো নতুন ধরনের লগইন ব্যবস্থা, যা এফআইডিও (ফাস্ট আইডেনটিটি অনলাইন) অ্যালায়েন্সের অধীনে তৈরি হয়েছে। এটি মূলত একটি ক্রিপ্টোগ্রাফিক চাবি, যা ব্যবহারকারীর ডিভাইসে নিরাপদভাবে সংরক্ষিত থাকে।
পাসওয়ার্ডের মতো চুরি বা অনুমানযোগ্য নয় পাসকি। এটি প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা হয় এবং ফিশিং, ব্রুট-ফোর্স ও ক্রেডেনশিয়াল স্টাফিংয়ের মতো সাধারণ সাইবার আক্রমণের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলে।
ব্যবহারকারী যখন পাসকি দিয়ে লগইন করেন, তখন তাঁদের বায়োমেট্রিক তথ্য যেমন—ফিঙ্গারপ্রিন্ট বা মুখের ছবি ফেসবুকের সঙ্গে শেয়ার হয় না। সব ধরনের যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন হয় ব্যবহারকারীর ফোনেই।
ফেসবুকে পাসকি চালু করবেন যেভাবে
ফেসবুক অ্যাপের ‘অ্যাকাউন্ট সেন্টার-এ গিয়ে পাসকি চালু করা যাবে। লগইন করার সময়ও ব্যবহারকারীকে একটি প্রম্পট দিয়ে পাসকি সেটআপ করার আমন্ত্রণ জানানো হতে পারে।
একবার পাসকি চালু হলে এটি ব্যবহারকারীর ইমেইল ঠিকানা বা মোবাইল নম্বরের ভিত্তিতে একটি নাম পাবে, যা পরে পরিবর্তন করা যাবে না, এমনকি ব্যবহারকারীর যোগাযোগের তথ্য আপডেট করলেও নয়।
তবে এখনই কম্পিউটার বা ওয়েব ব্রাউজারে ফিচারটি পাওয়া যাবে না। যাঁরা ডেস্কটপ বা ল্যাপটপ থেকে ফেসবুক ব্যবহার করেন, তাঁদের এখনো ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
তবে ব্যবহারকারীরা চাইলে পাসওয়ার্ডও ব্যবহার করতে পারেন। যাঁদের ডিভাইসে পাসকি সমর্থন করে না, তাঁরা আগের মতো পাসওয়ার্ড ব্যবহার করেই অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ ডিজিটাল সুরক্ষার একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। ফেসবুক যখন বায়োমেট্রিক-ভিত্তিক নিরাপত্তার দিকে ঝুঁকছে, তখন এটা ধরে নেওয়াই যায়–অনলাইন দুনিয়ায় পাসওয়ার্ডহীন ভবিষ্যৎ খুব দূরে নয়।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে ও দ্য ভার্জ
সাইবার সুরক্ষায় বড় এক পরিবর্তনের দিকে এগোচ্ছে ফেসবুক। অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে নতুন একটি ফিচার—‘পাসকি’। পাসওয়ার্ডের বিকল্প এই আধুনিক লগইন পদ্ধতি সহজে ব্যবহার করা যায় এবং অনলাইনে ফিশিং ও তথ্য চুরির মতো হুমকি থেকে অধিক সুরক্ষা দেয়।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা জানায়, পাসকি প্রযুক্তির মাধ্যমে এখন ব্যবহারকারীরা পাসওয়ার্ড ছাড়াই ফেসবুকে লগইন করতে পারবেন। এই ফিচার চালু থাকলে স্মার্টফোন আনলক করার জন্য ব্যবহৃত ফিঙ্গারপ্রিন্ট, ফেস রিকগনিশন বা পিন ব্যবহার করে ফেসবুকে লগইন করা যাবে। ফলে আর জটিল পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন হবে না।
প্রথমে শুধু ফেসবুক মোবাইল অ্যাপেই ফিচারটি চালু হচ্ছে। তবে মেটা জানিয়েছে, শিগগিরই এই সুবিধা মেসেঞ্জারেও যোগ করা হবে। ভবিষ্যতে পাসকি ব্যবহার করে এনক্রিপটেড চ্যাট ও মেটা পে’র মাধ্যমে পেমেন্ট তথ্য অটোফিল করার ব্যবস্থাও চালু হবে।
পাসকি কাজ করে যেভাবে
পাসকি হলো নতুন ধরনের লগইন ব্যবস্থা, যা এফআইডিও (ফাস্ট আইডেনটিটি অনলাইন) অ্যালায়েন্সের অধীনে তৈরি হয়েছে। এটি মূলত একটি ক্রিপ্টোগ্রাফিক চাবি, যা ব্যবহারকারীর ডিভাইসে নিরাপদভাবে সংরক্ষিত থাকে।
পাসওয়ার্ডের মতো চুরি বা অনুমানযোগ্য নয় পাসকি। এটি প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা হয় এবং ফিশিং, ব্রুট-ফোর্স ও ক্রেডেনশিয়াল স্টাফিংয়ের মতো সাধারণ সাইবার আক্রমণের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলে।
ব্যবহারকারী যখন পাসকি দিয়ে লগইন করেন, তখন তাঁদের বায়োমেট্রিক তথ্য যেমন—ফিঙ্গারপ্রিন্ট বা মুখের ছবি ফেসবুকের সঙ্গে শেয়ার হয় না। সব ধরনের যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন হয় ব্যবহারকারীর ফোনেই।
ফেসবুকে পাসকি চালু করবেন যেভাবে
ফেসবুক অ্যাপের ‘অ্যাকাউন্ট সেন্টার-এ গিয়ে পাসকি চালু করা যাবে। লগইন করার সময়ও ব্যবহারকারীকে একটি প্রম্পট দিয়ে পাসকি সেটআপ করার আমন্ত্রণ জানানো হতে পারে।
একবার পাসকি চালু হলে এটি ব্যবহারকারীর ইমেইল ঠিকানা বা মোবাইল নম্বরের ভিত্তিতে একটি নাম পাবে, যা পরে পরিবর্তন করা যাবে না, এমনকি ব্যবহারকারীর যোগাযোগের তথ্য আপডেট করলেও নয়।
তবে এখনই কম্পিউটার বা ওয়েব ব্রাউজারে ফিচারটি পাওয়া যাবে না। যাঁরা ডেস্কটপ বা ল্যাপটপ থেকে ফেসবুক ব্যবহার করেন, তাঁদের এখনো ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
তবে ব্যবহারকারীরা চাইলে পাসওয়ার্ডও ব্যবহার করতে পারেন। যাঁদের ডিভাইসে পাসকি সমর্থন করে না, তাঁরা আগের মতো পাসওয়ার্ড ব্যবহার করেই অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ ডিজিটাল সুরক্ষার একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। ফেসবুক যখন বায়োমেট্রিক-ভিত্তিক নিরাপত্তার দিকে ঝুঁকছে, তখন এটা ধরে নেওয়াই যায়–অনলাইন দুনিয়ায় পাসওয়ার্ডহীন ভবিষ্যৎ খুব দূরে নয়।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে ও দ্য ভার্জ
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, মোবাইল স্ট্রিট ফটোগ্রাফির ক্ষেত্রে বিশ্বের অন্যতম নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান রিকো ইমেজিং কোম্পানি লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের ঘোষণা দিয়েছে। আগামী ১৪ অক্টোবর চীনের বেইজিংয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই অংশীদারত্বের ঘোষণা দেওয়া হবে।
২ দিন আগেদেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জাতীয় প্রতিযোগিতা ‘ভিশনএক্সন: এআই-পাওয়ার্ড ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫’ আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (সিএসইডিইউ)।
২ দিন আগেজনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ফেসবুক প্রোফাইল লিংক সরাসরি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করতে পারবেন। ফলে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে (যেমন—হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক) কোনো ব্যবহারকারীকে সহজে খুঁজে পাওয়া যাবে।
২ দিন আগেতথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
৫ দিন আগে