বিভিন্ন নজরদারি সফটওয়্যার বা স্পাইওয়্যারের বিষয়ে ভারতসহ বিশ্বের ৯২টি দেশের বেশ কয়েকজন আইফোন ব্যবহারকারীকে সতর্ক করেছে অ্যাপল। গত বুধবার এক নোটিফিকেশনে এই সতর্কবার্তা পাঠায় অ্যাপল। সেখানে বলা হয়, ওই ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের ‘মার্সেনারি স্পাইওয়্যারের’ আক্রমণের শিকার হতে পারেন।
তবে অ্যাপল নির্দিষ্ট করে বলেনি, কোন ধরনের স্পাইওয়্যারের আক্রমণ হতে পারে। কিংবা ভারত ছাড়া বাকি ৯১ দেশগুলোর নাম কী, সে বিষয়টি জানায়নি এই টেক জায়ান্ট। সাধারণত, যখন কোনো স্পাইওয়্যার নির্দিষ্ট কোনো এক ব্যক্তিকে কেন্দ্রকে আক্রমণ চালায়, তখন সেটিকে মার্সেনারি স্পাইওয়্যার বলা হয়।
অ্যাপল পরে এক বিবৃতিতে উল্লেখ করে, তারা রাষ্ট্র পরিচালিত কোনো স্পাইওয়্যারকে নির্দেশ করে এই সতর্কবার্তা দেয়নি। মার্সেনারি স্পাইওয়্যার ব্যবহার করে দূর থেকেই কোনো একটি স্মার্টফোন বা অন্যান্য ডিভাইসের যোগাযোগসেবা পর্যবেক্ষণ বা ব্যক্তিগত ডেটা চুরি করতে ব্যবহার করা যায়।
এর আগেও অ্যাপল ভারতের বেশ কয়েকজন রাজনীতিককে সতর্কবার্তা পাঠিয়েছিল যে তাদের আইফোনে স্পাইওয়্যার আছে। সে সময় ভারতের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় বিরোধী নেতা অভিযোগ করেন, সরকারের পৃষ্ঠপোষকতায় তাঁদের আইফোনে দূর থেকে নজরদারি করার চেষ্টা করেছে হ্যাকাররা।
অভিযোগকারী এসব নেতার মধ্যে রয়েছেন—শিবসেনার (উদ্ধব ঠাকরে) এমপি প্রিয়াঙ্কা চতুর্বেদী, তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, আম আদমি পার্টির রাঘব চাড্ডা, কংগ্রেস নেতা শশী থারুর, দলটির গণমাধ্যম ও প্রচার বিভাগের প্রধান পবন খেরা। এ ছাড়া ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সিতারাম ইয়েচুরিও একই ধরনের বার্তা পেয়েছেন।
বিভিন্ন নজরদারি সফটওয়্যার বা স্পাইওয়্যারের বিষয়ে ভারতসহ বিশ্বের ৯২টি দেশের বেশ কয়েকজন আইফোন ব্যবহারকারীকে সতর্ক করেছে অ্যাপল। গত বুধবার এক নোটিফিকেশনে এই সতর্কবার্তা পাঠায় অ্যাপল। সেখানে বলা হয়, ওই ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের ‘মার্সেনারি স্পাইওয়্যারের’ আক্রমণের শিকার হতে পারেন।
তবে অ্যাপল নির্দিষ্ট করে বলেনি, কোন ধরনের স্পাইওয়্যারের আক্রমণ হতে পারে। কিংবা ভারত ছাড়া বাকি ৯১ দেশগুলোর নাম কী, সে বিষয়টি জানায়নি এই টেক জায়ান্ট। সাধারণত, যখন কোনো স্পাইওয়্যার নির্দিষ্ট কোনো এক ব্যক্তিকে কেন্দ্রকে আক্রমণ চালায়, তখন সেটিকে মার্সেনারি স্পাইওয়্যার বলা হয়।
অ্যাপল পরে এক বিবৃতিতে উল্লেখ করে, তারা রাষ্ট্র পরিচালিত কোনো স্পাইওয়্যারকে নির্দেশ করে এই সতর্কবার্তা দেয়নি। মার্সেনারি স্পাইওয়্যার ব্যবহার করে দূর থেকেই কোনো একটি স্মার্টফোন বা অন্যান্য ডিভাইসের যোগাযোগসেবা পর্যবেক্ষণ বা ব্যক্তিগত ডেটা চুরি করতে ব্যবহার করা যায়।
এর আগেও অ্যাপল ভারতের বেশ কয়েকজন রাজনীতিককে সতর্কবার্তা পাঠিয়েছিল যে তাদের আইফোনে স্পাইওয়্যার আছে। সে সময় ভারতের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় বিরোধী নেতা অভিযোগ করেন, সরকারের পৃষ্ঠপোষকতায় তাঁদের আইফোনে দূর থেকে নজরদারি করার চেষ্টা করেছে হ্যাকাররা।
অভিযোগকারী এসব নেতার মধ্যে রয়েছেন—শিবসেনার (উদ্ধব ঠাকরে) এমপি প্রিয়াঙ্কা চতুর্বেদী, তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, আম আদমি পার্টির রাঘব চাড্ডা, কংগ্রেস নেতা শশী থারুর, দলটির গণমাধ্যম ও প্রচার বিভাগের প্রধান পবন খেরা। এ ছাড়া ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সিতারাম ইয়েচুরিও একই ধরনের বার্তা পেয়েছেন।
ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
২ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
৩ ঘণ্টা আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের সরবরাহ সীমিত করতে বাইডেন প্রশাসনের সময়ে জারি হওয়া একটি নিয়মে বড় পরিবর্তনের পথে হাঁটছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘ফ্রেমওয়ার্ক ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিফিউশন’ নামের নিয়মে থাকা
৪ ঘণ্টা আগে