ডয়চে ভেলে
পাসওয়ার্ড ভাগাভাগি বন্ধের নিয়ম চালু করায় এ বছর নতুন করে ৬০ লাখ সাবস্ক্রাইবার পেয়েছে নেটফ্লিক্স।
বুধবার নেটফ্লিক্স জানায়, এখন তাদের সদস্য সংখ্যা প্রায় ২৪ কোটি৷ এর আগে ১০ কোটি বাসায় পাসওয়ার্ড ভাগ করে নেটফ্লিক্স ব্যবহার করতেন অনেকে৷এক বিবৃতিতে স্ট্রি
মিং সেবাদাতা এই কোম্পানি বলেছে, পাসওয়ার্ড অন্য কারো সাথে ভাগ করার ক্ষেত্রে কড়াকড়ি বাড়ানোর ফলে ২০২৩ সালে সাবস্ক্রাইবার বেড়েছে প্রায় ৬০ লাখ। নাভালি
য়ের অ্যান্ড অ্যাসোসিয়েটস সংস্থার প্রধান বিনিয়োগকর্তা লুইস নাভালিয়ের বলেন, ‘আমি এই ফলাফল দেখে উচ্ছ্বসিত ছিলাম৷ আমার মতে, ধারণার চেয়েও বেশি নতুন সদস্য আনতে পেরেছে নেটফ্লিক্স৷’
প্রথম ধাপে পরীক্ষামূলকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানিতে পাসওয়ার্ড ভাগাভাগি বন্ধের নিয়ম চালু করে। এই এপরিকল্পনা এখন গোটা বিশ্বে ব্যবহার করার ইচ্ছে তাদের।
২০২০ সালে করোনা মহামারী শুরুর পর বিশ্বজুড়ে বাসা থেকে কাজ করার ধারা শুরু হয়। তখন বাড়তে থাকে মানুষের নেটফ্লিক্সে কিছু দেখার আগ্রহ। কিন্তু একই বাসায় পাসওয়ার্ড শেয়ারিংয়ের ফলে লোকসান হতে থাকে তাদের৷
এই সমস্যা ঠেকাতে পাসওয়ার্ডহীন, বিজ্ঞাপনসহ সাবস্ক্রিপশন চালু করে তারা, যা আরো সস্তাও। প্রথমে মানুষ এই পদক্ষেপকে সন্দেহের চোখে দেখলেও পরে তারা নেটফ্লিক্সের পূর্ণ সাবস্ক্রিপশন নিতে শুরু করে৷
বছরের দ্বিতীয়ার্ধ্বে আয় বাড়ে প্রায় তিন শতাংশ। তবে নেটফ্লিক্সের এই আপাত সাফল্য শেয়ারবাজারে সুফল আনতে পারেনি। এর মধ্যে হলিউডে চলমান শিল্পী, চলচ্চিত্র কলাকুশলীদের ধর্মঘটের প্রভাবে শেয়ারের দাম পড়ে গেছে আট শতাংশ৷
নেটফ্লিক্সের প্রধান (যুগ্ম) টেড সারানডস বলেন, ‘আমরা এই ব্যবসার সাথে জড়িত সবার সাথে নিয়মিত আলোচনা চালাচ্ছি৷ এই ধর্মঘটেরও ইতি দরকার, যাতে আমরা সবাই এগোতে পারি৷’
পাসওয়ার্ড ভাগাভাগি বন্ধের নিয়ম চালু করায় এ বছর নতুন করে ৬০ লাখ সাবস্ক্রাইবার পেয়েছে নেটফ্লিক্স।
বুধবার নেটফ্লিক্স জানায়, এখন তাদের সদস্য সংখ্যা প্রায় ২৪ কোটি৷ এর আগে ১০ কোটি বাসায় পাসওয়ার্ড ভাগ করে নেটফ্লিক্স ব্যবহার করতেন অনেকে৷এক বিবৃতিতে স্ট্রি
মিং সেবাদাতা এই কোম্পানি বলেছে, পাসওয়ার্ড অন্য কারো সাথে ভাগ করার ক্ষেত্রে কড়াকড়ি বাড়ানোর ফলে ২০২৩ সালে সাবস্ক্রাইবার বেড়েছে প্রায় ৬০ লাখ। নাভালি
য়ের অ্যান্ড অ্যাসোসিয়েটস সংস্থার প্রধান বিনিয়োগকর্তা লুইস নাভালিয়ের বলেন, ‘আমি এই ফলাফল দেখে উচ্ছ্বসিত ছিলাম৷ আমার মতে, ধারণার চেয়েও বেশি নতুন সদস্য আনতে পেরেছে নেটফ্লিক্স৷’
প্রথম ধাপে পরীক্ষামূলকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানিতে পাসওয়ার্ড ভাগাভাগি বন্ধের নিয়ম চালু করে। এই এপরিকল্পনা এখন গোটা বিশ্বে ব্যবহার করার ইচ্ছে তাদের।
২০২০ সালে করোনা মহামারী শুরুর পর বিশ্বজুড়ে বাসা থেকে কাজ করার ধারা শুরু হয়। তখন বাড়তে থাকে মানুষের নেটফ্লিক্সে কিছু দেখার আগ্রহ। কিন্তু একই বাসায় পাসওয়ার্ড শেয়ারিংয়ের ফলে লোকসান হতে থাকে তাদের৷
এই সমস্যা ঠেকাতে পাসওয়ার্ডহীন, বিজ্ঞাপনসহ সাবস্ক্রিপশন চালু করে তারা, যা আরো সস্তাও। প্রথমে মানুষ এই পদক্ষেপকে সন্দেহের চোখে দেখলেও পরে তারা নেটফ্লিক্সের পূর্ণ সাবস্ক্রিপশন নিতে শুরু করে৷
বছরের দ্বিতীয়ার্ধ্বে আয় বাড়ে প্রায় তিন শতাংশ। তবে নেটফ্লিক্সের এই আপাত সাফল্য শেয়ারবাজারে সুফল আনতে পারেনি। এর মধ্যে হলিউডে চলমান শিল্পী, চলচ্চিত্র কলাকুশলীদের ধর্মঘটের প্রভাবে শেয়ারের দাম পড়ে গেছে আট শতাংশ৷
নেটফ্লিক্সের প্রধান (যুগ্ম) টেড সারানডস বলেন, ‘আমরা এই ব্যবসার সাথে জড়িত সবার সাথে নিয়মিত আলোচনা চালাচ্ছি৷ এই ধর্মঘটেরও ইতি দরকার, যাতে আমরা সবাই এগোতে পারি৷’
কাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
২ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
৫ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
৬ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
৭ ঘণ্টা আগে