ওয়্যারলেস বা তারবিহীন চার্জিং সুবিধা ও ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে আজ শুক্রবার ভারতের বাজারে উন্মোচন হলো ইনফিনিক্স নোট ৪০ (৫ জি) স্মার্টফোন। এ ছাড়া ফোনটিতে ৫ হাজার এমএইচের ব্যাটারি রয়েছে। চিপসেট হিসেবে অক্টাকোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২০ ব্যবহার করা হয়েছে।
ফোনটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার বা এআই প্রযুক্তির ‘হেলো লাইটনিং’ ফিচার রয়েছে। এটি নোটিফিকেশনের ধরন, গেমিং মোড ও মিউজিকের ছন্দ অনুযায়ী বিভিন্ন রঙ দেখাবে। ফিচারটি কণ্ঠের মাধ্যমে চালু করা যায়। এটি পেছনের দিকে ক্যামেরার সঙ্গে থাকবে। ফোনকল বা মেসেজ এলেও এটি জ্বলবে।
ইনফিনিক্স নোট ৪০ (৫ জি) দাম ও রং
ইনফিনিক্স নোট ৪০ (৫ জি) এর ৮ জিবি ও ২৫৬ জিবি ইন্টারনাল সংস্করণের দাম ১৯ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ২৮ হাজার ১৬৬ টাকা। তবে ফোনটির ইন্টারনাল স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোনটি দুই রঙে পাওয়া যাবে—অবসেডিয়ান ব্ল্যাক (কালো) ও টাইটান গোল্ড (সোনালি)।
ফোনটিতে দুই বছর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আপডেট ও তিন বছর নিয়মিত সিকিউরিটি আপডেট দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে ইনফিনিক্স কোম্পানি।
ইনফিনিক্স নোট ৪০ (৫ জি) স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ফোনটির পেছনে তিনটি ক্যামেরা থাকবে। ১০৮ মেগাপিক্সেল সেন্সরের প্রধান ক্যামেরা। বাকি দুটি ক্যামেরার সম্পর্কে বিস্তারিত তথ্য বলেনি কোম্পানিটি। তবে বিভিন্ন প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বাকি দুটি ক্যামেরা ২ মেগাপিক্সেল। এর মধ্য একটিতে ডেপথ সেন্সর রয়েছে ও আরেকটিতে ম্যাক্রো সেন্সর।
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি
আয়তন: ১৬৪.২৭ x৭৪.৫ x ৮.০৯ এমএম
ওজন: ১৯৬ গ্রাম
সিম: ডুয়েল ন্যানো
ডিসপ্লে: ৬ দশমিক ৭৮ ফুল এইচডি অ্যামলেড স্ক্রিন
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
ব্রাইটনেস: ১৩০০ নিটস
টাচ স্যাম্পলিং রেট: ২৪০ হার্টজ
রেজল্যুশন: এফএইচডি +
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক এক্সওএস ১৪
চিপসেট: অক্টাকোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২০
মেমোরি: ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি
স্পিকার: জেবিএলের সমর্থনসহ ডুয়েল স্পিকার
ব্লুটুথ: আছে
এনএফসি: আছে
জিপিএস: আছে
ইউএসবি: সি
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
চার্জিং: ওয়্যারড ক্যামেরা ৩৩ ওয়াট ও ১৫ ওয়াট ওয়্যারলেস সমর্থন
রঙ: অবসেডিয়ান ব্ল্যাক (কালো) ও টাইটান গোল্ড (সোনালি)।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
ওয়্যারলেস বা তারবিহীন চার্জিং সুবিধা ও ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে আজ শুক্রবার ভারতের বাজারে উন্মোচন হলো ইনফিনিক্স নোট ৪০ (৫ জি) স্মার্টফোন। এ ছাড়া ফোনটিতে ৫ হাজার এমএইচের ব্যাটারি রয়েছে। চিপসেট হিসেবে অক্টাকোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২০ ব্যবহার করা হয়েছে।
ফোনটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার বা এআই প্রযুক্তির ‘হেলো লাইটনিং’ ফিচার রয়েছে। এটি নোটিফিকেশনের ধরন, গেমিং মোড ও মিউজিকের ছন্দ অনুযায়ী বিভিন্ন রঙ দেখাবে। ফিচারটি কণ্ঠের মাধ্যমে চালু করা যায়। এটি পেছনের দিকে ক্যামেরার সঙ্গে থাকবে। ফোনকল বা মেসেজ এলেও এটি জ্বলবে।
ইনফিনিক্স নোট ৪০ (৫ জি) দাম ও রং
ইনফিনিক্স নোট ৪০ (৫ জি) এর ৮ জিবি ও ২৫৬ জিবি ইন্টারনাল সংস্করণের দাম ১৯ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ২৮ হাজার ১৬৬ টাকা। তবে ফোনটির ইন্টারনাল স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোনটি দুই রঙে পাওয়া যাবে—অবসেডিয়ান ব্ল্যাক (কালো) ও টাইটান গোল্ড (সোনালি)।
ফোনটিতে দুই বছর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আপডেট ও তিন বছর নিয়মিত সিকিউরিটি আপডেট দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে ইনফিনিক্স কোম্পানি।
ইনফিনিক্স নোট ৪০ (৫ জি) স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ফোনটির পেছনে তিনটি ক্যামেরা থাকবে। ১০৮ মেগাপিক্সেল সেন্সরের প্রধান ক্যামেরা। বাকি দুটি ক্যামেরার সম্পর্কে বিস্তারিত তথ্য বলেনি কোম্পানিটি। তবে বিভিন্ন প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বাকি দুটি ক্যামেরা ২ মেগাপিক্সেল। এর মধ্য একটিতে ডেপথ সেন্সর রয়েছে ও আরেকটিতে ম্যাক্রো সেন্সর।
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি
আয়তন: ১৬৪.২৭ x৭৪.৫ x ৮.০৯ এমএম
ওজন: ১৯৬ গ্রাম
সিম: ডুয়েল ন্যানো
ডিসপ্লে: ৬ দশমিক ৭৮ ফুল এইচডি অ্যামলেড স্ক্রিন
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
ব্রাইটনেস: ১৩০০ নিটস
টাচ স্যাম্পলিং রেট: ২৪০ হার্টজ
রেজল্যুশন: এফএইচডি +
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক এক্সওএস ১৪
চিপসেট: অক্টাকোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২০
মেমোরি: ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি
স্পিকার: জেবিএলের সমর্থনসহ ডুয়েল স্পিকার
ব্লুটুথ: আছে
এনএফসি: আছে
জিপিএস: আছে
ইউএসবি: সি
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
চার্জিং: ওয়্যারড ক্যামেরা ৩৩ ওয়াট ও ১৫ ওয়াট ওয়্যারলেস সমর্থন
রঙ: অবসেডিয়ান ব্ল্যাক (কালো) ও টাইটান গোল্ড (সোনালি)।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
৬ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
৬ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
৯ ঘণ্টা আগেব্রডব্যান্ড ইন্টারনেট কনস্টেলেশন প্রকল্প ‘প্রজেক্ট কুইপার’-এর প্রথম ২৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ই–কমার্স জায়ান্ট আমাজন। এর মাধ্যমে ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংককে চ্যালেঞ্জ জানাল কোম্পানিটি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।
১০ ঘণ্টা আগে