Ajker Patrika

আজ ১২ ঘণ্টা ইন্টারনেট-সেবা ব্যাহত হবে

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০৮: ২১
আজ ১২ ঘণ্টা ইন্টারনেট-সেবা ব্যাহত হবে

দেশের প্রথম সাবমেরিন কেব্‌ল সিস্টেমে রক্ষণাবেক্ষণ কার্যক্রমের জন্য আজ শনিবার সকাল থেকে ১২ ঘণ্টা ইন্টারনেট সেবা ব্যাহত হবে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএসসিপিএলসির উপসহকারী ব্যবস্থাপক সাইফুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৭ জুলাই) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন কেব্‌ল সিস্টেমের (সি-মি-উই-৪) সিঙ্গাপুর প্রান্তে টুয়াস ল্যান্ডিং স্টেশনের নিকট কনসোর্টিয়াম কর্তৃক ল্যান্ড কেব্‌লের ত্রুটি নিরসনের লক্ষ্যে রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। 

‘উক্ত সময়ে সি-মি-উই-৪-এর মাধ্যমে কক্সবাজার থেকে সিঙ্গাপুর রুটে যুক্ত সার্কিটগুলোর মাধ্যমে সেবা সাময়িকভাবে ব্যাহত হবে। সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিএসসিপিএলসি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।’

সি-মি-উই-৪ এবং সি-মি-উই-৫ নামের দুটি আন্তর্জাতিক সাবমেরিন কেব্‌ল কনসোর্টিয়ামের (কোম্পানি) সদস্য বিএসসিপিএলসি। এটি বাংলাদেশে সাবমেরিন কেব্‌লসের অধিক ক্ষমতা ও পর্যাপ্ততা নিশ্চিত করে। এই কেব্‌ল দুটির মাধ্যমে বাংলাদেশের ইন্টারনেট ও আন্তর্জাতিক ভয়েস ট্র্যাফিক চলছে।

সি-মি-উই-৪-এর কেব্‌ল ল্যান্ডিং স্টেশন কক্সবাজারে। আর সি-মি-উই-৫-এর জন্য বিএসসিসিএলের ল্যান্ডিং স্টেশন চালু হয়েছে পটুয়াখালীর কুয়াকাটায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ