অনলাইন ডেস্ক
প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাংকার প্রায় ১১ লাখ পাওয়ার ব্যাংক বাজার থেকে প্রত্যাহার করছে। পাওয়ারকোর ১০০০০ মডেলের এই পাওয়ার ব্যাংকগুলোতে আগুন লাগার সম্ভাব্য ঝুঁকি থাকার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
অ্যাংকার জানিয়েছে, পাওয়ারকোর ১০০০০ মডেলের (মডেল নম্বর: এ১২৬৩) পাওয়ার ব্যাংকগুলোতে লিথিয়াম-আয়ন ব্যাটারির ত্রুটির কারণে অতিরিক্ত গরম হয়ে প্লাস্টিক গলে যেতে পারে, ধোঁয়া উঠতে পারে, এমনকি আগুন ধরে যেতে পারে।
এই পাওয়ার ব্যাংকগুলো ১ জুন, ২০১৬ থেকে ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত সময়ে বিক্রি হয়। এগুলো মূলত আমাজন, নিউএগ, ইবে এবং অ্যাংকারের নিজস্ব ওয়েবসাইট থেকে বিক্রি হয়েছে।
যুক্তরাষ্ট্রের কনজ্যুমার প্রোডাক্ট সেফটি কমিশন (ইউএসসিপিএসসি) জানিয়েছে, ১১ লাখ ৫৮ হাজারটি ইউনিট এই রিকলে অন্তর্ভুক্ত। এখন পর্যন্ত ১৯টি আগুন বা বিস্ফোরণের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ২টি ঘটনার ফলে হালকা দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে এবং ১১টি ক্ষেত্রে সম্পদের ক্ষতি হয়েছে, যার আর্থিক পরিমাণ ৬০ হাজার ৭০০ ডলার।
শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রীত নির্দিষ্ট সিরিয়াল নম্বরের ইউনিটগুলো ফেরত নেবে অ্যাংকার। পাওয়ার ব্যাংকের নিচের দিকে থাকা ‘প্রোডাক্ট ডিটেইলে’ গিয়ে মডেল নম্বর এ১২৬৩ কি না, তা দেখে নিতে হবে।
যদি আপনার পাওয়ার ব্যাংকের মডেল নম্বর এ১২৬৩ হয়, তাহলে অ্যাংকারের ওয়েবসাইটে গিয়ে একটি ভেরিফিকেশন টুল ব্যবহার করে সিরিয়াল নম্বর যাচাই করতে হবে। যদি সিরিয়াল নম্বর মুছে যায় বা পড়া না যায়, তাহলে অ্যাংকারের কাছে নির্দেশনা চাওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাওয়ার ব্যাংকটি রিকলের (ফেরত নেওয়ার তালিকায়) আওতায় পড়ে গেলে তা ব্যবহার করা থেকে সঙ্গে সঙ্গে বিরত থাকতে বলা হয়েছে।
অ্যাংকার ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দুটি বিকল্প দিচ্ছে—
১.৩০ ডলারের একটি গিফট কার্ড
২. একটি বিনা মূল্যে বিকল্প ইউনিট (রিপ্লেসমেন্ট)
রিকলের জন্য আবেদন করতে আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:
১. আপনার নাম ও যোগাযোগের তথ্য লেখা একটি কাগজ এবং পাওয়ার ব্যাংকটি একসঙ্গে নিয়ে একটি ছবি তুলতে হবে।
২. পাওয়ার ব্যাংকের ওপর স্থায়ী মার্কার দিয়ে লিখতে হবে: ‘Recall’ এবং জমাদানের তারিখ।
৩. আরেকটি ছবি তুলতে হবে যেখানে মডেল নম্বর ও সিরিয়াল নম্বর স্পষ্ট দেখা যায়।
এরপর অ্যাংকারের ওয়েবসাইটে গিয়ে ছবি, তথ্যসহ দাবি দাখিল করতে হবে।
যদি পাওয়ার ব্যাংকটি ফেরত দেওয়ার যোগ্য হয়, তবে তা সাধারণ ময়লায় ফেলা যাবে না। কারণ, এতে আগুন লাগার ঝুঁকি থাকে। এটি লিথিয়াম-আয়ন ব্যাটারি গ্রহণ করে এমন একটি বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে জমা দিতে হবে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথরিটি
প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাংকার প্রায় ১১ লাখ পাওয়ার ব্যাংক বাজার থেকে প্রত্যাহার করছে। পাওয়ারকোর ১০০০০ মডেলের এই পাওয়ার ব্যাংকগুলোতে আগুন লাগার সম্ভাব্য ঝুঁকি থাকার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
অ্যাংকার জানিয়েছে, পাওয়ারকোর ১০০০০ মডেলের (মডেল নম্বর: এ১২৬৩) পাওয়ার ব্যাংকগুলোতে লিথিয়াম-আয়ন ব্যাটারির ত্রুটির কারণে অতিরিক্ত গরম হয়ে প্লাস্টিক গলে যেতে পারে, ধোঁয়া উঠতে পারে, এমনকি আগুন ধরে যেতে পারে।
এই পাওয়ার ব্যাংকগুলো ১ জুন, ২০১৬ থেকে ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত সময়ে বিক্রি হয়। এগুলো মূলত আমাজন, নিউএগ, ইবে এবং অ্যাংকারের নিজস্ব ওয়েবসাইট থেকে বিক্রি হয়েছে।
যুক্তরাষ্ট্রের কনজ্যুমার প্রোডাক্ট সেফটি কমিশন (ইউএসসিপিএসসি) জানিয়েছে, ১১ লাখ ৫৮ হাজারটি ইউনিট এই রিকলে অন্তর্ভুক্ত। এখন পর্যন্ত ১৯টি আগুন বা বিস্ফোরণের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ২টি ঘটনার ফলে হালকা দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে এবং ১১টি ক্ষেত্রে সম্পদের ক্ষতি হয়েছে, যার আর্থিক পরিমাণ ৬০ হাজার ৭০০ ডলার।
শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রীত নির্দিষ্ট সিরিয়াল নম্বরের ইউনিটগুলো ফেরত নেবে অ্যাংকার। পাওয়ার ব্যাংকের নিচের দিকে থাকা ‘প্রোডাক্ট ডিটেইলে’ গিয়ে মডেল নম্বর এ১২৬৩ কি না, তা দেখে নিতে হবে।
যদি আপনার পাওয়ার ব্যাংকের মডেল নম্বর এ১২৬৩ হয়, তাহলে অ্যাংকারের ওয়েবসাইটে গিয়ে একটি ভেরিফিকেশন টুল ব্যবহার করে সিরিয়াল নম্বর যাচাই করতে হবে। যদি সিরিয়াল নম্বর মুছে যায় বা পড়া না যায়, তাহলে অ্যাংকারের কাছে নির্দেশনা চাওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাওয়ার ব্যাংকটি রিকলের (ফেরত নেওয়ার তালিকায়) আওতায় পড়ে গেলে তা ব্যবহার করা থেকে সঙ্গে সঙ্গে বিরত থাকতে বলা হয়েছে।
অ্যাংকার ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দুটি বিকল্প দিচ্ছে—
১.৩০ ডলারের একটি গিফট কার্ড
২. একটি বিনা মূল্যে বিকল্প ইউনিট (রিপ্লেসমেন্ট)
রিকলের জন্য আবেদন করতে আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:
১. আপনার নাম ও যোগাযোগের তথ্য লেখা একটি কাগজ এবং পাওয়ার ব্যাংকটি একসঙ্গে নিয়ে একটি ছবি তুলতে হবে।
২. পাওয়ার ব্যাংকের ওপর স্থায়ী মার্কার দিয়ে লিখতে হবে: ‘Recall’ এবং জমাদানের তারিখ।
৩. আরেকটি ছবি তুলতে হবে যেখানে মডেল নম্বর ও সিরিয়াল নম্বর স্পষ্ট দেখা যায়।
এরপর অ্যাংকারের ওয়েবসাইটে গিয়ে ছবি, তথ্যসহ দাবি দাখিল করতে হবে।
যদি পাওয়ার ব্যাংকটি ফেরত দেওয়ার যোগ্য হয়, তবে তা সাধারণ ময়লায় ফেলা যাবে না। কারণ, এতে আগুন লাগার ঝুঁকি থাকে। এটি লিথিয়াম-আয়ন ব্যাটারি গ্রহণ করে এমন একটি বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে জমা দিতে হবে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথরিটি
চীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
২ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
৬ ঘণ্টা আগেবর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করেন এই প্ল্যাটফর্মে। ভিডিও নির্মাতারা (ইউটিউবাররা) প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁদের কনটেন্টের কার্যকারিতা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। এসব তথ্য ইউটিউবের ভিউ বাড়াতে
৭ ঘণ্টা আগে