রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের পটভূমিতে নির্মিত দুটি অনলাইন গেমস সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে জনপ্রিয় অনলাইন ভিডিও গেম প্ল্যাটফর্ম রোব্লক্স। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ওয়ার অন লারকিভ’ এবং ‘ব্যাটল ফর ইউক্রেন’—নামের দুইটি মডেল গেম সরিয়ে নিয়েছে। গেমস দুটিতে যেকোনো গেমার ইউক্রেন কিংবা রাশিয়ার হয়ে প্রতিপক্ষকে হত্যা করতে পারে।
‘ওয়ার অন লারকিভ’ গেমটি ইউক্রেনের খারকিভ শহরের পটভূমিতে তৈরি। যুদ্ধ শুরুর পর যেখানে চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার নির্বিচার গোলাবর্ষণে শত শত লোক মারা যায়। অপর গেম ‘ব্যাটল ফর ইউক্রেন’ ইউক্রেনের মারিউপোল শহরের পটভূমিতে নির্মিত।
রোব্লক্স জানিয়েছে, দুইটি গেমই তাদের কমিউনিটি মানদণ্ড লঙ্ঘন করেছে এবং এই বিষয়ে বিবিসির সঙ্গে যোগাযোগ করার চার ঘণ্টার মধ্যে গেম দুইটি সরিয়ে নেওয়া হয়। এ বিষয়ে রোব্লক্সের এক মুখপাত্র বলেছেন, ‘আমাদের কমিউনিটি মানদণ্ড পর্যালোচনায় নিয়োজিত দল এই বিষয়টি নিয়ে কাজ করছে। আর আমাদের পরীক্ষক দল গেম দুটি মূল্যায়ন করার পর তা সার্ভার থেকে সরিয়ে নেওয়া হয়েছে।’
এর আগে, বিবিসি গেমগুলো পর্যবেক্ষণ করে দেখতে পায়, এগুলোতে ১০ থেকে ৪০ জন লোকের নিরবচ্ছিন্ন প্লেয়ার বেজ ছিল এবং গেমারদের অনেকেই গেমটিতে ইংরেজি, ইউক্রেনীয় এবং রাশিয়ান ভাষায় গেমের চ্যাটিং সিস্টেম ব্যবহার করেছে।
গেমস দুটোকে নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকেই। তাদের মধ্য একজন ইউক্রেনের গেম নির্মাতা গ্রীশা বলশাকভ বলেন, ‘এমন স্পর্শকাতর বিষয়ে নিয়ে তৈরি ভিডিও গেম যতই মানুষের আগ্রহ তৈরি করুক না কেন আমি রাশিয়া–ইউক্রেনের মধ্যকার এই ঘটনাকে কখন মানুষের বিনোদনের খোরাক হিসেবে উপস্থাপন করব না।’ উল্লেখ্য, গ্রীশা বলশাকভ ইউক্রেনের একজন নাগরিক যিনি তাঁর নিজ আবাস খারকিভের যুদ্ধাবস্থা থেকে পালিয়ে বর্তমানে লন্ডনে বসবাস করছেন।
গ্রীশা আরও জানান, এই গেম দুটিও গেমারদের নৈতিক কোনো শিক্ষা দিচ্ছে না বরং বিশ্বে ঘটে যাওয়া একটি অরাজকতা নিয়ে মজা করছে।
তবে রোব্লক্সের বিতর্কিত গেমের খবর মোটেও নতুন নয়। এর আগেও মধ্যপ্রাচ্যে চলমান দ্বন্দ্ব নিয়ে গেম তৈরি করার নজির রয়েছে তাদের। অন্যান্য ভিডিও গেম ডেভেলপার রাশিয়ার সঙ্গে সকল প্রকার বাণিজ্য বন্ধ রাখলেও রোব্লক্স তার বিপরীতে গিয়ে এখনো রাশিয়ার সঙ্গে বাণিজ্য সচল রেখেছে। সম্প্রতি এক সম্মেলনে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে রোব্লক্সের প্রধান কার্যনির্বাহী ডেভ বাসজুকি বলেছেন, ‘রাশিয়াতে আমরা বিশ লাখেরও বেশি রোব্লক্স গেমার শনাক্ত করেছি।’
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের পটভূমিতে নির্মিত দুটি অনলাইন গেমস সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে জনপ্রিয় অনলাইন ভিডিও গেম প্ল্যাটফর্ম রোব্লক্স। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ওয়ার অন লারকিভ’ এবং ‘ব্যাটল ফর ইউক্রেন’—নামের দুইটি মডেল গেম সরিয়ে নিয়েছে। গেমস দুটিতে যেকোনো গেমার ইউক্রেন কিংবা রাশিয়ার হয়ে প্রতিপক্ষকে হত্যা করতে পারে।
‘ওয়ার অন লারকিভ’ গেমটি ইউক্রেনের খারকিভ শহরের পটভূমিতে তৈরি। যুদ্ধ শুরুর পর যেখানে চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার নির্বিচার গোলাবর্ষণে শত শত লোক মারা যায়। অপর গেম ‘ব্যাটল ফর ইউক্রেন’ ইউক্রেনের মারিউপোল শহরের পটভূমিতে নির্মিত।
রোব্লক্স জানিয়েছে, দুইটি গেমই তাদের কমিউনিটি মানদণ্ড লঙ্ঘন করেছে এবং এই বিষয়ে বিবিসির সঙ্গে যোগাযোগ করার চার ঘণ্টার মধ্যে গেম দুইটি সরিয়ে নেওয়া হয়। এ বিষয়ে রোব্লক্সের এক মুখপাত্র বলেছেন, ‘আমাদের কমিউনিটি মানদণ্ড পর্যালোচনায় নিয়োজিত দল এই বিষয়টি নিয়ে কাজ করছে। আর আমাদের পরীক্ষক দল গেম দুটি মূল্যায়ন করার পর তা সার্ভার থেকে সরিয়ে নেওয়া হয়েছে।’
এর আগে, বিবিসি গেমগুলো পর্যবেক্ষণ করে দেখতে পায়, এগুলোতে ১০ থেকে ৪০ জন লোকের নিরবচ্ছিন্ন প্লেয়ার বেজ ছিল এবং গেমারদের অনেকেই গেমটিতে ইংরেজি, ইউক্রেনীয় এবং রাশিয়ান ভাষায় গেমের চ্যাটিং সিস্টেম ব্যবহার করেছে।
গেমস দুটোকে নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকেই। তাদের মধ্য একজন ইউক্রেনের গেম নির্মাতা গ্রীশা বলশাকভ বলেন, ‘এমন স্পর্শকাতর বিষয়ে নিয়ে তৈরি ভিডিও গেম যতই মানুষের আগ্রহ তৈরি করুক না কেন আমি রাশিয়া–ইউক্রেনের মধ্যকার এই ঘটনাকে কখন মানুষের বিনোদনের খোরাক হিসেবে উপস্থাপন করব না।’ উল্লেখ্য, গ্রীশা বলশাকভ ইউক্রেনের একজন নাগরিক যিনি তাঁর নিজ আবাস খারকিভের যুদ্ধাবস্থা থেকে পালিয়ে বর্তমানে লন্ডনে বসবাস করছেন।
গ্রীশা আরও জানান, এই গেম দুটিও গেমারদের নৈতিক কোনো শিক্ষা দিচ্ছে না বরং বিশ্বে ঘটে যাওয়া একটি অরাজকতা নিয়ে মজা করছে।
তবে রোব্লক্সের বিতর্কিত গেমের খবর মোটেও নতুন নয়। এর আগেও মধ্যপ্রাচ্যে চলমান দ্বন্দ্ব নিয়ে গেম তৈরি করার নজির রয়েছে তাদের। অন্যান্য ভিডিও গেম ডেভেলপার রাশিয়ার সঙ্গে সকল প্রকার বাণিজ্য বন্ধ রাখলেও রোব্লক্স তার বিপরীতে গিয়ে এখনো রাশিয়ার সঙ্গে বাণিজ্য সচল রেখেছে। সম্প্রতি এক সম্মেলনে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে রোব্লক্সের প্রধান কার্যনির্বাহী ডেভ বাসজুকি বলেছেন, ‘রাশিয়াতে আমরা বিশ লাখেরও বেশি রোব্লক্স গেমার শনাক্ত করেছি।’
একসময় ভিডিও কনটেন্টের ক্ষেত্রে ছিল ইউটিউবের রাজত্ব সীমাবদ্ধ। তবে মাত্র কয়েক সেকেন্ডের ছোট দৈর্ঘ্যের ভিডিও দিয়ে এ রাজত্বে ভাগ বসিয়েছে টিকটক। সারা বিশ্বে কয়েক শ মিলিয়ন ব্যবহারকারীর এ প্ল্যাটফর্ম কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং এটি হয়ে উঠেছে ব্র্যান্ড, কনটেন্ট ক্রিয়েটর
৩ ঘণ্টা আগেসরকারি সেবার একক পোর্টাল মাইগভ-এ গত ১০ মাসে বিদেশগামী অথবা বিদেশে অবস্থানকারী শিক্ষার্থী, পেশাজীবীসহ বিভিন্ন ব্যক্তির নানা ধরনের ১০ লাখ ই-অ্যাপোস্টিল সত্যায়ন হয়েছে। গতকাল বুধবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) প্রকল্প অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
১৮ ঘণ্টা আগেআগামী মাস থেকে রাশিয়ার সব মোবাইল ফোন ও ট্যাবলেটে ‘ম্যাক্স’ নামের একটি রাষ্ট্র-সমর্থিত মেসেজিং অ্যাপ বাধ্যতামূলকভাবে প্রি-ইনস্টল করা থাকবে। ইন্টারনেট নিয়ন্ত্রণ বাড়ানোর লক্ষ্যে আজ বৃহস্পতিবার এ ঘোষণা দেয় দেশটির সরকার।
১৯ ঘণ্টা আগেইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) স্টার্টআপ এক্সএআই আবারও বিতর্কের মুখে পড়েছে। কারণ, ব্যবহারকারীদের অজান্তে কোম্পানিটির তৈরি গ্রোক চ্যাটবটের লাখ লাখ চ্যাট গুগলে ফাঁস হয়ে গেছে। সম্প্রতি এক প্রতিবেদনে ‘ফোর্বস’ জানায়, গ্রোক ব্যবহারকারীরা যখন ‘শেয়ার’ বোতামে ক্লিক করেন, তখন তাঁদের চ্যাটগুলো
২০ ঘণ্টা আগে