Ajker Patrika

পডকাস্ট ও কনটেন্ট মনিটাইজেশন করুন এআইয়ের সঙ্গে

পল্লব শাহরিয়ার
পডকাস্ট ও কনটেন্ট মনিটাইজেশন করুন এআইয়ের সঙ্গে

বর্তমানে ডিজিটাল কনটেন্ট ইন্ডাস্ট্রি বিশাল আকার ধারণ করেছে। ইউটিউব, পডকাস্ট, ব্লগ, টিকটক কিংবা ইনস্টাগ্রাম—সব জায়গায় কনটেন্টের চাহিদা বেড়ে চলেছে। কিন্তু সমস্যা হলো, সবাই নিয়মিত মানসম্মত কনটেন্ট তৈরি করতে পারে না। এখানেই এআই আসছে গেম চেঞ্জার হিসেবে। তা এমন পর্যায়ে পৌঁছেছে যে এটি দিয়ে অডিও রেকর্ডিং, ভয়েস ওভার, স্ক্রিপ্ট লেখা, ভিডিও এডিটিং, এমনকি মনিটাইজেশন প্ল্যান পর্যন্ত করা সম্ভব। বিশেষ করে পডকাস্টিং এমন এক ক্ষেত্র, যেখানে এআই নতুনদের জন্য দরজা খুলে দিয়েছে।

পডকাস্ট কী

পডকাস্ট মূলত অডিও শো বা কথোপকথন, যেখানে নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। এটি অনেকটা অনলাইন রেডিওর মতো। তবে এগুলো মানুষ নিজের সুবিধামতো সময় শুনতে পারে।

কেন এআই দিয়ে শুরু করবেন

  • নিজের কণ্ঠ ব্যবহার না করেও প্রফেশনাল ভয়েস তৈরি করা যায়।
  • এআই দিয়ে সহজে টপিক আইডিয়া ও স্ক্রিপ্ট তৈরি করা যায়।
  • রেকর্ডিংয়ের পর ব্যাকগ্রাউন্ড নয়েজ বা ভুল কাটতে এআই সাহায্য করে।
  • এডিটিং, ট্রান্সক্রিপ্ট, এমনকি শিরোনাম ও বর্ণনা পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যায়।

এআইয়ের যে টুলস দরকার হবে

নতুন করে শুরু করার জন্য অনেক টুল আছে। তবে জনপ্রিয় কিছু হলো—

  • স্ক্রিপ্ট রাইটিং: চ্যাটজিপিটি, জ্যাস্পার, কপি.এআই
  • ভয়েস জেনারেটর: এলেভেনল্যাবস, মুর্ফ, প্লে.এইচটি
  • এডিটিং টুলস: ডিসক্রিপ্ট, এডবি পডকাস্ট এনহেন্স, অউফনিক
  • ট্রান্সক্রিপশন: অটার.এআই, সনিক্স
  • পাবলিশিং প্ল্যাটফর্ম: স্পটিফাই ফর পডকাস্টারস, বাজস্প্রাউট, অ্যাঙ্কর, স্পটিফাই পডকাস্ট স্টুডিও

শুরুর ধাপ: শূন্য থেকে এআই পডকাস্ট

ধাপ ১: বিষয় নির্বাচন

প্রথমেই ঠিক করুন, আপনি কী নিয়ে কথা বলবেন। বিষয় এমন হওয়া উচিত, যেটিতে আপনার আগ্রহ আছে। যেমন: টেকনোলজি, ক্যারিয়ার গাইডলাইন, স্বাস্থ্য ও ফিটনেস, গল্প বা ইতিহাস।

ধাপ ২: স্ক্রিপ্ট তৈরি

এআই টুল, যেমন চ্যাটজিপিটি দিয়ে আপনার পছন্দের টপিকের ওপর একটি স্ক্রিপ্ট তৈরি করে নিতে পারেন। উদাহরণ হিসেবে এ রকম প্রম্পট দিতে পারেন, ‘আমার জন্য ১০ মিনিটের পডকাস্ট স্ক্রিপ্ট তৈরি করো, যেখানে চাকরি খোঁজার টিপস থাকবে।’

ধাপ ৩: ভয়েস রেকর্ডিং

নিজের কণ্ঠ ব্যবহার করতে না চাইলে এলেভেনল্যাবস বা মুর্ফ দিয়ে প্রফেশনাল ভয়েস তৈরি করা যাবে।

ধাপ ৪: এডিটিং

ডিসক্রিপ্ট ব্যবহার করে আপনি অডিও কেটে-ছেঁটে সাজিয়ে নিতে পারবেন। এর বিশেষত্ব হলো, অডিওকে টেক্সট আকারে দেখায়, ফলে ভুল অংশ সহজে মুছে ফেলা যায়।

ধাপ ৫: পাবলিশিং

স্পটিফাই ফর পডকাস্টারস বা বাজস্প্রাউটে আপলোড করুন। স্বয়ংক্রিয়ভাবে অ্যাপল পডকাস্ট ও গুগল পডকাস্টস প্ল্যাটফর্মে পৌঁছে যাবে।

নতুনের জন্য রোডম্যাপ

  • প্রথম মাস: টপিক নির্বাচন, এআই দিয়ে স্ক্রিপ্ট ও ভয়েস তৈরি, ২ থেকে ৩ এপিসোড আপলোড।
  • দ্বিতীয় মাস: এডিটিং কোয়ালিটি উন্নয়ন, সামাজিক মাধ্যমে প্রচার।
  • তৃতীয় মাস: দর্শক ও শ্রোতার সংখ্যা বাড়লে স্পনসরশিপ বা অ্যাফিলিয়েট লিঙ্ক যুক্ত করা।
  • ছয় মাসের মধ্যে: সাবস্ক্রিপশন চালু, বিজ্ঞাপন থেকে আয় শুরু।

সফলতার জন্য টিপস

  • নিয়মিত কনটেন্ট দিন (সপ্তাহে অন্তত ১টি এপিসোড)।
  • সোশ্যাল মিডিয়া প্রমোশন করা।
  • শ্রোতাদের ফিডব্যাক নিয়ে উন্নতি।
  • টপিক অনুযায়ী বিশেষজ্ঞ অতিথি আমন্ত্রণ করা।
  • এসইও অনুযায়ী শিরোনাম ও বর্ণনা লেখা।

সম্ভাব্য চ্যালেঞ্জ

  • প্রথম দিকে কম শ্রোতা পাওয়া। এ বিষয়ে ধৈর্য রাখতে হবে।
  • টুলসের খরচ। শুরুতে ফ্রি ভার্সন ব্যবহার করা যায়।
  • প্রতিযোগিতা বেশি। নিজস্ব স্টাইল গড়ে তুলতে হবে।

এআই এখন শুধু বড় প্রতিষ্ঠানগুলোর হাতিয়ার নয়, একজন নতুন উদ্যোক্তা বা শিক্ষার্থী চাইলে এর মাধ্যমে নিজস্ব পডকাস্ট ও কনটেন্ট বিজনেস শুরু করতে পারে। সঠিক টুল ব্যবহার করে স্ক্রিপ্ট লেখা থেকে ভয়েস ওভার, এডিটিং থেকে মনিটাইজেশন—সবকিছু এখন সহজ ও দ্রুত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ভবদহের দুঃখ ঘোচাতে আসছে সেনাবাহিনী, খনন করবে ৫ নদ-নদীর ৮১.৫ কিমি

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

তাহসান তো জিহাদিদের মতোই কথা বললেন: তসলিমা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত