ফিচার ডেস্ক
ফেব্রুয়ারি থেকে অ্যাপলকে ক্লাউড সার্ভিস থাকা সব ব্যবহারকারীর তথ্য অ্যাকসেস করার জন্য বাধ্য করছে যুক্তরাজ্য সরকার। প্রতিষ্ঠানটির গ্রাহকদের ব্যক্তিগত তথ্য প্রয়োজন হলে দেখতে পারবে এমন সুবিধা চাইছে দেশটির কর্তৃপক্ষ। যুক্তরাজ্য এই আদেশ বাস্তবায়ন করলে অ্যাপলকে তার নিরাপত্তাব্যবস্থা দুর্বল করাসহ ইউরোপে তার কার্যক্রম বন্ধ করতে হবে। এমন আদেশের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়েছে বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল।
বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, অ্যাপল এই আদেশ বাতিল করার জন্য তদন্তকারী ট্রাইব্যুনালে আবেদন করেছে। ট্রাইব্যুনালটি একটি স্বাধীন আদালত এবং নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করতে পারে। এটি অ্যাপল এবং যুক্তরাজ্য সরকারের মধ্যে এক নতুন বিরোধের সূচনা।
জানুয়ারি মাসে যুক্তরাজ্যের হোম অফিস জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজন হলে অ্যাপলকে তার ব্যবহারকারীদের এনক্রিপ্ট করা ডেটা শেয়ার করতে একটি গোপন আদেশ দেয়। অ্যাপল শক্তিশালী নিরাপত্তা প্রযুক্তি অ্যাডভান্সড ডেটা প্রোটেকশন (এডিপি) ব্যবহার করে। এই প্রযুক্তির মধ্য দিয়ে সুরক্ষিত থাকে গ্রাহকের ডেটা। এটি অ্যাপল দেখতে বা শেয়ার করতে পারে না। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা কখনো নিরাপত্তার বিষয়ে আপস করবে না।
যুক্তরাজ্যের এই আদেশ যুক্তরাষ্ট্রেও বিরক্তিকর অবস্থা তৈরি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আদেশকে চীনের মতো আচরণ হিসেবে বর্ণনা করেছেন। মার্কিন গুপ্তচর সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ডও জানিয়েছেন, তিনি এ বিষয়ে কিছু জানতেন না। এটি যুক্তরাষ্ট্রের নাগরিকদের গোপনীয়তা লঙ্ঘন করছে।
অ্যাপলের আইনগত পদক্ষেপ প্রথম ‘ফাইন্যান্সিয়াল টাইমস’ পত্রিকায় প্রকাশিত হয়। তবে এর পুরোপুরি তথ্য জনসমক্ষে আসবে কি না, তা নিশ্চিত নয়।
অন্যদিকে, যুক্তরাজ্য এমন আদেশের বিষয়টি অস্বীকার করেছে। তবে তাদের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাজ্য তার নাগরিকদের সর্বোচ্চ অপরাধের হাত থেকে রক্ষা করার পাশাপাশি তাদের গোপনীয়তা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশটির এ মন্তব্যে অ্যাপল এখনো কোনো মন্তব্য করেনি।
এ ঘটনা শুধু প্রযুক্তিপ্রতিষ্ঠান এবং সরকারের মধ্যে বিরোধ নয়; বরং এটি বিশ্বব্যাপী তথ্য গোপনীয়তা ও নাগরিকদের অধিকার রক্ষার প্রশ্নেও একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইউরোপীয় দেশগুলোর সরকার দীর্ঘদিন ধরে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের ব্যতিক্রম কিছু চাইছে। কিন্তু প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাতে সম্মত হয়নি।
সূত্র: বিবিসি
ফেব্রুয়ারি থেকে অ্যাপলকে ক্লাউড সার্ভিস থাকা সব ব্যবহারকারীর তথ্য অ্যাকসেস করার জন্য বাধ্য করছে যুক্তরাজ্য সরকার। প্রতিষ্ঠানটির গ্রাহকদের ব্যক্তিগত তথ্য প্রয়োজন হলে দেখতে পারবে এমন সুবিধা চাইছে দেশটির কর্তৃপক্ষ। যুক্তরাজ্য এই আদেশ বাস্তবায়ন করলে অ্যাপলকে তার নিরাপত্তাব্যবস্থা দুর্বল করাসহ ইউরোপে তার কার্যক্রম বন্ধ করতে হবে। এমন আদেশের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়েছে বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল।
বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, অ্যাপল এই আদেশ বাতিল করার জন্য তদন্তকারী ট্রাইব্যুনালে আবেদন করেছে। ট্রাইব্যুনালটি একটি স্বাধীন আদালত এবং নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করতে পারে। এটি অ্যাপল এবং যুক্তরাজ্য সরকারের মধ্যে এক নতুন বিরোধের সূচনা।
জানুয়ারি মাসে যুক্তরাজ্যের হোম অফিস জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজন হলে অ্যাপলকে তার ব্যবহারকারীদের এনক্রিপ্ট করা ডেটা শেয়ার করতে একটি গোপন আদেশ দেয়। অ্যাপল শক্তিশালী নিরাপত্তা প্রযুক্তি অ্যাডভান্সড ডেটা প্রোটেকশন (এডিপি) ব্যবহার করে। এই প্রযুক্তির মধ্য দিয়ে সুরক্ষিত থাকে গ্রাহকের ডেটা। এটি অ্যাপল দেখতে বা শেয়ার করতে পারে না। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা কখনো নিরাপত্তার বিষয়ে আপস করবে না।
যুক্তরাজ্যের এই আদেশ যুক্তরাষ্ট্রেও বিরক্তিকর অবস্থা তৈরি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আদেশকে চীনের মতো আচরণ হিসেবে বর্ণনা করেছেন। মার্কিন গুপ্তচর সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ডও জানিয়েছেন, তিনি এ বিষয়ে কিছু জানতেন না। এটি যুক্তরাষ্ট্রের নাগরিকদের গোপনীয়তা লঙ্ঘন করছে।
অ্যাপলের আইনগত পদক্ষেপ প্রথম ‘ফাইন্যান্সিয়াল টাইমস’ পত্রিকায় প্রকাশিত হয়। তবে এর পুরোপুরি তথ্য জনসমক্ষে আসবে কি না, তা নিশ্চিত নয়।
অন্যদিকে, যুক্তরাজ্য এমন আদেশের বিষয়টি অস্বীকার করেছে। তবে তাদের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাজ্য তার নাগরিকদের সর্বোচ্চ অপরাধের হাত থেকে রক্ষা করার পাশাপাশি তাদের গোপনীয়তা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশটির এ মন্তব্যে অ্যাপল এখনো কোনো মন্তব্য করেনি।
এ ঘটনা শুধু প্রযুক্তিপ্রতিষ্ঠান এবং সরকারের মধ্যে বিরোধ নয়; বরং এটি বিশ্বব্যাপী তথ্য গোপনীয়তা ও নাগরিকদের অধিকার রক্ষার প্রশ্নেও একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইউরোপীয় দেশগুলোর সরকার দীর্ঘদিন ধরে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের ব্যতিক্রম কিছু চাইছে। কিন্তু প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাতে সম্মত হয়নি।
সূত্র: বিবিসি
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৯ ঘণ্টা আগে