অনলাইন ডেস্ক
মাত্র ১৮ সেকেন্ডে পুরোপুরি চার্জ হয় এমন ক্ষমতাসম্পন্ন এক বৈদ্যুতিক গাড়ির (ইভি) ব্যাটারি বাণিজ্যিক উৎপাদনের সবুজ সংকেত পেল ব্রিটিশ কোম্পানি আরএমএল গ্রুপ। ‘ভারইভোল্ট’ নামে পরিচিত এই অত্যাধুনিক ব্যাটারি জুনের ২ তারিখে যুক্তরাজ্যের সরকারিভাবে ‘কনফরমিটি অব প্রোডাকশন’ সনদ লাভ করে। এই সরকারি অনুমোদনের ফলে প্রতিষ্ঠানটি এখন বড় পরিসরে ব্যাটারিটি উৎপাদন করতে পারবে এবং বিভিন্ন ইভি নির্মাতা কোম্পানির কাছে সরবরাহ করতে পারবে।
আরএমএলের পাওয়ারট্রেইন বিভাগের প্রধান জেমস আর্কেল এক বিবৃতিতে বলেন, ‘এই সনদ প্রমাণ করে, আমরা প্রোটোটাইপ এবং সীমিত উৎপাদন থেকে বেরিয়ে এসে বড় আকারে উৎপাদনের জন্য প্রস্তুত।’
ভ্যারইভল্ট ব্যাটারিটি উচ্চ ক্ষমতাসম্পন্ন। এটি প্রতি কেজিতে ৬ কিলোওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারে। আরএমএল বোর্ড সদস্য মাইকেল ম্যালক বলেন, ‘এই ব্যাটারি প্রচণ্ড দ্রুততার সঙ্গে এর সমস্ত শক্তি সরবরাহ করতে পারে।
এই ব্যাটারির ‘সি রেটিং’ ২০০—মানে এটি মাত্র ১৮ সেকেন্ডেই পুরোপুরি চার্জ কিংবা ডিসচার্জ হতে পারে। তুলনামূলকভাবে, বৈদ্যুতিক গাড়ি পোরশে টাইকানের ব্যাটারির ‘সি রেটিং’ ৪ থেকে ৫-এর মধ্য, যার ফলে চার্জ বা ডিসচার্জ হতে সময় লাগে ১২ থেকে ১৫ মিনিট।
আরএমএল গ্রুপের সিইও পল ডিকিনসন জানান, ব্যাটারিটির মডুলার ডিজাইন থাকায় এটি বিভিন্ন ধরনের গাড়ির জন্য কাস্টমাইজ করা সম্ভব।
বর্তমানে কিছু ক্ষুদ্র পরিসরের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভ্যারইভল্ট ব্যাটারি ব্যবহার করছে। এর মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রের ‘সিঙ্গার ২১ সি’ হাইব্রিড হাইপার কার। গাড়িটি চলে ইঞ্জিনের পেট্রোল জ্বালানির পাশাপাশি এই ব্যাটারিতে সংরক্ষিত বিদ্যুৎ দিয়ে।
বর্তমানে আরএমএল গ্রুপ সীমিত পরিমাণে ব্যাটারিটি তৈরি করছে। তবে ভবিষ্যতে এটি বড় পরিসরে উৎপাদন হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। শুধু বিলাসবহুল হাইপার কারের জন্যই নয়, সাধারণ ইভিতেও ব্যবহারোপযোগী করার পরিকল্পনা রয়েছে তাদের।
আরএমএল গ্রুপ পুরোনো মডেলের হাইপার কার—যেমন: লাফারারি বা ম্যাকল্যারেন পি১-এর ব্যাটারি আপগ্রেড করার একটি কিট তৈরির কাজও করছে।
ম্যালক বলেন, ‘এই গাড়িগুলোর জন্য আমরা একটি রিপ্লেসমেন্ট প্যাক দিতে পারি, যা রেঞ্জ অনেক বাড়িয়ে দেবে। গাড়ির অন্যান্য হার্ডওয়্যার যদি সমর্থন করে, তাহলে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাও আট গুণ বাড়ানো যাবে।’
তথ্যসূত্র: লাইভ সায়েন্স
মাত্র ১৮ সেকেন্ডে পুরোপুরি চার্জ হয় এমন ক্ষমতাসম্পন্ন এক বৈদ্যুতিক গাড়ির (ইভি) ব্যাটারি বাণিজ্যিক উৎপাদনের সবুজ সংকেত পেল ব্রিটিশ কোম্পানি আরএমএল গ্রুপ। ‘ভারইভোল্ট’ নামে পরিচিত এই অত্যাধুনিক ব্যাটারি জুনের ২ তারিখে যুক্তরাজ্যের সরকারিভাবে ‘কনফরমিটি অব প্রোডাকশন’ সনদ লাভ করে। এই সরকারি অনুমোদনের ফলে প্রতিষ্ঠানটি এখন বড় পরিসরে ব্যাটারিটি উৎপাদন করতে পারবে এবং বিভিন্ন ইভি নির্মাতা কোম্পানির কাছে সরবরাহ করতে পারবে।
আরএমএলের পাওয়ারট্রেইন বিভাগের প্রধান জেমস আর্কেল এক বিবৃতিতে বলেন, ‘এই সনদ প্রমাণ করে, আমরা প্রোটোটাইপ এবং সীমিত উৎপাদন থেকে বেরিয়ে এসে বড় আকারে উৎপাদনের জন্য প্রস্তুত।’
ভ্যারইভল্ট ব্যাটারিটি উচ্চ ক্ষমতাসম্পন্ন। এটি প্রতি কেজিতে ৬ কিলোওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারে। আরএমএল বোর্ড সদস্য মাইকেল ম্যালক বলেন, ‘এই ব্যাটারি প্রচণ্ড দ্রুততার সঙ্গে এর সমস্ত শক্তি সরবরাহ করতে পারে।
এই ব্যাটারির ‘সি রেটিং’ ২০০—মানে এটি মাত্র ১৮ সেকেন্ডেই পুরোপুরি চার্জ কিংবা ডিসচার্জ হতে পারে। তুলনামূলকভাবে, বৈদ্যুতিক গাড়ি পোরশে টাইকানের ব্যাটারির ‘সি রেটিং’ ৪ থেকে ৫-এর মধ্য, যার ফলে চার্জ বা ডিসচার্জ হতে সময় লাগে ১২ থেকে ১৫ মিনিট।
আরএমএল গ্রুপের সিইও পল ডিকিনসন জানান, ব্যাটারিটির মডুলার ডিজাইন থাকায় এটি বিভিন্ন ধরনের গাড়ির জন্য কাস্টমাইজ করা সম্ভব।
বর্তমানে কিছু ক্ষুদ্র পরিসরের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভ্যারইভল্ট ব্যাটারি ব্যবহার করছে। এর মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রের ‘সিঙ্গার ২১ সি’ হাইব্রিড হাইপার কার। গাড়িটি চলে ইঞ্জিনের পেট্রোল জ্বালানির পাশাপাশি এই ব্যাটারিতে সংরক্ষিত বিদ্যুৎ দিয়ে।
বর্তমানে আরএমএল গ্রুপ সীমিত পরিমাণে ব্যাটারিটি তৈরি করছে। তবে ভবিষ্যতে এটি বড় পরিসরে উৎপাদন হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। শুধু বিলাসবহুল হাইপার কারের জন্যই নয়, সাধারণ ইভিতেও ব্যবহারোপযোগী করার পরিকল্পনা রয়েছে তাদের।
আরএমএল গ্রুপ পুরোনো মডেলের হাইপার কার—যেমন: লাফারারি বা ম্যাকল্যারেন পি১-এর ব্যাটারি আপগ্রেড করার একটি কিট তৈরির কাজও করছে।
ম্যালক বলেন, ‘এই গাড়িগুলোর জন্য আমরা একটি রিপ্লেসমেন্ট প্যাক দিতে পারি, যা রেঞ্জ অনেক বাড়িয়ে দেবে। গাড়ির অন্যান্য হার্ডওয়্যার যদি সমর্থন করে, তাহলে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাও আট গুণ বাড়ানো যাবে।’
তথ্যসূত্র: লাইভ সায়েন্স
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১০ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৪ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৭ ঘণ্টা আগে