প্রযুক্তি ডেস্ক
স্থগিত হওয়া বেশ কয়েকজন সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়েছেন মাইক্রো ব্লগিং সাইটটির মালিক ইলন মাস্ক। সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করার পর থেকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল টুইটারকে।
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৬ ডিসেম্বর মাস্ক তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে একটি জরিপ চালান। সেই জরিপে সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্ট তাৎক্ষণিক ফিরিয়ে দেওয়ার পক্ষে ভোট দেয় প্রায় ৫৯ শতাংশ টুইটার ব্যবহারকারী। ভোটে অংশগ্রহণ করে ৩৬ লাখের কিছু বেশি ব্যবহারকারী। অনলাইন জরিপ শেষে স্থানীয় শনিবার (১৭ ডিসেম্বর) মাস্ক এক টুইটে বলেন, ‘জনগণ তাদের মতামত জানিয়েছে। যারা আমার অবস্থানের তথ্য সংরক্ষণ ও অনলাইনে প্রকাশ করেছে তাদের অ্যাকাউন্ট থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।’
সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করার পর থেকেই বিশ্বের বিভিন্ন অংশের সরকারি কর্মকর্তা, আইনজীবী দল ও সাংবাদিক সংগঠনগুলোর কাছ থেকে তীব্র সমালোচনার মুখে পড়ে টুইটার। গত ১৬ নভেম্বর জাতিসংঘও টুইটারের সমালোচনা করে এমন পদক্ষেপের নিন্দা জানায়। জাতিসংঘের গ্লোবাল কমিউনিকেশনস সেক্রেটারি জেনারেল মেলিসা ফ্লেমিং বলেন, সাংবাদিকদের টুইটারে ‘যথেচ্ছভাবে’ স্থগিত করার খবরে তিনি খুবই বিরক্ত। তিনি বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা কোনো খেলনা নয়। মুক্ত গণমাধ্যম গণতান্ত্রিক সমাজের ভিত্তিপ্রস্তর এবং ক্ষতিকারক তথ্য বিভ্রান্তির বিরুদ্ধে লড়াইয়ের প্রধান হাতিয়ার।’
এর আগে, টুইটার প্রধান ইলন মাস্কের সমালোচনা করায় বেশ কয়েকজন সাংবাদিকের অ্যাকাউন্ট স্থগিত করে দেওয়া হয়। স্থগিত অ্যাকাউন্টগুলো দ্য নিউইয়র্ক টাইমস, সিএনএন ও ওয়াশিংটন পোস্টের প্রতিবেদকসহ আরও বেশ কয়েকজন সাংবাদিক রয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় তাঁরা দেখতে পান নিজেদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না।
স্থগিত হওয়া বেশ কয়েকজন সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়েছেন মাইক্রো ব্লগিং সাইটটির মালিক ইলন মাস্ক। সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করার পর থেকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল টুইটারকে।
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৬ ডিসেম্বর মাস্ক তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে একটি জরিপ চালান। সেই জরিপে সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্ট তাৎক্ষণিক ফিরিয়ে দেওয়ার পক্ষে ভোট দেয় প্রায় ৫৯ শতাংশ টুইটার ব্যবহারকারী। ভোটে অংশগ্রহণ করে ৩৬ লাখের কিছু বেশি ব্যবহারকারী। অনলাইন জরিপ শেষে স্থানীয় শনিবার (১৭ ডিসেম্বর) মাস্ক এক টুইটে বলেন, ‘জনগণ তাদের মতামত জানিয়েছে। যারা আমার অবস্থানের তথ্য সংরক্ষণ ও অনলাইনে প্রকাশ করেছে তাদের অ্যাকাউন্ট থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।’
সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করার পর থেকেই বিশ্বের বিভিন্ন অংশের সরকারি কর্মকর্তা, আইনজীবী দল ও সাংবাদিক সংগঠনগুলোর কাছ থেকে তীব্র সমালোচনার মুখে পড়ে টুইটার। গত ১৬ নভেম্বর জাতিসংঘও টুইটারের সমালোচনা করে এমন পদক্ষেপের নিন্দা জানায়। জাতিসংঘের গ্লোবাল কমিউনিকেশনস সেক্রেটারি জেনারেল মেলিসা ফ্লেমিং বলেন, সাংবাদিকদের টুইটারে ‘যথেচ্ছভাবে’ স্থগিত করার খবরে তিনি খুবই বিরক্ত। তিনি বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা কোনো খেলনা নয়। মুক্ত গণমাধ্যম গণতান্ত্রিক সমাজের ভিত্তিপ্রস্তর এবং ক্ষতিকারক তথ্য বিভ্রান্তির বিরুদ্ধে লড়াইয়ের প্রধান হাতিয়ার।’
এর আগে, টুইটার প্রধান ইলন মাস্কের সমালোচনা করায় বেশ কয়েকজন সাংবাদিকের অ্যাকাউন্ট স্থগিত করে দেওয়া হয়। স্থগিত অ্যাকাউন্টগুলো দ্য নিউইয়র্ক টাইমস, সিএনএন ও ওয়াশিংটন পোস্টের প্রতিবেদকসহ আরও বেশ কয়েকজন সাংবাদিক রয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় তাঁরা দেখতে পান নিজেদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না।
বিমান ভ্রমণের মূল উদ্দেশ্য দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছানো হলেও আধুনিক যুগে যাত্রা অভিজ্ঞতা আগের তুলনায় অনেক বেশি আরামদায়ক ও উপভোগ্য। এর পেছনে বড় ভূমিকা রাখছে—বিমানের ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট সিস্টেমের উন্নতি। মোবাইল বা ট্যাবলেটের ওপর নির্ভর না করেই যাত্রীরা এখন বিমানে বসেই সিনেমা, টিভি শো বা গান...
১ ঘণ্টা আগেআপনি যদি সম্প্রতি একটি দ্রুতগতির নতুন রাউটার কিনে থাকেন, তবে পুরনোটি ফেলে দেওয়ার আগে আরেকবার ভাবুন। কারণ, আপনার পুরনো রাউটারটিকেও নতুনভাবে ব্যবহার করার সুযোগ রয়েছে। বাসা বা অফিসের কিছু স্থানে ওয়াই-ফাই সংকেত দুর্বল হলে সেই পুরনো রাউটারটিকে ওয়াই-ফাই এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করা যেতে পারে।
২ ঘণ্টা আগেগুগল ম্যাপসে ‘গালফ অব মেক্সিকো’-এর নাম যুক্তরাষ্ট্রে ‘গালফ অব আমেরিকা’ হিসেবে দেখানোর কারণে গুগলের বিরুদ্ধে মামলা করেছে মেক্সিকো সরকার। দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইতিমধ্যেই মামলাটি দায়ের করা হয়েছে। তবে কোথায় এবং কবে এটি দাখিল করা হয়েছে...
৪ ঘণ্টা আগেবর্তমান তথ্যপ্রযুক্তির যুগে যোগাযোগের মাধ্যমগুলো যেমন সহজ হয়েছে, তেমনি নিরাপত্তা ও সুবিধার জন্য নতুন নতুন ফিচারও যুক্ত হয়েছে। এমন একটি গুরুত্বপূর্ণ ফিচার হলো মেসেঞ্জারের লাইভ লোকেশন শেয়ারিং। ফেসবুকের মেসেঞ্জার অ্যাপে সুবিধাটি ব্যবহারকারীদের নিজ অবস্থান সরাসরি বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে ভাগ করে
৫ ঘণ্টা আগে