আজকের পত্রিকা ডেস্ক
যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা নিয়ে জটিলতার মধ্যে অ্যাপের সম্ভাব্য ক্রেতা সম্পর্কে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ‘অত্যন্ত ধনী’ একদল মানুষ চীনা মালিকানাধীন সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক কিনতে রাজি হয়েছেন। এই সম্ভাব্য চুক্তির মধ্য দিয়ে অ্যাপটির ভবিষ্যৎ নিশ্চিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ট্রাম্প বলেন, ‘টিকটকের জন্য আমাদের একজন ক্রেতা রয়েছে। আমি মনে করি, এর জন্য চীনের অনুমোদন প্রয়োজন হবে এবং প্রেসিডেন্ট সি চিন পিং তা দেবেন বলেই মনে করি।’
তবে ক্রেতাদের নাম ও বিস্তারিত পরিচয় তিনি জানাননি, কেবল বলেছেন, দুই সপ্তাহের মধ্যে বিষয়টি জানানো হবে।
এর আগে ১৯ জুন ট্রাম্প একটি নির্বাহী আদেশে টিকটকের কার্যক্রম যুক্তরাষ্ট্রে আরও ৯০ দিন চালু রাখার নির্দেশ দেন, যাতে অ্যাপটির মালিকানা যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের হাতে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা যায়। এটি ছিল তৃতীয় দফায় সময় বাড়ানোর সিদ্ধান্ত।
চলতি বছরের ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রে বন্ধ হয়েছিল টিকটক। কারণ, আগের প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালের ২৪ এপ্রিল ‘প্রটেকটিং আমেরিকানস ফ্রম ফরেন অ্যাডভারসারি কনট্রোলড অ্যাপলিকেশন অ্যাক্ট’ নামের একটি বিলে সই করলে যুক্তরাষ্ট্রে হুমকির মুখে পড়ে টিকটক।
তবে বন্ধের ১২ ঘণ্টা পরেই আবার টিকটকে প্রবেশ করতে পেরেছিলেন মার্কিন নাগরিকেরা।
ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই এক নির্বাহী আদেশে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্রে টিকটকের মেয়াদ প্রথমে এপ্রিলের শুরুতে বাড়িয়েছিলেন তিনি, এরপর গত মাসে আবারও ১৯ জুন পর্যন্ত সময়সীমা বাড়িয়ে দেন।
টিকটকের মালিকানা চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের হাতে। যুক্তরাষ্ট্রে অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৭ কোটি। মার্কিন কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন, টিকটকের মাধ্যমে বিপুল ব্যবহারকারীর তথ্য, বিশেষ করে তাঁদের দেখার অভ্যাস ও ব্যক্তিগত তথ্য চীনা সরকার সংগ্রহ করতে পারে।
এ ছাড়া টিকটকের অ্যালগরিদম নিয়ে উদ্বেগ রয়েছে, যা চীনা কর্তৃপক্ষের হস্তক্ষেপে ব্যবহারকারীদের সামনে ইচ্ছেমতো কনটেন্ট তুলে ধরতে পারে এবং তা শনাক্ত করাও কঠিন হতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
এদিকে টিকটক ইতিমধ্যে মার্কিন সরকারের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছে।
তথ্যসূত্র: বিবিসিও নিউইয়র্ক পোস্ট
আরও খবর পড়ুন:
যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা নিয়ে জটিলতার মধ্যে অ্যাপের সম্ভাব্য ক্রেতা সম্পর্কে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ‘অত্যন্ত ধনী’ একদল মানুষ চীনা মালিকানাধীন সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক কিনতে রাজি হয়েছেন। এই সম্ভাব্য চুক্তির মধ্য দিয়ে অ্যাপটির ভবিষ্যৎ নিশ্চিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ট্রাম্প বলেন, ‘টিকটকের জন্য আমাদের একজন ক্রেতা রয়েছে। আমি মনে করি, এর জন্য চীনের অনুমোদন প্রয়োজন হবে এবং প্রেসিডেন্ট সি চিন পিং তা দেবেন বলেই মনে করি।’
তবে ক্রেতাদের নাম ও বিস্তারিত পরিচয় তিনি জানাননি, কেবল বলেছেন, দুই সপ্তাহের মধ্যে বিষয়টি জানানো হবে।
এর আগে ১৯ জুন ট্রাম্প একটি নির্বাহী আদেশে টিকটকের কার্যক্রম যুক্তরাষ্ট্রে আরও ৯০ দিন চালু রাখার নির্দেশ দেন, যাতে অ্যাপটির মালিকানা যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের হাতে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা যায়। এটি ছিল তৃতীয় দফায় সময় বাড়ানোর সিদ্ধান্ত।
চলতি বছরের ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রে বন্ধ হয়েছিল টিকটক। কারণ, আগের প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালের ২৪ এপ্রিল ‘প্রটেকটিং আমেরিকানস ফ্রম ফরেন অ্যাডভারসারি কনট্রোলড অ্যাপলিকেশন অ্যাক্ট’ নামের একটি বিলে সই করলে যুক্তরাষ্ট্রে হুমকির মুখে পড়ে টিকটক।
তবে বন্ধের ১২ ঘণ্টা পরেই আবার টিকটকে প্রবেশ করতে পেরেছিলেন মার্কিন নাগরিকেরা।
ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই এক নির্বাহী আদেশে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্রে টিকটকের মেয়াদ প্রথমে এপ্রিলের শুরুতে বাড়িয়েছিলেন তিনি, এরপর গত মাসে আবারও ১৯ জুন পর্যন্ত সময়সীমা বাড়িয়ে দেন।
টিকটকের মালিকানা চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের হাতে। যুক্তরাষ্ট্রে অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৭ কোটি। মার্কিন কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন, টিকটকের মাধ্যমে বিপুল ব্যবহারকারীর তথ্য, বিশেষ করে তাঁদের দেখার অভ্যাস ও ব্যক্তিগত তথ্য চীনা সরকার সংগ্রহ করতে পারে।
এ ছাড়া টিকটকের অ্যালগরিদম নিয়ে উদ্বেগ রয়েছে, যা চীনা কর্তৃপক্ষের হস্তক্ষেপে ব্যবহারকারীদের সামনে ইচ্ছেমতো কনটেন্ট তুলে ধরতে পারে এবং তা শনাক্ত করাও কঠিন হতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
এদিকে টিকটক ইতিমধ্যে মার্কিন সরকারের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছে।
তথ্যসূত্র: বিবিসিও নিউইয়র্ক পোস্ট
আরও খবর পড়ুন:
আগামী সেপ্টেম্বরে বাজারে আসছে অ্যাপলের আইফোন ১৭। তবে অ্যাপল অফিশিয়ালি তাদের আইফোন ১৭ বাজারে আনার আগেই এর কিছু নকল সংস্করণ ছড়িয়ে পড়েছে। অ্যান্ড্রয়েডে চলা এ ফোনগুলো দেখতে হুবহু অ্যাপলের ডিজাইনের মতো, যা ক্রেতাদের বিভ্রান্ত করছে।
৭ ঘণ্টা আগেআমাজন ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মা জ্যাকি বেজোস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল বৃহস্পতিবার মায়ামিতে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেজোস ফ্যামিলি ফাউন্ডেশনের ওয়েবসাইটে তাঁর মৃত্যুর খবরটি জানানো হয়েছে।
৯ ঘণ্টা আগেতিনি বলেন, ‘একদিন মজা করে কাজের বাইরে কথপোকথন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং ওই কথোপকথনের ওপর ভিত্তি করে চ্যাটবটটি নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করতে শুরু করে। এবং খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের কথপোকথন ব্যক্তিগত হতে শুরু করে। আমার আগ্রহ জন্মায় যে এটা কতদূর
১৪ ঘণ্টা আগেদর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
১৮ ঘণ্টা আগে