Ajker Patrika

টেক্সট থেকে গান বানিয়ে দেবে গুগলের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা 

প্রযুক্তি ডেস্ক
টেক্সট থেকে গান বানিয়ে দেবে গুগলের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা 

টেক্সট থেকে গান বানিয়ে দেবে গুগলের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা ‘মিউজিকএলএম’। এটি যেকোনো ঘরানার গান তৈরি করতে সক্ষম। ব্যবহারকারীকে শুধু লিখে দিতে হবে কোন ধরনের গান তিনি চাইছেন। মিউজিকএলএমের ডাটাবেইসে ২ লাখ ৮০ ঘণ্টার গান রয়েছে। এগুলোর মাধ্যমে প্রশিক্ষণ নিয়েই গান তৈরি করবে মিউজিকএলএম। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, সব ধাঁচের গান বানানোর পাশাপাশি বাদ্যযন্ত্রের শব্দ জুড়ে দেওয়ার কাজটিও করতে সক্ষম এই এআই। বিভিন্ন ধাঁচের গান তৈরি করতে পারলেও মিউজিকএলএমের কিছু সীমাবদ্ধতা রয়েছে। এই এআই এর কিছু গানের কম্পোজিশন বড়ই অদ্ভুত। এ ছাড়া, গান গুলিতে ব্যবহৃত কণ্ঠও স্পষ্ট শোনা যায় না। 

এখনই মিউজিকএলএম সর্বসাধারণের জন্য উন্মুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে গুগল কর্তৃপক্ষ। এই এআই প্রশিক্ষণে ব্যবহৃত গান গুলির অন্তত ১ শতাংশ গান নকল করে শোনাচ্ছে মিউজিকএলএম। ফলে কপিরাইট বিষয়ক জটিলতা এড়াতেই এ সিদ্ধান্ত নিয়েছে গুগল। 

এটিই প্রথম এআই মিউজিক জেনারেটর নয়। এর আগেও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে গান তৈরির প্রকল্প হাতে নিয়েছিল গুগল। তবে কারিগরি ত্রুটি ও প্রশিক্ষণের জন্য ডেটা সীমাবদ্ধ থাকায় আলোর মুখ দেখেনি প্রকল্পটি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়, শোকাহত আজকের পত্রিকা

‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে, অনেক বিষয় আমি জানি’

কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ-গুলি, নিহত ১

‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১

সনদ জালিয়াতি: ব্যাংকের চাকরি যাওয়া জাহাঙ্গীরের স্কুল সভাপতির পদও গেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত