দ্রুত কোম্পানির কার্যক্রম পরিচালনা করতে পারে চ্যাটজিপিটি। সাশ্রয়ী উপায়ে ও মানুষের বড় হস্তক্ষেপ ছাড়াই এটা করা যায়। এক গবেষণায় দেখা গেছে, নির্দেশনা পেয়ে সাত মিনিটের মধ্যে কল্পিত কোম্পানির সফটওয়ার তৈরি করেছে চ্যাটজিপিটি। এই প্রক্রিয়ায় ব্যয় হয়েছে এক ডলারেরও কম। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইনসাইডারের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
কোনো প্রশিক্ষণ ছাড়া চ্যাটজিপিটির সর্বাধুনিক ৩.৫ ভার্সন সফটওয়্যার তৈরির প্রক্রিয়া সম্পন্ন করতে পারে কিনা তা দেখতে পরীক্ষা-নিরীক্ষা চালান যুক্তরাষ্ট্রের ব্রাউন ও চীনের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।
গবেষণাপত্রে বলা হয়, এই পরীক্ষার জন্য প্রথমে ‘চ্যাটডেভ’ নামে কাল্পনিক সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি তৈরি করা হয়। এরপর ওয়াটারফল মডেলের (সফটওয়্যার তৈরি করার জন্য একটি অনুক্রমিক পদ্ধতি) ওপর ভিত্তি করে ডিজাইনিং, কোডিং, টেস্টিং ও ডকুমেন্টিং– এই চারটি ধাপে কোম্পানিকে বিভক্ত করা হয়।
এ পর্যায়ে এআই বটকে নির্দিষ্ট ভূমিকা পালনের জন্য ‘গুরুত্বপূর্ণ বিবরণ’সহ নির্দেশনা দেওয়া হয়। ‘নির্ধারিত কাজ ও ভূমিকা’, ‘যোগাযোগের প্রটোকল’, ‘কাজ শেষের মানদণ্ড’ ও ‘সীমাবদ্ধতা’ ইত্যাদি সব গুরুত্বপূর্ণ বিষয় বিবরণে অন্তর্ভুক্ত।
এআই বটকে বিভিন্ন পদ দেওয়ার পর প্রতিটি বট নিজ নিজ কাজে নিয়োজিত হয়। উদাহরণস্বরূপ- চ্যাটডেভের ‘নকশা’ করার স্তরে ‘সিইও’ ও ‘সিটিও’ আর ‘কোডিং’ করার স্তরে ‘প্রোগ্রামার’ ও ‘আর্ট ডিজাইনার’ কাজ করে।
মানুষের ন্যূনতম হস্তক্ষেপে প্রতিটি স্তরে এআই কর্মীরা নিজেদের সঙ্গে চ্যাট করে ও সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রক্রিয়ার নির্দিষ্ট অংশের কাজ সম্পন্ন করে। প্রোগ্রামিং ভাষা থেকে শুরু করে কোডের অভ্যন্তরীণ বাগ সনাক্তসহ সফটওয়্যার তৈরি পর্যন্ত সব সিদ্ধান্ত নেয় এই এআই বট।
গবেষকেরা বিভিন্ন প্রেক্ষাপটে সফটওয়্যার তৈরির পরীক্ষা করেন। প্রতিটি ধরনের সফটওয়্যার তৈরিতে কত সময় লাগে ও খরচ হয় তা বিশ্লেষণ করা হয়।
চ্যাটডেভকে বেসিক’ গোমোকু’ বোর্ড গেমের নকশা তৈরির নির্দেশনা দেয় গবেষকেরা। এতে দেখা যায়, চ্যাটডেভকে ৭০টি কাজ দেওয়ার পর প্রতিটি সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রক্রিয়া সারতে ৭ মিনিট লেগেছে এবং এক ডলারের চেয়ে কম খরচে কাজটি শেষ হয়েছে।
গবেষণাপত্রে বলা হয়, এআই চ্যাটবট দ্বারা উৎপাদিত সফটওয়্যার সিস্টেমগুলোর প্রায় ৮৮ দশমিক ৬৬ শতাংশ ‘ত্রুটিহীনভাবে কার্যকর’ হয়েছে।
গবেষকেরা বলছে, গবেষণায় প্রমাণিত হয় সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রক্রিয়ার ক্ষেত্রে চ্যাটডেভের দক্ষতা ও ব্যয় সাশ্রয়ের ক্ষমতা রয়েছে। চ্যাটজিপিটির মত এআই প্রযুক্তি নির্দিষ্ট কাজ সম্পাদন করতে সক্ষম বলে গবেষণার ফলাফলে প্রমাণ মিলে।
টুলটি গত বছরে নভেম্বরে আসার পর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা সময় বাঁচাতে ও উৎপাদন বৃদ্ধি করতে এই প্রযুক্তি ব্যবহার করছে। কোডারদের ব্যক্তিগত ও পেশাদার জীবনে সহায়তা করছে এআইভিত্তিক জেনারেটিভ এআই টুল।
চ্যাটজিপিটি ব্যবহার করে বাসা খোঁজার প্রোগ্রাম তৈরি করেছেন বার্লিনের ড্যানিয়াল ডিপহোল্ড নামের এক কোডার। সফটওয়্যার তৈরির জন্য অ্যামাজনের কর্মীরাও চ্যাটজিপিটি ব্যবহার করেন।
সফটওয়্যার তৈরির ক্ষেত্রে এই টুলের ‘ল্যাংগুয়েজ মডেলের’ ত্রুটিসহ নানা সীমাবদ্ধতা উঠে এসেছে এই গবেষণায়। তবে বাস্তব জীবনে এই টুল জুনিয়র প্রোগ্রামার ও ইঞ্জিনিয়ারদের কাজে আসবে বলে গবেষকেরা দাবি করছেন।
দ্রুত কোম্পানির কার্যক্রম পরিচালনা করতে পারে চ্যাটজিপিটি। সাশ্রয়ী উপায়ে ও মানুষের বড় হস্তক্ষেপ ছাড়াই এটা করা যায়। এক গবেষণায় দেখা গেছে, নির্দেশনা পেয়ে সাত মিনিটের মধ্যে কল্পিত কোম্পানির সফটওয়ার তৈরি করেছে চ্যাটজিপিটি। এই প্রক্রিয়ায় ব্যয় হয়েছে এক ডলারেরও কম। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইনসাইডারের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
কোনো প্রশিক্ষণ ছাড়া চ্যাটজিপিটির সর্বাধুনিক ৩.৫ ভার্সন সফটওয়্যার তৈরির প্রক্রিয়া সম্পন্ন করতে পারে কিনা তা দেখতে পরীক্ষা-নিরীক্ষা চালান যুক্তরাষ্ট্রের ব্রাউন ও চীনের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।
গবেষণাপত্রে বলা হয়, এই পরীক্ষার জন্য প্রথমে ‘চ্যাটডেভ’ নামে কাল্পনিক সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি তৈরি করা হয়। এরপর ওয়াটারফল মডেলের (সফটওয়্যার তৈরি করার জন্য একটি অনুক্রমিক পদ্ধতি) ওপর ভিত্তি করে ডিজাইনিং, কোডিং, টেস্টিং ও ডকুমেন্টিং– এই চারটি ধাপে কোম্পানিকে বিভক্ত করা হয়।
এ পর্যায়ে এআই বটকে নির্দিষ্ট ভূমিকা পালনের জন্য ‘গুরুত্বপূর্ণ বিবরণ’সহ নির্দেশনা দেওয়া হয়। ‘নির্ধারিত কাজ ও ভূমিকা’, ‘যোগাযোগের প্রটোকল’, ‘কাজ শেষের মানদণ্ড’ ও ‘সীমাবদ্ধতা’ ইত্যাদি সব গুরুত্বপূর্ণ বিষয় বিবরণে অন্তর্ভুক্ত।
এআই বটকে বিভিন্ন পদ দেওয়ার পর প্রতিটি বট নিজ নিজ কাজে নিয়োজিত হয়। উদাহরণস্বরূপ- চ্যাটডেভের ‘নকশা’ করার স্তরে ‘সিইও’ ও ‘সিটিও’ আর ‘কোডিং’ করার স্তরে ‘প্রোগ্রামার’ ও ‘আর্ট ডিজাইনার’ কাজ করে।
মানুষের ন্যূনতম হস্তক্ষেপে প্রতিটি স্তরে এআই কর্মীরা নিজেদের সঙ্গে চ্যাট করে ও সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রক্রিয়ার নির্দিষ্ট অংশের কাজ সম্পন্ন করে। প্রোগ্রামিং ভাষা থেকে শুরু করে কোডের অভ্যন্তরীণ বাগ সনাক্তসহ সফটওয়্যার তৈরি পর্যন্ত সব সিদ্ধান্ত নেয় এই এআই বট।
গবেষকেরা বিভিন্ন প্রেক্ষাপটে সফটওয়্যার তৈরির পরীক্ষা করেন। প্রতিটি ধরনের সফটওয়্যার তৈরিতে কত সময় লাগে ও খরচ হয় তা বিশ্লেষণ করা হয়।
চ্যাটডেভকে বেসিক’ গোমোকু’ বোর্ড গেমের নকশা তৈরির নির্দেশনা দেয় গবেষকেরা। এতে দেখা যায়, চ্যাটডেভকে ৭০টি কাজ দেওয়ার পর প্রতিটি সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রক্রিয়া সারতে ৭ মিনিট লেগেছে এবং এক ডলারের চেয়ে কম খরচে কাজটি শেষ হয়েছে।
গবেষণাপত্রে বলা হয়, এআই চ্যাটবট দ্বারা উৎপাদিত সফটওয়্যার সিস্টেমগুলোর প্রায় ৮৮ দশমিক ৬৬ শতাংশ ‘ত্রুটিহীনভাবে কার্যকর’ হয়েছে।
গবেষকেরা বলছে, গবেষণায় প্রমাণিত হয় সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রক্রিয়ার ক্ষেত্রে চ্যাটডেভের দক্ষতা ও ব্যয় সাশ্রয়ের ক্ষমতা রয়েছে। চ্যাটজিপিটির মত এআই প্রযুক্তি নির্দিষ্ট কাজ সম্পাদন করতে সক্ষম বলে গবেষণার ফলাফলে প্রমাণ মিলে।
টুলটি গত বছরে নভেম্বরে আসার পর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা সময় বাঁচাতে ও উৎপাদন বৃদ্ধি করতে এই প্রযুক্তি ব্যবহার করছে। কোডারদের ব্যক্তিগত ও পেশাদার জীবনে সহায়তা করছে এআইভিত্তিক জেনারেটিভ এআই টুল।
চ্যাটজিপিটি ব্যবহার করে বাসা খোঁজার প্রোগ্রাম তৈরি করেছেন বার্লিনের ড্যানিয়াল ডিপহোল্ড নামের এক কোডার। সফটওয়্যার তৈরির জন্য অ্যামাজনের কর্মীরাও চ্যাটজিপিটি ব্যবহার করেন।
সফটওয়্যার তৈরির ক্ষেত্রে এই টুলের ‘ল্যাংগুয়েজ মডেলের’ ত্রুটিসহ নানা সীমাবদ্ধতা উঠে এসেছে এই গবেষণায়। তবে বাস্তব জীবনে এই টুল জুনিয়র প্রোগ্রামার ও ইঞ্জিনিয়ারদের কাজে আসবে বলে গবেষকেরা দাবি করছেন।
দীর্ঘ ভ্রমণের আগে গাড়ির ট্যাংক পূর্ণ করাটা স্বাভাবিক ব্যাপার। তবে আকাশপথে এ যুক্তি খুব একটা কার্যকর নয়। বাণিজ্যিক বিমান সাধারণত ওড়ার সময় তার ট্যাংকভর্তি করে জ্বালানি নেয় না এবং এটি কোনো ভুলে নয়—বরং সম্পূর্ণ পরিকল্পিত, হিসাব করা ও বিধি অনুসারে।
২ ঘণ্টা আগেঅ্যাপল তাদের প্রথম আইফোন উন্মোচনের ২০ বছর পূর্তিতে ২০২৭ সালে এক বৈপ্লবিক ডিজাইনের আইফোন আনতে পারে বলে জানিয়েছেন প্রযুক্তি বিশ্লেষক মার্ক গুরম্যান। ব্লুমবার্গে প্রকাশিত তার ‘পাওয়ার অন’ নিউজলেটারে তিনি উল্লেখ করেন, অ্যাপল সেই বছরে ‘প্রায় সম্পূর্ণ কাচের, বাঁকানো ডিসপ্লের আইফোন’ বাজারে আনবে, যাতে কোনো
৩ ঘণ্টা আগেপার্থ শহরের আর্ট গ্যালারি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে (এজিডব্লিউএ) অদ্ভুত প্রদর্শনী দেখতে জড়ো হচ্ছেন দর্শনার্থীরা। তবে তাঁরা এসেছেন এমন এক সংগীতশিল্পীর পরিবেশনা দেখতে, যিনি আর জীবিত নেই...
৫ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ক্রমবর্ধমান প্রভাব গোটা বিশ্বের মতো এবার ক্যাথলিক চার্চকেও ভাবিয়ে তুলেছে। এই প্রেক্ষাপটেই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে কথা বললেন নবনির্বাচিত পোপ লিও চতুর্দশ।
৭ ঘণ্টা আগে