অনলাইন ডেস্ক
অ্যাপল তাদের প্রথম আইফোন উন্মোচনের ২০ বছর পূর্তিতে ২০২৭ সালে এক বৈপ্লবিক ডিজাইনের আইফোন আনতে পারে বলে জানিয়েছেন প্রযুক্তি বিশ্লেষক মার্ক গুরম্যান। ব্লুমবার্গে প্রকাশিত তার ‘পাওয়ার অন’ নিউজলেটারে তিনি উল্লেখ করেন, অ্যাপল সেই বছরে ‘প্রায় সম্পূর্ণ কাচের, বাঁকানো ডিসপ্লের আইফোন’ বাজারে আনবে, যাতে কোনো ডিসপ্লে কাটআউট থাকবে না। অর্থাৎ সেলফি ক্যামেরার জন্য ক্যামেরার ডিসপ্লেতে কোনো ছিদ্র থাকবে না।
গত সপ্তাহে দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, ২০২৭ সালে আইফোনের অন্তত একটি মডেলে সেলফি ক্যামেরা থাকবে স্ক্রিনের নিচে, যাতে ফোনে সত্যিকার অর্থে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ডিসপ্লে দেওয়া সম্ভব হয়। এর আগে কোরিয়ান সংবাদমাধ্যম দ্য ইলেক জানায়, অ্যাপল বেজেলবিহীন আইফোন তৈরির লক্ষ্যে তাদের অন্যান্য ডিসপ্লে সরবরাহকারীদের সঙ্গে কাজ করছে। তবে নতুন আইফোনে স্যামসাং ও ভিভো কোম্পানির মতো কার্ভ ডিসপ্লের ডিজাইন থাকবে না। এটি একটু অন্য ধরনের হবে।
বর্তমানে বাজারে থাকা আইফোন ১৫ প্রো-ও মূলত কাচে মোড়া, যার কেবল ফ্রেমটি টাইটানিয়ামের। তবে ২০১৯ সালের একটি অ্যাপল পেটেন্টে এমন এক ফোনের উল্লেখ ছিল, যার কাচের কাঠামো ডিভাইসটিকে একধরনের ‘নিরবচ্ছিন্ন লুপে’ আবৃত করে রাখে। এই ধারণা থেকেই নতুন ডিজাইনের আইফোন সম্পর্কে ইঙ্গিত মিলতে পারে। তাই নতুন ফোনটি পুরাটাই কাচের ডিসপ্লের হবে, শুধু প্রান্তে ও ক্যামেরা বাম্পে টাইটেনিয়ামের মতো ধাতব ব্যবহার করা হতে পারে।
গুরম্যান আরও উল্লেখ করেন, ২০২৭ সালে অ্যাপল বড়ধরনের প্রযুক্তিগত রূপান্তরের দিকে এগোচ্ছে। সে বছরই প্রথম ভাঁজযোগ্য আইফোন আনার পরিকল্পনা করছে কোম্পানিটি। এ ছাড়া মেটার স্মার্ট গ্লাসের প্রতিযোগী হিসেবে অ্যাপলের নিজস্ব স্মার্ট গ্লাস, ক্যামেরাসংবলিত এয়ারপড, অ্যাপল ওয়াচ, ‘ব্যক্তিত্বসম্পন্ন’ কৃত্রিম বুদ্ধিমত্তাসহ একটি হোম রোবটও বাজারে আনতে পারে তারা।
সবশেষে গুরম্যান বলেন, ২০২৭ সালের মধ্যেই অ্যাপলের ভার্চুয়াল সহকারী সিরিকে শক্তিশালী করতে চালু হতে পারে এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল প্রযুক্তি। সেই সঙ্গে নিজস্ব এআই চিপও তৈরি করতে পারে অ্যাপল, যার কাজ হবে সার্ভারভিত্তিক এআই প্রসেসিং।
তথ্যসূত্র: দ্য ভার্জ
অ্যাপল তাদের প্রথম আইফোন উন্মোচনের ২০ বছর পূর্তিতে ২০২৭ সালে এক বৈপ্লবিক ডিজাইনের আইফোন আনতে পারে বলে জানিয়েছেন প্রযুক্তি বিশ্লেষক মার্ক গুরম্যান। ব্লুমবার্গে প্রকাশিত তার ‘পাওয়ার অন’ নিউজলেটারে তিনি উল্লেখ করেন, অ্যাপল সেই বছরে ‘প্রায় সম্পূর্ণ কাচের, বাঁকানো ডিসপ্লের আইফোন’ বাজারে আনবে, যাতে কোনো ডিসপ্লে কাটআউট থাকবে না। অর্থাৎ সেলফি ক্যামেরার জন্য ক্যামেরার ডিসপ্লেতে কোনো ছিদ্র থাকবে না।
গত সপ্তাহে দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, ২০২৭ সালে আইফোনের অন্তত একটি মডেলে সেলফি ক্যামেরা থাকবে স্ক্রিনের নিচে, যাতে ফোনে সত্যিকার অর্থে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ডিসপ্লে দেওয়া সম্ভব হয়। এর আগে কোরিয়ান সংবাদমাধ্যম দ্য ইলেক জানায়, অ্যাপল বেজেলবিহীন আইফোন তৈরির লক্ষ্যে তাদের অন্যান্য ডিসপ্লে সরবরাহকারীদের সঙ্গে কাজ করছে। তবে নতুন আইফোনে স্যামসাং ও ভিভো কোম্পানির মতো কার্ভ ডিসপ্লের ডিজাইন থাকবে না। এটি একটু অন্য ধরনের হবে।
বর্তমানে বাজারে থাকা আইফোন ১৫ প্রো-ও মূলত কাচে মোড়া, যার কেবল ফ্রেমটি টাইটানিয়ামের। তবে ২০১৯ সালের একটি অ্যাপল পেটেন্টে এমন এক ফোনের উল্লেখ ছিল, যার কাচের কাঠামো ডিভাইসটিকে একধরনের ‘নিরবচ্ছিন্ন লুপে’ আবৃত করে রাখে। এই ধারণা থেকেই নতুন ডিজাইনের আইফোন সম্পর্কে ইঙ্গিত মিলতে পারে। তাই নতুন ফোনটি পুরাটাই কাচের ডিসপ্লের হবে, শুধু প্রান্তে ও ক্যামেরা বাম্পে টাইটেনিয়ামের মতো ধাতব ব্যবহার করা হতে পারে।
গুরম্যান আরও উল্লেখ করেন, ২০২৭ সালে অ্যাপল বড়ধরনের প্রযুক্তিগত রূপান্তরের দিকে এগোচ্ছে। সে বছরই প্রথম ভাঁজযোগ্য আইফোন আনার পরিকল্পনা করছে কোম্পানিটি। এ ছাড়া মেটার স্মার্ট গ্লাসের প্রতিযোগী হিসেবে অ্যাপলের নিজস্ব স্মার্ট গ্লাস, ক্যামেরাসংবলিত এয়ারপড, অ্যাপল ওয়াচ, ‘ব্যক্তিত্বসম্পন্ন’ কৃত্রিম বুদ্ধিমত্তাসহ একটি হোম রোবটও বাজারে আনতে পারে তারা।
সবশেষে গুরম্যান বলেন, ২০২৭ সালের মধ্যেই অ্যাপলের ভার্চুয়াল সহকারী সিরিকে শক্তিশালী করতে চালু হতে পারে এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল প্রযুক্তি। সেই সঙ্গে নিজস্ব এআই চিপও তৈরি করতে পারে অ্যাপল, যার কাজ হবে সার্ভারভিত্তিক এআই প্রসেসিং।
তথ্যসূত্র: দ্য ভার্জ
তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু গোপন নথি ডার্ক ওয়েবে বিক্রি হতে পারে। এই সন্দেহজনক ঘটনা তদন্ত করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। পররাষ্ট্রমন্ত্রী লিন ছিয়া-লুং একটি তদন্ত টিম গঠন করার নির্দেশ দিয়েছেন। যাতে এই তথ্য ফাঁসের উৎস, চ্যানেল এবং পরিধি স্পষ্ট করা যায়।
১৩ ঘণ্টা আগেএকটি অ্যাকাউন্ট বন্ধ হলে আরেকটি খুলছেন হানিন আল-বাতাশ। গত ছয় মাসে তিনি ৮০টিরও বেশি ব্লুস্কাই অ্যাকাউন্ট খুলেছেন বলে জানিয়েছেন। ইসরায়েলের অবরোধে দুর্ভিক্ষের মুখোমুখি গাজাবাসীরা এখন দুধ ও ময়দার মতো নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে হিমশিম খাচ্ছেন। জীবন রক্ষার জন্য বিশ্বজুড়ে মানুষের কাছে সহায়তা চেয়ে ব্লুস্কাই
১৩ ঘণ্টা আগেনীতিবিরোধী কনটেন্ট শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও এখনো মানুষের দক্ষতা সবচেয়ে নির্ভরযোগ্য বলে প্রমাণিত হয়েছে। বিশেষ করে জটিল বা প্রসঙ্গভিত্তিক কনটেন্ট বিশ্লেষণে মানব কনটেন্ট মডারেটররা এআইয়ের চেয়ে স্পষ্টভাবে এগিয়ে। তবে এই নির্ভুল যাচাইয়ের পেছনে রয়েছে একটি বড়...
১৭ ঘণ্টা আগেদাবা খেলায় ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট গ্রোককে পরাজিত করল স্যাম অল্টম্যানের ওপেনএআই। দাবা খেলায় কোন এআই সেরা তা নির্ধারণ করতে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।
১৮ ঘণ্টা আগে