অনলাইন ডেস্ক
নতুন বাজেট স্মার্টফোন ‘রেডমি ১৩ এক্স’ লঞ্চ করেছে চীনা কোম্পানি শাওমি। প্রথমে ফোনটি ভিয়েতনামের বাজারে বিক্রি হবে। পর্যায়ক্রমে বাংলাদেশসহ বিভিন্ন বাজারে ফোনটি পাওয়া যেতে পারে। এই ফোনে ৮ জিবি র্যাম মিডিয়াটেক হেলিও জি৯১-আলট্রা প্রসেসর এবং ৫ হাজার ৩০ এমএইচ ব্যাটারি রয়েছে।
ছবি তোলার জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
ফোনটির দাম
ভিয়েতনামে রেডমি ১৩ এক্স ফোনটি দুটি র্যামের সংস্করণে উন্মোচন করা হয়েছে। ফোনটির ৬ জিবি র্যাম সহ বেস মডেলের দাম ৪২ লাখ ৯০ হাজার ভিয়েতনামি ডং এবং ৮ জিবি র্যামের মডেলের দাম ৪৬ লাখ ৯০ হাজার ভিয়েতনামি ডং। তাই বাংলাদেশি মুদ্রায় তা যথাক্রমে ২০ হাজার ১২২ টাকা ও ২১ হাজার ৯৯৮ টাকা। তাই এই ফোনটি বাংলাদেশের বাজারে বিক্রি শুরু হলে এর দাম ২০–২১ হাজার টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।
ফোনটি সিল্ক গোল্ড (সোনালি), মিডনাইট ব্ল্যাক (কালো), সিল্ক ব্লু (নীল) রঙে পাওয়া যাবে।
রেডমি ১৩ এক্স–এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ২ জি,৩ জি,৪ জি
আয়তন: ১৬৮.৬ মিলিমিটার x ৭৬.২৮ মিলিমিটার x ৮.৩ মিলিমিটার
ওজন: ১৯৮ গ্রাম
সিম: সিম ১ + হাইব্রিড (সিম অথবা মাইক্রোএসডি)
ডিসপ্লে: ৬.৭৯” এফএইচডি+ ডটডিসপ্লে
রিফ্রেশ রেট: ৯০ হার্টজ
গঠন: প্লাস্টিক
সাইজ: ৬ দশমিক ৭৯ ইঞ্চি
রেজল্যুশন: ২৪৬০ x ১০৮০ পিক্সেল
ব্রাইটনেস: ৪৫০ নিটস (টিপিক্যাল), ৫৫০ নিটস (এইচবিএম)
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েডভিত্তিক শাওমি হাইপারওএস
চিপসেট: মিডিয়াটেক হেলিও জি৯১-আলট্রা
সিপিইউ: অক্টাকোর (কোর্স-এ ৫৫ + কোর্স-এ ৭৫), ২. ০ গিগাহার্টজ
জিপিইউ: মালি-জি ৫২ এমসি ২
র্যাম: ৬ জিবি/ ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি/ ২৫৬ জিবি
স্পিকার: স্টেরিও স্পিকার
ব্লুটুথ: ব্লুটুথ ৫.৪
জিপিএস: গ্লোনাস, গ্যালিলিও, বেইডো
রেডিও: এফএম রেডিও (হেডফোন জ্যাক সহ)
ইউএসবি: ইউএসবি টাইপ-সি
ফিচার: সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এআই ফেস আনলক
ব্যাটারি: ৫০৩০ এমএএইচ
চার্জিং: ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং
রং: সিল্ক গোল্ড, মিডনাইট ব্ল্যাক, সিল্ক ব্লু
তথ্যসূত্র: ৯১ মোবাইলস, শাওমি
নতুন বাজেট স্মার্টফোন ‘রেডমি ১৩ এক্স’ লঞ্চ করেছে চীনা কোম্পানি শাওমি। প্রথমে ফোনটি ভিয়েতনামের বাজারে বিক্রি হবে। পর্যায়ক্রমে বাংলাদেশসহ বিভিন্ন বাজারে ফোনটি পাওয়া যেতে পারে। এই ফোনে ৮ জিবি র্যাম মিডিয়াটেক হেলিও জি৯১-আলট্রা প্রসেসর এবং ৫ হাজার ৩০ এমএইচ ব্যাটারি রয়েছে।
ছবি তোলার জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
ফোনটির দাম
ভিয়েতনামে রেডমি ১৩ এক্স ফোনটি দুটি র্যামের সংস্করণে উন্মোচন করা হয়েছে। ফোনটির ৬ জিবি র্যাম সহ বেস মডেলের দাম ৪২ লাখ ৯০ হাজার ভিয়েতনামি ডং এবং ৮ জিবি র্যামের মডেলের দাম ৪৬ লাখ ৯০ হাজার ভিয়েতনামি ডং। তাই বাংলাদেশি মুদ্রায় তা যথাক্রমে ২০ হাজার ১২২ টাকা ও ২১ হাজার ৯৯৮ টাকা। তাই এই ফোনটি বাংলাদেশের বাজারে বিক্রি শুরু হলে এর দাম ২০–২১ হাজার টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।
ফোনটি সিল্ক গোল্ড (সোনালি), মিডনাইট ব্ল্যাক (কালো), সিল্ক ব্লু (নীল) রঙে পাওয়া যাবে।
রেডমি ১৩ এক্স–এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ২ জি,৩ জি,৪ জি
আয়তন: ১৬৮.৬ মিলিমিটার x ৭৬.২৮ মিলিমিটার x ৮.৩ মিলিমিটার
ওজন: ১৯৮ গ্রাম
সিম: সিম ১ + হাইব্রিড (সিম অথবা মাইক্রোএসডি)
ডিসপ্লে: ৬.৭৯” এফএইচডি+ ডটডিসপ্লে
রিফ্রেশ রেট: ৯০ হার্টজ
গঠন: প্লাস্টিক
সাইজ: ৬ দশমিক ৭৯ ইঞ্চি
রেজল্যুশন: ২৪৬০ x ১০৮০ পিক্সেল
ব্রাইটনেস: ৪৫০ নিটস (টিপিক্যাল), ৫৫০ নিটস (এইচবিএম)
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েডভিত্তিক শাওমি হাইপারওএস
চিপসেট: মিডিয়াটেক হেলিও জি৯১-আলট্রা
সিপিইউ: অক্টাকোর (কোর্স-এ ৫৫ + কোর্স-এ ৭৫), ২. ০ গিগাহার্টজ
জিপিইউ: মালি-জি ৫২ এমসি ২
র্যাম: ৬ জিবি/ ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি/ ২৫৬ জিবি
স্পিকার: স্টেরিও স্পিকার
ব্লুটুথ: ব্লুটুথ ৫.৪
জিপিএস: গ্লোনাস, গ্যালিলিও, বেইডো
রেডিও: এফএম রেডিও (হেডফোন জ্যাক সহ)
ইউএসবি: ইউএসবি টাইপ-সি
ফিচার: সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এআই ফেস আনলক
ব্যাটারি: ৫০৩০ এমএএইচ
চার্জিং: ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং
রং: সিল্ক গোল্ড, মিডনাইট ব্ল্যাক, সিল্ক ব্লু
তথ্যসূত্র: ৯১ মোবাইলস, শাওমি
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
২ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
৪ ঘণ্টা আগেব্রডব্যান্ড ইন্টারনেট কনস্টেলেশন প্রকল্প ‘প্রজেক্ট কুইপার’-এর প্রথম ২৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ই–কমার্স জায়ান্ট আমাজন। এর মাধ্যমে ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংককে চ্যালেঞ্জ জানাল কোম্পানিটি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।
৬ ঘণ্টা আগে