Ajker Patrika

ফেসবুক মেসেঞ্জারে এইচডি ছবি ও ভিডিও পাঠাবেন যেভাবে

অনলাইন ডেস্ক
আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৮: ৫৭
এই ফিচারের মাধ্যমে মেসেঞ্জারে সহজেই এইচডি মানের ছবি ও ভিডিও পাঠাতে পারবেন। ছবি: স্ক্রিন র‍্যান্ট
এই ফিচারের মাধ্যমে মেসেঞ্জারে সহজেই এইচডি মানের ছবি ও ভিডিও পাঠাতে পারবেন। ছবি: স্ক্রিন র‍্যান্ট

ফেসবুক মেসেঞ্জার এখন আর শুধু টেক্সট মেসেজ আদান-প্রদানের অ্যাপ নয়, এটি আধুনিক যুগের একটি বহুমাত্রিক যোগাযোগমাধ্যম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত ছবি, ভিডিও ও অডিও আদান-প্রদান করা যায়। তবে বেশির ভাগ সময়ই মেসেঞ্জারে পাঠানো ছবি ও ভিডিওর গুণগত মান কমে যায়। বিশেষ করে এগুলোর ফাইল সাইজ বড় হলে। এই সমস্যার সমাধান হলো মেসেঞ্জারে এইচডি ফিচার ব্যবহার করা।

এই ফিচারের মাধ্যমে মেসেঞ্জারে সহজেই এইচডি মানের ছবি ও ভিডিও পাঠাতে পারবেন। ফলে ছবি ও ভিডিও অপরজন ডাউনলোড করলেও তা ঘোলাটে হয়ে যাবে না। কনটেন্টগুলো ডাউনলোডের পরও স্পষ্ট থাকবে।

ফিচারটি ব্যবহার করে একই সঙ্গে একাধিক ছবি ও ভিডিও ব্যবহার করা যাবে। এইচডি ছবি ও ভিডিওর সঙ্গে ‘এইচডি’ নামের ব্যাজ ছবির সঙ্গে যুক্ত হবে।

মেসেঞ্জারে এইচডি ছবি ও ভিডিও পাঠাবেন যেভাবে

১. প্রথমেই স্মার্টফোনে মেসেঞ্জার চালু করুন।

২. যে চ্যাটে এইচডি মানে ছবি ও ভিডিও পাঠাতে চান, সেই চ্যাটথ্রেডের ওপর ট্যাপ করুন।

৩. এখন নিচের বাঁ দিকে থাকা গ্যালারি আইকোন ট্যাপ করুন। এর ফলে ফোনের গ্যালারি চালু হবে।

৪. গ্যালারি থেকে পছন্দের মতো ছবি ও ভিডিও নির্বাচন করুন। আপনি চাইলে একাধিক ফাইলও নির্বাচন করতে পারেন।

৫. এইচডি মানের ছবি ও ভিডিও পাঠানোর জন্য ডান পাশের ওপরের দিকে থাকা ‘এইচডি’ আইকনে ট্যাপ করুন। ফিচারটি চালু হলে আইকনটি নীল হয়ে যাবে।

৬. এরপর সেন্ড বাটনে ট্যাপ করুন। এভাবে এইচডি ছবি ও ভিডিও পাঠানো যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

উদ্দীপনের ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সচিব মিহির কান্তির বিরুদ্ধে ৬ মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত