নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভোরের শান্ত শহর তখনো পুরো জেগে ওঠেনি। ঠিক সেই সময়, রাজধানীর সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনের ফুটপাতে একা দাঁড়িয়ে ছিলেন কলেজের এক প্রভাষক ফারহানা আক্তার জাহান। হাতে ট্রলিব্যাগ, হৃদয়ে ছিল গন্তব্যে পৌঁছানোর তাড়না। হঠাৎ ছুটে এল একটি সাদা প্রাইভেট কার। মুহূর্তে পাল্টে গেল দৃশ্যপট—ব্যাগ ধরে টান মারল ছিনতাইকারীরা।
ব্যাগের ফিতা হাতে প্যাঁচানো থাকায় ছিটকে পড়লেন সড়কে। একপ্রকার গায়ের জোরে প্রায় ১৫ গজ টেনে নিয়ে গেল তাঁকে দ্রুতগতির গাড়িটি। ভাগ্যিস, মাঝপথে ফিতা খুলে যায়! নইলে হয়তো আর কোনো দিন পরিবারের কাছে ফেরা হতো না।
ফারহানা আক্তার জাহান গাজীপুরের চন্দ্রার জাতির জনক বঙ্গবন্ধু সরকারি কলেজের প্রভাষক। দুই কন্যা আর স্বামী মোস্তফা সারোয়ারকে নিয়ে তাঁর ছোট্ট সংসার। শনিবারের সেই ভয়াবহ ভোরের কথা মনে করে এখনো শিউরে ওঠেন তিনি। রোববার রাতে আবেগভরা কণ্ঠে বললেন, ‘মরতে পারতাম। আল্লাহ বাঁচিয়েছেন। তাঁর কাছে লাখো শুকরিয়া। চাই, এই শহর যেন সবার জন্য নিরাপদ হয়।’
গাজীপুরের কালিয়াকৈরের বারই বাড়ির মেয়ে ফারহানা। প্রায় দুই দশক ধরে শিক্ষকতার মাধ্যমে আলোকিত করে চলেছেন ভবিষ্যৎ প্রজন্মকে। শনিবার গাজীপুরে শিক্ষা মন্ত্রণালয়ের একটি জরুরি প্রশিক্ষণে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। দায়িত্ববোধের কাছে নিজের ব্যথা-কষ্টকেও তুচ্ছ মনে করে সেদিন আর বাসায় ফেরেননি। রক্তাক্ত শরীর নিয়েই সোজা গাজীপুর চলে যান এবং সেখানে থেকেই চিকিৎসা নেন।
তিনি বলেন, ‘বাসার সামনেই ঘটনা। আমার দুই মেয়ে বাসায় ছিল। ছোট মেয়েকে কিছু জানাইনি। ও কেঁদে ভেঙে পড়ত। বড় মেয়েকে ডেকে একটি পুরোনো ফোন নিয়ে রওনা হই।’
এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই স্বজন-শিক্ষার্থী সবাই উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে সাহসী এই শিক্ষক এখনো দৃঢ়। বলেন, ‘আল্লাহ আমাকে বড় ক্ষতি থেকে রক্ষা করেছেন। হাত, পেট ছড়ে গেছে, কিন্তু বড় কোনো আঘাত লাগেনি। এ জন্য কৃতজ্ঞ। আবারও দাঁড়াব, আবারও ক্লাসে ফিরব।’
ঢাকা মহানগর পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন জানান, ভিডিও বিশ্লেষণ ও তদন্তের কাজ শুরু হয়েছে।
ফারহানা আক্তার জাহান বর্তমানে মামলার প্রস্তুতি নিচ্ছেন। তাঁর প্রত্যাশা, শহরটা যেন সত্যিকার অর্থেই নিরাপদ হয়ে ওঠে; আর কোনো নারীকে ফুটপাতে দাঁড়িয়ে এমন বিভীষিকাময় মুহূর্তের শিকার যেন হতে না হয়।
আরও খবর পড়ুন:
ভোরের শান্ত শহর তখনো পুরো জেগে ওঠেনি। ঠিক সেই সময়, রাজধানীর সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনের ফুটপাতে একা দাঁড়িয়ে ছিলেন কলেজের এক প্রভাষক ফারহানা আক্তার জাহান। হাতে ট্রলিব্যাগ, হৃদয়ে ছিল গন্তব্যে পৌঁছানোর তাড়না। হঠাৎ ছুটে এল একটি সাদা প্রাইভেট কার। মুহূর্তে পাল্টে গেল দৃশ্যপট—ব্যাগ ধরে টান মারল ছিনতাইকারীরা।
ব্যাগের ফিতা হাতে প্যাঁচানো থাকায় ছিটকে পড়লেন সড়কে। একপ্রকার গায়ের জোরে প্রায় ১৫ গজ টেনে নিয়ে গেল তাঁকে দ্রুতগতির গাড়িটি। ভাগ্যিস, মাঝপথে ফিতা খুলে যায়! নইলে হয়তো আর কোনো দিন পরিবারের কাছে ফেরা হতো না।
ফারহানা আক্তার জাহান গাজীপুরের চন্দ্রার জাতির জনক বঙ্গবন্ধু সরকারি কলেজের প্রভাষক। দুই কন্যা আর স্বামী মোস্তফা সারোয়ারকে নিয়ে তাঁর ছোট্ট সংসার। শনিবারের সেই ভয়াবহ ভোরের কথা মনে করে এখনো শিউরে ওঠেন তিনি। রোববার রাতে আবেগভরা কণ্ঠে বললেন, ‘মরতে পারতাম। আল্লাহ বাঁচিয়েছেন। তাঁর কাছে লাখো শুকরিয়া। চাই, এই শহর যেন সবার জন্য নিরাপদ হয়।’
গাজীপুরের কালিয়াকৈরের বারই বাড়ির মেয়ে ফারহানা। প্রায় দুই দশক ধরে শিক্ষকতার মাধ্যমে আলোকিত করে চলেছেন ভবিষ্যৎ প্রজন্মকে। শনিবার গাজীপুরে শিক্ষা মন্ত্রণালয়ের একটি জরুরি প্রশিক্ষণে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। দায়িত্ববোধের কাছে নিজের ব্যথা-কষ্টকেও তুচ্ছ মনে করে সেদিন আর বাসায় ফেরেননি। রক্তাক্ত শরীর নিয়েই সোজা গাজীপুর চলে যান এবং সেখানে থেকেই চিকিৎসা নেন।
তিনি বলেন, ‘বাসার সামনেই ঘটনা। আমার দুই মেয়ে বাসায় ছিল। ছোট মেয়েকে কিছু জানাইনি। ও কেঁদে ভেঙে পড়ত। বড় মেয়েকে ডেকে একটি পুরোনো ফোন নিয়ে রওনা হই।’
এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই স্বজন-শিক্ষার্থী সবাই উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে সাহসী এই শিক্ষক এখনো দৃঢ়। বলেন, ‘আল্লাহ আমাকে বড় ক্ষতি থেকে রক্ষা করেছেন। হাত, পেট ছড়ে গেছে, কিন্তু বড় কোনো আঘাত লাগেনি। এ জন্য কৃতজ্ঞ। আবারও দাঁড়াব, আবারও ক্লাসে ফিরব।’
ঢাকা মহানগর পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন জানান, ভিডিও বিশ্লেষণ ও তদন্তের কাজ শুরু হয়েছে।
ফারহানা আক্তার জাহান বর্তমানে মামলার প্রস্তুতি নিচ্ছেন। তাঁর প্রত্যাশা, শহরটা যেন সত্যিকার অর্থেই নিরাপদ হয়ে ওঠে; আর কোনো নারীকে ফুটপাতে দাঁড়িয়ে এমন বিভীষিকাময় মুহূর্তের শিকার যেন হতে না হয়।
আরও খবর পড়ুন:
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ডিসি রদবদল হলে সেই উদ্ধার করা জায়গা আরেক দখলদারের
২ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
২ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
২ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
২ ঘণ্টা আগে