সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজী উপজেলা স্কাউটসের তিন দিনব্যাপী সমাবেশের সমাপনী অনুষ্ঠান বিষ্ণুপুর উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘জয় বাংলা বাংলার জয়’ গানের তালে তালে নৃত্য পরিবেশন শুরু করে বিষ্ণুপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। গানের প্রথম কলি শুনেই ক্ষোভ প্রকাশ করেন অতিথিরা। পরে তাঁরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা স্কাউটের সভাপতি সাইফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা। অনুষ্ঠানে জেলা প্রশাসক আয়োজকদের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বলে জানা গেছে।
স্কাউটসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ ডি এম মঞ্জুরুল আহসান, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, বিষ্ণুপুর উচ্চবিদ্যালয়ের সভাপতি নাজমুল করিম দুলাল, ওসমানীয়া উচ্চবিদ্যালয়ের সভাপতি মোর্শেদ আলম সেলিম। এতে জেলা ও উপজেলা স্কাউটের কর্মকর্তা, শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক সাইফুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে কী কারণে এমনটি হয়েছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য মঞ্জুরুল আহসানকে নির্দেশ দেন।
উপজেলা স্কাউটস সম্পাদক শাহাদাত হোসেন বলেন, স্কুলে নৃত্য পরিবেশনা ছিল। গানের শেষ কলিতে ‘জয় বাংলা বাংলার জয়’ বেজে উঠলে বন্ধ করে দেওয়া হয়। এ সময় অতিথিরা অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যান। পাশাপাশি কেন এমনটি হয়েছে, অতিথিরা সে বিষয়ে বারবার প্রশ্ন করেন।
বিষ্ণুপুর উচ্চবিদ্যালয়ের সভাপতি নাজমুল করিম দুলাল আজকের পত্রিকা'কে বলেন, ‘আমাদের অনুষ্ঠান খুব ভালোভাবেই চলছিল। তখন বক্তব্যপর্ব শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানের চলছে সাংস্কৃতিক পরিবেশনা। নৃত্যের শেষ কলিতে গানটি (জয় বাংলা বাংলার জয়) বেজে ওঠে। এত দিন শিক্ষার্থীরা রিহার্সেল (মহড়া) করেছে। বিষয়টি কেন কারও নজরে পড়েনি, সে জন্য দায়িত্বপ্রাপ্তদের বকাঝকা করা হয়।’
আরও খবর পড়ুন:
ফেনীর সোনাগাজী উপজেলা স্কাউটসের তিন দিনব্যাপী সমাবেশের সমাপনী অনুষ্ঠান বিষ্ণুপুর উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘জয় বাংলা বাংলার জয়’ গানের তালে তালে নৃত্য পরিবেশন শুরু করে বিষ্ণুপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। গানের প্রথম কলি শুনেই ক্ষোভ প্রকাশ করেন অতিথিরা। পরে তাঁরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা স্কাউটের সভাপতি সাইফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা। অনুষ্ঠানে জেলা প্রশাসক আয়োজকদের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বলে জানা গেছে।
স্কাউটসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ ডি এম মঞ্জুরুল আহসান, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, বিষ্ণুপুর উচ্চবিদ্যালয়ের সভাপতি নাজমুল করিম দুলাল, ওসমানীয়া উচ্চবিদ্যালয়ের সভাপতি মোর্শেদ আলম সেলিম। এতে জেলা ও উপজেলা স্কাউটের কর্মকর্তা, শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক সাইফুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে কী কারণে এমনটি হয়েছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য মঞ্জুরুল আহসানকে নির্দেশ দেন।
উপজেলা স্কাউটস সম্পাদক শাহাদাত হোসেন বলেন, স্কুলে নৃত্য পরিবেশনা ছিল। গানের শেষ কলিতে ‘জয় বাংলা বাংলার জয়’ বেজে উঠলে বন্ধ করে দেওয়া হয়। এ সময় অতিথিরা অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যান। পাশাপাশি কেন এমনটি হয়েছে, অতিথিরা সে বিষয়ে বারবার প্রশ্ন করেন।
বিষ্ণুপুর উচ্চবিদ্যালয়ের সভাপতি নাজমুল করিম দুলাল আজকের পত্রিকা'কে বলেন, ‘আমাদের অনুষ্ঠান খুব ভালোভাবেই চলছিল। তখন বক্তব্যপর্ব শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানের চলছে সাংস্কৃতিক পরিবেশনা। নৃত্যের শেষ কলিতে গানটি (জয় বাংলা বাংলার জয়) বেজে ওঠে। এত দিন শিক্ষার্থীরা রিহার্সেল (মহড়া) করেছে। বিষয়টি কেন কারও নজরে পড়েনি, সে জন্য দায়িত্বপ্রাপ্তদের বকাঝকা করা হয়।’
আরও খবর পড়ুন:
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে তালা ঝোলানোর পর ক্যাম্পাসের মেধা শহীদ চত্বরে আয়োজিত ব্রিফিংয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. মাশফিক ইসলাম দেওয়ান বলেন...
৬ মিনিট আগেক্র্যাফট ইন্সট্রাকটরদের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি সংক্রান্ত উচ্চ আদালতের রায় বাতিল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিলসহ ছয় দফা দাবি বাস্তবায়নে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি চলছে।
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরের বাসন থানাধীন মোগরখাল এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও একজন নারী মারা গেছেন। মঙ্গলবার ভোর ৬টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুর উপজেলার গুজিরকোনা গ্রামের ৫২ বছর বয়সী খায়রুল বাসার। ১৯৯৩ সালে এসএসসি ও ১৯৯৫ সালে এইচএসসি পাশ করেন তিনি। তবে ইচ্ছা থাকলেও পারিবারিক সমস্যার কারণে আর পড়াশোনা করতে পারেননি।
১ ঘণ্টা আগে