Ajker Patrika

বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে মেসেঞ্জারে চ্যাট গ্রুপ তৈরি করবেন যেভাবে

অনলাইন ডেস্ক
আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৮: ০৭
স্মার্টফোনে মেসেঞ্জার চালু করুন। ছবি: স্ক্রিন র‍্যান্ট
স্মার্টফোনে মেসেঞ্জার চালু করুন। ছবি: স্ক্রিন র‍্যান্ট

একসঙ্গে অনেকজনকে বার্তা পাঠানোর বা বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়ার কার্যকরী মাধ্যম হলো মেসেঞ্জার। এই প্ল্যাটফর্মে গ্রুপ খুলে পরিবার, সহপাঠী, অফিসের টিম কিংবা পুরোনো বন্ধুরা সবাইকে এক জায়গায় নিয়ে সহজেই যোগাযোগ রাখা যায়। এতে একই সময়ে সবাইকে একই বার্তা পাঠানো যায় এবং দলগত কাজ বা আড্ডা আরও উপভোগ্য হয়ে ওঠে।

অনেকে মেসেঞ্জার ব্যবহার করলেও কীভাবে নতুন করে একটি গ্রুপ তৈরি করতে হয়, তা জানেন না। আসলে এটি খুবই সহজ কাজ। তবে গ্রুপ চ্যাটের জন্য অন্তত দুজন ফেসবুক বন্ধু নির্বাচন করতে হবে।

মেসেঞ্জারে গ্রুপ চ্যাট তৈরি করবেন যেভাবে

১. স্মার্টফোনে মেসেঞ্জার চালু করুন।

২. ওপরের ডান দিকে থাকা একটি কলমের মতো আইকনে ট্যাপ করুন। এটি ফেসবুক আইকনের পাশে থাকবে।

৩. এরপর গ্রুপ চ্যাট অপশনের ওপর ট্যাপ করুন।

৪. ওপরের দিকে থাকা ‘গ্রুপ নেম’ বক্সে গ্রুপের জন্য একটি নাম টাইপ করুন।

৪. এখন গ্রুপে যাঁদের যুক্ত করতে চান, তাঁদের ফেসবুক আইডির নাম সার্চ বারে লিখুন বা স্ক্রল করে তাঁদের খুঁজে বের করুন।

৫. ফেসবুক বন্ধুদের নামের ওপর ট্যাপ করুন।

৬. এরপর ওপরের ডান পাশে থাকা ‘ক্রিয়েট’ বাটনে ট্যাপ করুন। এভাবে গ্রুপ চ্যাট তৈরি হবে। পরে সেটিংস থেকে অ্যাডমিনও নির্বাচন করতে পারবেন।

গ্রুপ তৈরি পর প্রথমেই সবাইকে স্বাগত জানানোর জন্য মেসেজ পাঠাতে পারেন। সেই সঙ্গে গ্রুপটি কী কারণে খোলা হয়েছে, তা–ও জানাতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

উদ্দীপনের ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সচিব মিহির কান্তির বিরুদ্ধে ৬ মামলা

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ইশরাককে মেয়র ঘোষণা: আইন উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত