এক্সের (সাবেক টুইটার) পোস্টে বা কমেন্টে কোনো অ্যাকাউন্টকে উল্লেখ বা ট্যাগ করতে ইউজারনাম ব্যবহার করা হয়। কম সময়ের মধ্যে দ্রুত এক্স অ্যাকাউন্ট খোলার সময় ভালো ইউজারনেম নির্বাচন করেন না অনেকেই। তবে এক্স ব্যবহারকারীদের জন্য ইউজারনেম পরিবর্তনের সুযোগ রয়েছে, যা এক্সে পরিচিতি আপডেট করতে সাহায্য করে। এই ফিচারের মাধ্যমে ইউজারনেম নিয়ে কোনো বিব্রতকর পরিস্থিতি এড়াতে পারবেন।
এক্সের ইউজারনেম ও প্রোফাইল নাম আলাদা বিষয়। প্ল্যাটফরমটিতে এটি ‘এক্স হ্যান্ডেল’ নামে পরিচিতি। ইউজারনেম সঙ্গে ‘@’ চিহ্ন থাকে এবং এই চিহ্নের আগের অংশ ইচ্ছামতো পরিবর্তন করতে পারবেন। এটি আপনাকে টুইট বা বার্তায় উল্লেখ করার জন্য ব্যবহৃত হয়। এটি এক্সের লগ ইন করার সময়ও প্রয়োজন হয়। থাকে। এক্স অ্যাকাউন্টের পাবলিক প্রোফাইলের ইউআরএলেও এটি দেখা যায়।
এক্সের প্রোফাইলের নাম অনেকের সঙ্গেই মিলে যেতে পারে। তবে ইউজারনেম সব সময় আপনার অ্যাকাউন্টের জন্য বিশেষ ও অনন্য।
ইউজারনেম তৈরির কোনো নিয়ম নেই। এমনকি ইউজারনেমে স্পেসও যুক্ত করতে পারবেন। এ ক্ষেত্রে নিজের নাম, বিশেষ দিন ইত্যাদিও ব্যবহার করতে পারেন।
ওয়েব ব্রাইজার বা মোবাইল অ্যাপের মাধ্যমে এক্সের ইউজারনেম পরিবর্তন করা হতো।
কম্পিউটার থেকে এক্সের ইউজারনেম পরিবর্তন করবেন যেভাবে
১. এক্সের ওয়েবসাইট থেকে নিজের অ্যাকাউন্টে প্রবেশ করুন।
২. বামপাশের মেনু থেকে ‘মোর’ অপশন নির্বাচন করুন।
৩. এখন ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ নির্বাচন করুন।
৪. নিজের অ্যাকাউন্টটি নির্বাচন করুন ও এরপর ‘অ্যাকাউন্ট ইনফরমেশন’এ ট্যাপ করুন।
৫. অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিন ও ‘কনফার্ম’ অপশনে ক্লিক করুন।
৬. ‘ইউজারনেম’ নির্বাচন করুন।
৭. ইউজারনেম এর নিচে নতুন ইউজারনেম টাইপ করুন। ‘সেভ’ অপশনে ট্যাপ করুন।
ইউজারনেম তৈরির সময় কোন কোন ইউজারনেম অন্যরা ব্যবহার করছে তা জানাবে এক্স।
এক্স মোবাইল অ্যাপ দিয়ে ইউজারনেম পরিবর্তন করুন
আইওএস বা অ্যান্ড্রয়েড ডিভাইসে ইউজারনেম পরিবর্তনের প্রক্রিয়া একই।
১. এক্স চালু করুন এবং আপনার প্রোফাইল আইকন বা ছবিতে ট্যাপ করুন।
২. ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ ট্যাপ করুন।
৩. ‘অ্যাকাউন্ট’ অপশনে ট্যাপ করুন।
৪. এখন ‘ইউজারনেম’ অপশন নির্বাচন করুন।
৫. নতুন ইউজারনেম সেট করতে ‘কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন।
৬. নতুন ইউজারনেম টাইপ করুন এবং তারপর ‘ডান’ অপশনে ট্যাপ করুন। এভাবে আপনার নতুন এক্স হ্যান্ডল সেট হয়ে যাবে।
এবারেও যেসব ইউজারনেম অন্যরা ইতিমধ্যে ব্যবহার করছে সে সম্পর্কে এক্স সতর্ক করবে এবং বিকল্প নামের প্রস্তাব দেবে।
এক্সের (সাবেক টুইটার) পোস্টে বা কমেন্টে কোনো অ্যাকাউন্টকে উল্লেখ বা ট্যাগ করতে ইউজারনাম ব্যবহার করা হয়। কম সময়ের মধ্যে দ্রুত এক্স অ্যাকাউন্ট খোলার সময় ভালো ইউজারনেম নির্বাচন করেন না অনেকেই। তবে এক্স ব্যবহারকারীদের জন্য ইউজারনেম পরিবর্তনের সুযোগ রয়েছে, যা এক্সে পরিচিতি আপডেট করতে সাহায্য করে। এই ফিচারের মাধ্যমে ইউজারনেম নিয়ে কোনো বিব্রতকর পরিস্থিতি এড়াতে পারবেন।
এক্সের ইউজারনেম ও প্রোফাইল নাম আলাদা বিষয়। প্ল্যাটফরমটিতে এটি ‘এক্স হ্যান্ডেল’ নামে পরিচিতি। ইউজারনেম সঙ্গে ‘@’ চিহ্ন থাকে এবং এই চিহ্নের আগের অংশ ইচ্ছামতো পরিবর্তন করতে পারবেন। এটি আপনাকে টুইট বা বার্তায় উল্লেখ করার জন্য ব্যবহৃত হয়। এটি এক্সের লগ ইন করার সময়ও প্রয়োজন হয়। থাকে। এক্স অ্যাকাউন্টের পাবলিক প্রোফাইলের ইউআরএলেও এটি দেখা যায়।
এক্সের প্রোফাইলের নাম অনেকের সঙ্গেই মিলে যেতে পারে। তবে ইউজারনেম সব সময় আপনার অ্যাকাউন্টের জন্য বিশেষ ও অনন্য।
ইউজারনেম তৈরির কোনো নিয়ম নেই। এমনকি ইউজারনেমে স্পেসও যুক্ত করতে পারবেন। এ ক্ষেত্রে নিজের নাম, বিশেষ দিন ইত্যাদিও ব্যবহার করতে পারেন।
ওয়েব ব্রাইজার বা মোবাইল অ্যাপের মাধ্যমে এক্সের ইউজারনেম পরিবর্তন করা হতো।
কম্পিউটার থেকে এক্সের ইউজারনেম পরিবর্তন করবেন যেভাবে
১. এক্সের ওয়েবসাইট থেকে নিজের অ্যাকাউন্টে প্রবেশ করুন।
২. বামপাশের মেনু থেকে ‘মোর’ অপশন নির্বাচন করুন।
৩. এখন ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ নির্বাচন করুন।
৪. নিজের অ্যাকাউন্টটি নির্বাচন করুন ও এরপর ‘অ্যাকাউন্ট ইনফরমেশন’এ ট্যাপ করুন।
৫. অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিন ও ‘কনফার্ম’ অপশনে ক্লিক করুন।
৬. ‘ইউজারনেম’ নির্বাচন করুন।
৭. ইউজারনেম এর নিচে নতুন ইউজারনেম টাইপ করুন। ‘সেভ’ অপশনে ট্যাপ করুন।
ইউজারনেম তৈরির সময় কোন কোন ইউজারনেম অন্যরা ব্যবহার করছে তা জানাবে এক্স।
এক্স মোবাইল অ্যাপ দিয়ে ইউজারনেম পরিবর্তন করুন
আইওএস বা অ্যান্ড্রয়েড ডিভাইসে ইউজারনেম পরিবর্তনের প্রক্রিয়া একই।
১. এক্স চালু করুন এবং আপনার প্রোফাইল আইকন বা ছবিতে ট্যাপ করুন।
২. ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ ট্যাপ করুন।
৩. ‘অ্যাকাউন্ট’ অপশনে ট্যাপ করুন।
৪. এখন ‘ইউজারনেম’ অপশন নির্বাচন করুন।
৫. নতুন ইউজারনেম সেট করতে ‘কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন।
৬. নতুন ইউজারনেম টাইপ করুন এবং তারপর ‘ডান’ অপশনে ট্যাপ করুন। এভাবে আপনার নতুন এক্স হ্যান্ডল সেট হয়ে যাবে।
এবারেও যেসব ইউজারনেম অন্যরা ইতিমধ্যে ব্যবহার করছে সে সম্পর্কে এক্স সতর্ক করবে এবং বিকল্প নামের প্রস্তাব দেবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ মিনিট আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২ ঘণ্টা আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২ ঘণ্টা আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২ ঘণ্টা আগে