এক্সের (সাবেক টুইটার) পোস্টে বা কমেন্টে কোনো অ্যাকাউন্টকে উল্লেখ বা ট্যাগ করতে ইউজারনাম ব্যবহার করা হয়। কম সময়ের মধ্যে দ্রুত এক্স অ্যাকাউন্ট খোলার সময় ভালো ইউজারনেম নির্বাচন করেন না অনেকেই। তবে এক্স ব্যবহারকারীদের জন্য ইউজারনেম পরিবর্তনের সুযোগ রয়েছে, যা এক্সে পরিচিতি আপডেট করতে সাহায্য করে। এই ফিচারের মাধ্যমে ইউজারনেম নিয়ে কোনো বিব্রতকর পরিস্থিতি এড়াতে পারবেন।
এক্সের ইউজারনেম ও প্রোফাইল নাম আলাদা বিষয়। প্ল্যাটফরমটিতে এটি ‘এক্স হ্যান্ডেল’ নামে পরিচিতি। ইউজারনেম সঙ্গে ‘@’ চিহ্ন থাকে এবং এই চিহ্নের আগের অংশ ইচ্ছামতো পরিবর্তন করতে পারবেন। এটি আপনাকে টুইট বা বার্তায় উল্লেখ করার জন্য ব্যবহৃত হয়। এটি এক্সের লগ ইন করার সময়ও প্রয়োজন হয়। থাকে। এক্স অ্যাকাউন্টের পাবলিক প্রোফাইলের ইউআরএলেও এটি দেখা যায়।
এক্সের প্রোফাইলের নাম অনেকের সঙ্গেই মিলে যেতে পারে। তবে ইউজারনেম সব সময় আপনার অ্যাকাউন্টের জন্য বিশেষ ও অনন্য।
ইউজারনেম তৈরির কোনো নিয়ম নেই। এমনকি ইউজারনেমে স্পেসও যুক্ত করতে পারবেন। এ ক্ষেত্রে নিজের নাম, বিশেষ দিন ইত্যাদিও ব্যবহার করতে পারেন।
ওয়েব ব্রাইজার বা মোবাইল অ্যাপের মাধ্যমে এক্সের ইউজারনেম পরিবর্তন করা হতো।
কম্পিউটার থেকে এক্সের ইউজারনেম পরিবর্তন করবেন যেভাবে
১. এক্সের ওয়েবসাইট থেকে নিজের অ্যাকাউন্টে প্রবেশ করুন।
২. বামপাশের মেনু থেকে ‘মোর’ অপশন নির্বাচন করুন।
৩. এখন ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ নির্বাচন করুন।
৪. নিজের অ্যাকাউন্টটি নির্বাচন করুন ও এরপর ‘অ্যাকাউন্ট ইনফরমেশন’এ ট্যাপ করুন।
৫. অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিন ও ‘কনফার্ম’ অপশনে ক্লিক করুন।
৬. ‘ইউজারনেম’ নির্বাচন করুন।
৭. ইউজারনেম এর নিচে নতুন ইউজারনেম টাইপ করুন। ‘সেভ’ অপশনে ট্যাপ করুন।
ইউজারনেম তৈরির সময় কোন কোন ইউজারনেম অন্যরা ব্যবহার করছে তা জানাবে এক্স।
এক্স মোবাইল অ্যাপ দিয়ে ইউজারনেম পরিবর্তন করুন
আইওএস বা অ্যান্ড্রয়েড ডিভাইসে ইউজারনেম পরিবর্তনের প্রক্রিয়া একই।
১. এক্স চালু করুন এবং আপনার প্রোফাইল আইকন বা ছবিতে ট্যাপ করুন।
২. ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ ট্যাপ করুন।
৩. ‘অ্যাকাউন্ট’ অপশনে ট্যাপ করুন।
৪. এখন ‘ইউজারনেম’ অপশন নির্বাচন করুন।
৫. নতুন ইউজারনেম সেট করতে ‘কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন।
৬. নতুন ইউজারনেম টাইপ করুন এবং তারপর ‘ডান’ অপশনে ট্যাপ করুন। এভাবে আপনার নতুন এক্স হ্যান্ডল সেট হয়ে যাবে।
এবারেও যেসব ইউজারনেম অন্যরা ইতিমধ্যে ব্যবহার করছে সে সম্পর্কে এক্স সতর্ক করবে এবং বিকল্প নামের প্রস্তাব দেবে।
এক্সের (সাবেক টুইটার) পোস্টে বা কমেন্টে কোনো অ্যাকাউন্টকে উল্লেখ বা ট্যাগ করতে ইউজারনাম ব্যবহার করা হয়। কম সময়ের মধ্যে দ্রুত এক্স অ্যাকাউন্ট খোলার সময় ভালো ইউজারনেম নির্বাচন করেন না অনেকেই। তবে এক্স ব্যবহারকারীদের জন্য ইউজারনেম পরিবর্তনের সুযোগ রয়েছে, যা এক্সে পরিচিতি আপডেট করতে সাহায্য করে। এই ফিচারের মাধ্যমে ইউজারনেম নিয়ে কোনো বিব্রতকর পরিস্থিতি এড়াতে পারবেন।
এক্সের ইউজারনেম ও প্রোফাইল নাম আলাদা বিষয়। প্ল্যাটফরমটিতে এটি ‘এক্স হ্যান্ডেল’ নামে পরিচিতি। ইউজারনেম সঙ্গে ‘@’ চিহ্ন থাকে এবং এই চিহ্নের আগের অংশ ইচ্ছামতো পরিবর্তন করতে পারবেন। এটি আপনাকে টুইট বা বার্তায় উল্লেখ করার জন্য ব্যবহৃত হয়। এটি এক্সের লগ ইন করার সময়ও প্রয়োজন হয়। থাকে। এক্স অ্যাকাউন্টের পাবলিক প্রোফাইলের ইউআরএলেও এটি দেখা যায়।
এক্সের প্রোফাইলের নাম অনেকের সঙ্গেই মিলে যেতে পারে। তবে ইউজারনেম সব সময় আপনার অ্যাকাউন্টের জন্য বিশেষ ও অনন্য।
ইউজারনেম তৈরির কোনো নিয়ম নেই। এমনকি ইউজারনেমে স্পেসও যুক্ত করতে পারবেন। এ ক্ষেত্রে নিজের নাম, বিশেষ দিন ইত্যাদিও ব্যবহার করতে পারেন।
ওয়েব ব্রাইজার বা মোবাইল অ্যাপের মাধ্যমে এক্সের ইউজারনেম পরিবর্তন করা হতো।
কম্পিউটার থেকে এক্সের ইউজারনেম পরিবর্তন করবেন যেভাবে
১. এক্সের ওয়েবসাইট থেকে নিজের অ্যাকাউন্টে প্রবেশ করুন।
২. বামপাশের মেনু থেকে ‘মোর’ অপশন নির্বাচন করুন।
৩. এখন ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ নির্বাচন করুন।
৪. নিজের অ্যাকাউন্টটি নির্বাচন করুন ও এরপর ‘অ্যাকাউন্ট ইনফরমেশন’এ ট্যাপ করুন।
৫. অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিন ও ‘কনফার্ম’ অপশনে ক্লিক করুন।
৬. ‘ইউজারনেম’ নির্বাচন করুন।
৭. ইউজারনেম এর নিচে নতুন ইউজারনেম টাইপ করুন। ‘সেভ’ অপশনে ট্যাপ করুন।
ইউজারনেম তৈরির সময় কোন কোন ইউজারনেম অন্যরা ব্যবহার করছে তা জানাবে এক্স।
এক্স মোবাইল অ্যাপ দিয়ে ইউজারনেম পরিবর্তন করুন
আইওএস বা অ্যান্ড্রয়েড ডিভাইসে ইউজারনেম পরিবর্তনের প্রক্রিয়া একই।
১. এক্স চালু করুন এবং আপনার প্রোফাইল আইকন বা ছবিতে ট্যাপ করুন।
২. ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ ট্যাপ করুন।
৩. ‘অ্যাকাউন্ট’ অপশনে ট্যাপ করুন।
৪. এখন ‘ইউজারনেম’ অপশন নির্বাচন করুন।
৫. নতুন ইউজারনেম সেট করতে ‘কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন।
৬. নতুন ইউজারনেম টাইপ করুন এবং তারপর ‘ডান’ অপশনে ট্যাপ করুন। এভাবে আপনার নতুন এক্স হ্যান্ডল সেট হয়ে যাবে।
এবারেও যেসব ইউজারনেম অন্যরা ইতিমধ্যে ব্যবহার করছে সে সম্পর্কে এক্স সতর্ক করবে এবং বিকল্প নামের প্রস্তাব দেবে।
ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১৪ মিনিট আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
২৭ মিনিট আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
২ ঘণ্টা আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের সরবরাহ সীমিত করতে বাইডেন প্রশাসনের সময়ে জারি হওয়া একটি নিয়মে বড় পরিবর্তনের পথে হাঁটছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘ফ্রেমওয়ার্ক ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিফিউশন’ নামের নিয়মে থাকা
৩ ঘণ্টা আগে