রুবিক’স কিউব কে কত দ্রুত সময়ে সমাধান করতে পারে তা নিয়ে প্রতিযোগিতা রয়েছে বিশ্বজুড়ে। এবার এক সেকেন্ডেরও কম সময়ে রুবিকস কিউব সমাধান করে বিশ্ব রেকর্ড গড়ল জাপানের এক রোবট। বলা যায়, চোখের পলক না ফেলতেই এই ধাঁধার সমাধান করে ফেলে রোবটটি।
‘মিতসুবিশি ইলেকট্রিক’ কোম্পানির তৈরি করা ‘টোকুফাস্টবট’ নামের রোবটটি মাত্র ০.৩০৫ সেকেন্ডে রুবিক’স কিউব মিলিয়ে ফেলে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে গত বছর জুনে আয়োজিত এক প্রতিযোগিতায় ৩.১৩ সেকেন্ডে রুবিক’স কিউব সমাধান করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন মার্ক পার্ক। তবে এর চেয়ে ১০ গুণ দ্রুত ধাঁধাটির সমাধান করে রোবটটি।
মিতসুবিশি বলেছে, গত ৭ মে জাপানে রুবিক’স কিউব সমাধান করে রোবটটি রেকর্ড করেছে। তবে আগের রেকর্ডের তুলনায় এবার ০.০৭৫ সেকেন্ড দ্রুত ধাঁধাটি সমাধান করে এই রোবট। এ জন্য রোবটিতে রং চেনার অ্যালগরিদমসহ উচ্চ শক্তির সংকেত-প্রতিক্রিয়াশীল সার্ভোমোটর যুক্ত করা হয়। ফলে মাত্র ০.০০৯ সেকেন্ডে কিউবটির ৯০ ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে রোবটটি। এটি প্রায় হামিং বার্ড পাখির একবার পাখা ঝাপটানোর সময়ের সমান।
শুধুমাত্র তাড়াতাড়ি রুবিক’স কিউব ঘুরিয়ে ফেলার ক্ষমতা অর্জন করে কোনো লাভ নেই, যদি না রঙের ব্লকগুলো সঠিকভাবে মেলানো যায়।
এমনকি সামান্য ভুলও প্রক্রিয়াটিকে ধীর করে দেবে বা খেলনাটি আটকেও যেতে পারে। তাই প্রতিটি কিউবের ঘূর্ণন অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে। এটি নিশ্চিত করার জন্য রোবটটিতে গতি নিয়ন্ত্রণ প্রযুক্তি যুক্ত করেছেন মিতসুবিশির প্রকৌশলীরা।
রংগুলো সঠিকভাবে চিনতে ও মেলানোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে। ক্যামেরা সিস্টেমের সামনে নিজের ছায়া থাকলেও ধাঁধাটি মিলিয়ে ফেলতে পারে রোবটটি। মিতসুবিশি বলেন, লাল ও কমলা ব্লকগুলোর রং কাছাকাছি হওয়ায় দুটির মধ্যে পার্থক্য বোঝানো বেশ কঠিন ছিল। তবে একবার রং শনাক্ত করার পর কত কমসংখ্যকবার ঘুরিয়ে ধাঁধাটি মেলানো যায় তার সূত্র বের করে প্রোগ্রামটি।
গিনিস রেকর্ডকে ‘টোকুফাস্টবট’ এর দলনেতা বলেন, ‘কিউব সমাধানের সময় যতটা সম্ভব কমিয়ে আনা খুব জটিল বিষয় হলেও একইসঙ্গে রোমাঞ্চকরও ছিল।’
রোবটটির গিনেস রেকর্ড ভাঙার প্রথমবার প্রচেষ্টার সময় রুবিক’স কিউবটি আটকে যায়। কারণ কিউবের ব্লকটি অনেক দ্রুত ঘোরানো যায়। ২০০৯ সালে আরেক রোবটও এই ধাঁধা সমাধান করে। সেই রোবট ধাঁধাটি সমাধানের জন্য ১ মিনিট চার সেকেন্ড সময় নিয়েছিল। তবে ২০১৬ সালের আগে কোনো রোবটই মানুষের চেয়ে দ্রুত সময়ে রুবিক’স কিউবের সমাধান করতে পারেনি। ২০১৬ সালে এক রোবট মাত্র ১ মিনিটে রুবিক’স কিউব মিলিয়ে ফেলে। তবে রোবটের দ্রুতগতিতে সমাধানের পাশপাশি রুবিক্স কিউব যেন ভেঙে না যায়, সেদিকেও বিজ্ঞানীদের নজর দিতে হয়।
তথ্যসূত্র:পপুলার নিউজ
রুবিক’স কিউব কে কত দ্রুত সময়ে সমাধান করতে পারে তা নিয়ে প্রতিযোগিতা রয়েছে বিশ্বজুড়ে। এবার এক সেকেন্ডেরও কম সময়ে রুবিকস কিউব সমাধান করে বিশ্ব রেকর্ড গড়ল জাপানের এক রোবট। বলা যায়, চোখের পলক না ফেলতেই এই ধাঁধার সমাধান করে ফেলে রোবটটি।
‘মিতসুবিশি ইলেকট্রিক’ কোম্পানির তৈরি করা ‘টোকুফাস্টবট’ নামের রোবটটি মাত্র ০.৩০৫ সেকেন্ডে রুবিক’স কিউব মিলিয়ে ফেলে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে গত বছর জুনে আয়োজিত এক প্রতিযোগিতায় ৩.১৩ সেকেন্ডে রুবিক’স কিউব সমাধান করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন মার্ক পার্ক। তবে এর চেয়ে ১০ গুণ দ্রুত ধাঁধাটির সমাধান করে রোবটটি।
মিতসুবিশি বলেছে, গত ৭ মে জাপানে রুবিক’স কিউব সমাধান করে রোবটটি রেকর্ড করেছে। তবে আগের রেকর্ডের তুলনায় এবার ০.০৭৫ সেকেন্ড দ্রুত ধাঁধাটি সমাধান করে এই রোবট। এ জন্য রোবটিতে রং চেনার অ্যালগরিদমসহ উচ্চ শক্তির সংকেত-প্রতিক্রিয়াশীল সার্ভোমোটর যুক্ত করা হয়। ফলে মাত্র ০.০০৯ সেকেন্ডে কিউবটির ৯০ ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে রোবটটি। এটি প্রায় হামিং বার্ড পাখির একবার পাখা ঝাপটানোর সময়ের সমান।
শুধুমাত্র তাড়াতাড়ি রুবিক’স কিউব ঘুরিয়ে ফেলার ক্ষমতা অর্জন করে কোনো লাভ নেই, যদি না রঙের ব্লকগুলো সঠিকভাবে মেলানো যায়।
এমনকি সামান্য ভুলও প্রক্রিয়াটিকে ধীর করে দেবে বা খেলনাটি আটকেও যেতে পারে। তাই প্রতিটি কিউবের ঘূর্ণন অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে। এটি নিশ্চিত করার জন্য রোবটটিতে গতি নিয়ন্ত্রণ প্রযুক্তি যুক্ত করেছেন মিতসুবিশির প্রকৌশলীরা।
রংগুলো সঠিকভাবে চিনতে ও মেলানোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে। ক্যামেরা সিস্টেমের সামনে নিজের ছায়া থাকলেও ধাঁধাটি মিলিয়ে ফেলতে পারে রোবটটি। মিতসুবিশি বলেন, লাল ও কমলা ব্লকগুলোর রং কাছাকাছি হওয়ায় দুটির মধ্যে পার্থক্য বোঝানো বেশ কঠিন ছিল। তবে একবার রং শনাক্ত করার পর কত কমসংখ্যকবার ঘুরিয়ে ধাঁধাটি মেলানো যায় তার সূত্র বের করে প্রোগ্রামটি।
গিনিস রেকর্ডকে ‘টোকুফাস্টবট’ এর দলনেতা বলেন, ‘কিউব সমাধানের সময় যতটা সম্ভব কমিয়ে আনা খুব জটিল বিষয় হলেও একইসঙ্গে রোমাঞ্চকরও ছিল।’
রোবটটির গিনেস রেকর্ড ভাঙার প্রথমবার প্রচেষ্টার সময় রুবিক’স কিউবটি আটকে যায়। কারণ কিউবের ব্লকটি অনেক দ্রুত ঘোরানো যায়। ২০০৯ সালে আরেক রোবটও এই ধাঁধা সমাধান করে। সেই রোবট ধাঁধাটি সমাধানের জন্য ১ মিনিট চার সেকেন্ড সময় নিয়েছিল। তবে ২০১৬ সালের আগে কোনো রোবটই মানুষের চেয়ে দ্রুত সময়ে রুবিক’স কিউবের সমাধান করতে পারেনি। ২০১৬ সালে এক রোবট মাত্র ১ মিনিটে রুবিক’স কিউব মিলিয়ে ফেলে। তবে রোবটের দ্রুতগতিতে সমাধানের পাশপাশি রুবিক্স কিউব যেন ভেঙে না যায়, সেদিকেও বিজ্ঞানীদের নজর দিতে হয়।
তথ্যসূত্র:পপুলার নিউজ
সামাজিক যোগাযোগ মাধ্যম অতিরিক্ত ব্যবহারের ফলে অনেকেই মানসিক কষ্টে ভোগেন ও দৈনন্দিন জীবনে বিঘ্ন হয়। এই ধরনের ব্যক্তিরা ভুয়া সংবাদে বেশি বিশ্বাস করে এবং সেগুলো ছড়িয়ে দেয়ার প্রবণতাও তাদের মধ্যে বেশি। এমনই চমকপ্রদ তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির (এমএসইউ) এক নতুন গবেষণায়।
৯ ঘণ্টা আগেতাইওয়ানের প্রযুক্তি প্রতিষ্ঠান গিগাবাইট বাজারে এনেছে তাদের নতুন এক্স ৮৭০ অরাস স্টিলথ আইস মাদারবোর্ড। এই মাদারবোর্ডে ব্যবহার করা হয়েছে বড় আকারের ৬৪ মেগাবাইটের বায়োস (BIOS) চিপ, যা সাধারণত দেখা যায় না। আগে যেখানে অনেক এএম ৪ (AM4) মাদারবোর্ডে ১৬ মেগাবাইটের বিআইওএস চিপ থাকত, সেখানে গিগাবাইটের নতুন এই...
১০ ঘণ্টা আগেবিমান ভ্রমণের মূল উদ্দেশ্য দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছানো হলেও আধুনিক যুগে যাত্রা অভিজ্ঞতা আগের তুলনায় অনেক বেশি আরামদায়ক ও উপভোগ্য। এর পেছনে বড় ভূমিকা রাখছে—বিমানের ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট সিস্টেমের উন্নতি। মোবাইল বা ট্যাবলেটের ওপর নির্ভর না করেই যাত্রীরা এখন বিমানে বসেই সিনেমা, টিভি শো বা গান...
১১ ঘণ্টা আগেআপনি যদি সম্প্রতি একটি দ্রুতগতির নতুন রাউটার কিনে থাকেন, তবে পুরনোটি ফেলে দেওয়ার আগে আরেকবার ভাবুন। কারণ, আপনার পুরনো রাউটারটিকেও নতুনভাবে ব্যবহার করার সুযোগ রয়েছে। বাসা বা অফিসের কিছু স্থানে ওয়াই-ফাই সংকেত দুর্বল হলে সেই পুরনো রাউটারটিকে ওয়াই-ফাই এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করা যেতে পারে।
১২ ঘণ্টা আগে