Ajker Patrika

গুগলকে পাল্লা দিতে এআই যুক্ত অপারেটিং সিস্টেম আনছে মাইক্রোসফট 

প্রযুক্তি ডেস্ক
গুগলকে পাল্লা দিতে এআই যুক্ত অপারেটিং সিস্টেম আনছে মাইক্রোসফট 

মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটি নতুন সংস্করণ নিয়ে কাজ করছে বলে শোনা যাচ্ছে। তবে তা উইন্ডোজ ১২ নয়। বলা হচ্ছে, ‘কোরপিসি’ এর কথা। উইন্ডোজের নতুন এই এআই নির্ভর সংস্করণ মূলত গুগলের ক্রোম ওএস কে পাল্লা দেওয়ার জন্য ডিজাইন করা হচ্ছে। ‘কোরপিসি’ মূলত কোডনেম। বাজারে আসার সময় এর নাম অন্য কিছুও দেওয়া হতে পারে।

উইন্ডোজ সেন্ট্রালের প্রতিবেদন অনুযায়ী, উইন্ডোজের এমন একটি সংস্করণ তৈরি করা হচ্ছে যা যে কোনো ধরনের হার্ডওয়্যারের জন্য প্রয়োজনমতো কাস্টমাইজ করা যাবে। উইন্ডোজের এই নতুন সংস্করণটি আগের তুলনায় হার্ডওয়্যারের ওপর কম নির্ভরশীল হবে। 

ধারণা করা হচ্ছে, কোরপিসি’র অন্যতম বৈশিষ্ট্য হবে এআই। মাইক্রোসফট যেভাবে নিজস্ব সার্চ ইঞ্জিন থেকে শুরু করে অফিস ৩৬৫ এও চ্যাটজিপিটির প্রযুক্তি যুক্ত করেছে, সেহেতু উইন্ডোজের নতুন সংস্করণে এআইয়ের প্রভাব থাকবে তা বলাই যায়।

যদিও এখনো পর্যন্ত কোরপিসি’র ধারণাকে গুজব বলেই ধরা হলেও এই ধারণার পক্ষে ভিত্তি রয়েছে। কারণ, উইন্ডোজের একটি হালকা সংস্করণ  নিয়ে কাজ করা মাইক্রোসফটের জন্য এটাই প্রথম নয়। উদাহরণস্বরূপ, ‘উইন্ডোজ ১০ এক্স’ এর কথা ধরা যেতে পারে। এটি উইন্ডোজের একটি বেসিক সংস্করণ হওয়ার কথা। তবে পরবর্তীতে মাইক্রোসফটের এই প্রকল্প আর আলোর মুখ দেখেনি। একই পরিণতি হয়েছিল ‘উইন্ডোজ লাইট’ এর ক্ষেত্রেও। 

অল্প কনফিগারেশনের ল্যাপটপে গুগলের ক্রোম অপারেটিং সিস্টেম বেশ জনপ্রিয়। বর্তমানে কম দামে ভালো ও জনপ্রিয় ল্যাপটপগুলোর মধ্যে কয়েকটি ক্রোমবুক রয়েছে। তবে যারা উইন্ডোজের ইন্টারফেসে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাদের জন্য ‘কোরপিসি’ একটা সমাধান হতে পারে। অল্প কনফিগারেশনে কোরপিসি’র ল্যাপটপও স্বাচ্ছন্দ্যে চালানো সম্ভব হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত