ভিডিও দেখার মাঝে পজ করলেও বিজ্ঞাপন দেখাবে ভিডিও শেয়ারিং প্লাটফরম ইউটিউব। অর্থাৎ, সাধারণ বিজ্ঞাপনের পাশাপাশি এখন ভিডিও পজের সময়ও অতিরিক্ত বিজ্ঞাপন দেখতে হবে। এসব বিজ্ঞাপন স্ক্রিনে পপআপ আকারে দেখানো যাবে, যা স্থিরচিত্র কিংবা ছোট ভিডিও হতে পারে। এটি ব্যবহারকারীদের জন্য একটি বিরক্তির বিষয় হয়ে দাঁড়াতে পারে।
এর বিপরীতে ইউটিউব বলছে, কিছু বিজ্ঞাপনদাতা ও ব্যবহারকারী এটি পছন্দ করেছেন বলে এই পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে গুগল।
ইতিমধ্যে অনেক ব্যবহারকারী এই পরিবর্তন লক্ষ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম রেডিট ও এক্সে (সাবেক টুইটার) এই ফিচার সম্পর্কে পোস্ট করেছেন ব্যবহারকারীরা।
নতুন পজ বিজ্ঞাপনগুলো ইউটিউবের সাধারণ বিজ্ঞাপন থেকে আলাদা। সাধারণত প্ল্যাটফরমটিতে ভিডিওর শুরুতে বা মাঝে বিজ্ঞাপন দেখানো হয়। আর এগুলো এড়িয়ে যাওয়া যায় না। তবে নতুন ধরনের বিজ্ঞাপনগুলো শুধু তখনই দেখা যাবে, যখন ব্যবহারকারী ভিডিও পজ করবে। সাধারণ বিজ্ঞাপনগুলো পুরো স্ক্রিন দখল করে। এর বিপরীতে ওয়েব ব্রাউজারের স্ক্রিনের ডান পাশে ও মোবাইল অ্যাপের কমেন্ট সেকশনে পজ বিজ্ঞাপনগুলো দেখা যাবে।
২০২৩ সালে ইউটিউবের ফ্রি সংস্করণে আনস্কিপেবল বিজ্ঞাপন চালু করে গুগল। এগুলো চাইলেই কেটে দেওয়া যায় না। তবে পজ বিজ্ঞাপনগুলোর ‘এক্স’ (X) আইকনে ক্লিক করে সহজেই বন্ধ করতে পারবেন ব্যবহারকারীরা। বিজ্ঞাপনের ওপরের ডান কোনায় আইকোনটি থাকবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জকে ইউটিউবের যোগাযোগ ব্যবস্থাপক ওলুয়া ফালোদুন বলেন, কোম্পানিটি পজ বিজ্ঞাপনগুলো ব্যাপকভাবে চালু করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ তারা দুই পক্ষের, অর্থাৎ বিজ্ঞাপনদাতা ও দর্শকদের শক্তিশালী প্রতিক্রিয়া লক্ষ করেছে।
পজ বিজ্ঞাপনগুলো ব্যবহারকারীদের জন্য ‘কম বিরক্তিকর’ অভিজ্ঞতা প্রদানের উদ্দেশ্যে ডিজাইন করা হয়েছে বলে দাবি করছে ইউটিউব। তবে পপআপ বিজ্ঞাপনগুলো চালুর পর অন্যান্য বিজ্ঞাপন কম দেখানো হবে কি না, তা স্পষ্ট করেনি এই প্ল্যাটফরম।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, বিজ্ঞাপনগুলোর আকস্মিক উপস্থিতি একটি সুস্পষ্ট পরিকল্পনার অংশ। ব্যবহারকারীদের সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে আরও আগ্রহী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিজনি প্লাস, হটস্টার, জিওসিনেমা এবং জিফাইভের মতো অন্য প্ল্যাটফরমগুলোও বিনা মূল্যে বা কম খরচে সাবস্ক্রিপশন ভিত্তিক সংস্করণের জন্য পজ স্ক্রিন বিজ্ঞাপন দেখায়।
সম্প্রতি নতুন কিছু আপডেট এনেছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফরমটি। যেমন গুনগুন করে গেয়ে বা বাজিয়ে কোনো গান খুঁজে বের করার সুবিধা, কপিরাইটযুক্ত অডিও সরাতে বিধিনিষেধ আরোপ করা। এ ছাড়া নতুন ‘হাইপ’ ফিচার উন্মোচন করেছে ইউটিউব। এটি কম সাবস্ক্রাইবার যুক্ত চ্যানেলের ভিডিওর রিচ বাড়াতে সাহায্য করবে। দর্শক একটি মাত্র বোতামে ট্যাপ করে ক্রিয়েটরের ভিডিওকে ‘হাইপ’ করার সুযোগ দেয়। এর মাধ্যমে ভিডিওটি ১০০টি শীর্ষ হাইপ করা ভিডিওর লিডারবোর্ডে (শীর্ষ তালিকায়) উঠতে পারবে। ফলে বৃহত্তর দর্শকের কাছে পৌঁছাতে পারবে ভিডিওটি।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
ভিডিও দেখার মাঝে পজ করলেও বিজ্ঞাপন দেখাবে ভিডিও শেয়ারিং প্লাটফরম ইউটিউব। অর্থাৎ, সাধারণ বিজ্ঞাপনের পাশাপাশি এখন ভিডিও পজের সময়ও অতিরিক্ত বিজ্ঞাপন দেখতে হবে। এসব বিজ্ঞাপন স্ক্রিনে পপআপ আকারে দেখানো যাবে, যা স্থিরচিত্র কিংবা ছোট ভিডিও হতে পারে। এটি ব্যবহারকারীদের জন্য একটি বিরক্তির বিষয় হয়ে দাঁড়াতে পারে।
এর বিপরীতে ইউটিউব বলছে, কিছু বিজ্ঞাপনদাতা ও ব্যবহারকারী এটি পছন্দ করেছেন বলে এই পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে গুগল।
ইতিমধ্যে অনেক ব্যবহারকারী এই পরিবর্তন লক্ষ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম রেডিট ও এক্সে (সাবেক টুইটার) এই ফিচার সম্পর্কে পোস্ট করেছেন ব্যবহারকারীরা।
নতুন পজ বিজ্ঞাপনগুলো ইউটিউবের সাধারণ বিজ্ঞাপন থেকে আলাদা। সাধারণত প্ল্যাটফরমটিতে ভিডিওর শুরুতে বা মাঝে বিজ্ঞাপন দেখানো হয়। আর এগুলো এড়িয়ে যাওয়া যায় না। তবে নতুন ধরনের বিজ্ঞাপনগুলো শুধু তখনই দেখা যাবে, যখন ব্যবহারকারী ভিডিও পজ করবে। সাধারণ বিজ্ঞাপনগুলো পুরো স্ক্রিন দখল করে। এর বিপরীতে ওয়েব ব্রাউজারের স্ক্রিনের ডান পাশে ও মোবাইল অ্যাপের কমেন্ট সেকশনে পজ বিজ্ঞাপনগুলো দেখা যাবে।
২০২৩ সালে ইউটিউবের ফ্রি সংস্করণে আনস্কিপেবল বিজ্ঞাপন চালু করে গুগল। এগুলো চাইলেই কেটে দেওয়া যায় না। তবে পজ বিজ্ঞাপনগুলোর ‘এক্স’ (X) আইকনে ক্লিক করে সহজেই বন্ধ করতে পারবেন ব্যবহারকারীরা। বিজ্ঞাপনের ওপরের ডান কোনায় আইকোনটি থাকবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জকে ইউটিউবের যোগাযোগ ব্যবস্থাপক ওলুয়া ফালোদুন বলেন, কোম্পানিটি পজ বিজ্ঞাপনগুলো ব্যাপকভাবে চালু করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ তারা দুই পক্ষের, অর্থাৎ বিজ্ঞাপনদাতা ও দর্শকদের শক্তিশালী প্রতিক্রিয়া লক্ষ করেছে।
পজ বিজ্ঞাপনগুলো ব্যবহারকারীদের জন্য ‘কম বিরক্তিকর’ অভিজ্ঞতা প্রদানের উদ্দেশ্যে ডিজাইন করা হয়েছে বলে দাবি করছে ইউটিউব। তবে পপআপ বিজ্ঞাপনগুলো চালুর পর অন্যান্য বিজ্ঞাপন কম দেখানো হবে কি না, তা স্পষ্ট করেনি এই প্ল্যাটফরম।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, বিজ্ঞাপনগুলোর আকস্মিক উপস্থিতি একটি সুস্পষ্ট পরিকল্পনার অংশ। ব্যবহারকারীদের সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে আরও আগ্রহী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিজনি প্লাস, হটস্টার, জিওসিনেমা এবং জিফাইভের মতো অন্য প্ল্যাটফরমগুলোও বিনা মূল্যে বা কম খরচে সাবস্ক্রিপশন ভিত্তিক সংস্করণের জন্য পজ স্ক্রিন বিজ্ঞাপন দেখায়।
সম্প্রতি নতুন কিছু আপডেট এনেছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফরমটি। যেমন গুনগুন করে গেয়ে বা বাজিয়ে কোনো গান খুঁজে বের করার সুবিধা, কপিরাইটযুক্ত অডিও সরাতে বিধিনিষেধ আরোপ করা। এ ছাড়া নতুন ‘হাইপ’ ফিচার উন্মোচন করেছে ইউটিউব। এটি কম সাবস্ক্রাইবার যুক্ত চ্যানেলের ভিডিওর রিচ বাড়াতে সাহায্য করবে। দর্শক একটি মাত্র বোতামে ট্যাপ করে ক্রিয়েটরের ভিডিওকে ‘হাইপ’ করার সুযোগ দেয়। এর মাধ্যমে ভিডিওটি ১০০টি শীর্ষ হাইপ করা ভিডিওর লিডারবোর্ডে (শীর্ষ তালিকায়) উঠতে পারবে। ফলে বৃহত্তর দর্শকের কাছে পৌঁছাতে পারবে ভিডিওটি।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
৬ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
৬ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
৯ ঘণ্টা আগেব্রডব্যান্ড ইন্টারনেট কনস্টেলেশন প্রকল্প ‘প্রজেক্ট কুইপার’-এর প্রথম ২৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ই–কমার্স জায়ান্ট আমাজন। এর মাধ্যমে ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংককে চ্যালেঞ্জ জানাল কোম্পানিটি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।
১০ ঘণ্টা আগে