Ajker Patrika

অনলাইনে বিক্রি হচ্ছে ক্ষেপণাস্ত্রের ব্লুপ্রিন্ট, তদন্তে ন্যাটো 

অনলাইনে বিক্রি হচ্ছে ক্ষেপণাস্ত্রের ব্লুপ্রিন্ট, তদন্তে ন্যাটো 

একটি হ্যাকার গ্রুপের অনলাইনে সামরিক নথি বিক্রির তদন্ত করছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। ওই নথির মধ্যে ইউক্রেন যুদ্ধে ন্যাটো মিত্রদের দ্বারা ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের ব্লুপ্রিন্ট রয়েছে। 

বিবিসির প্রতিবেদনে জানা যায়, হ্যাকাররা একটি বড় ইউরোপীয় অস্ত্র প্রস্তুতকারকের সঙ্গে যুক্ত ডেটা চুরি করার পরে তা অনলাইনে বিক্রি করছে। অনলাইনে বিক্রি করা শ্রেণিবদ্ধ এসব সামরিক নথির ডেটা লঙ্ঘনের প্রভাব মূল্যায়ন করছে ন্যাটো। ঘটনা তদন্তে নেমেছে আন্তর্জাতিক এ সামরিক জোট। 

ইউরোপের এক প্রভাবশালী ক্ষেপণাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এমবিডিএ’র এক গোপন সামরিক নথি চুরি করে অনলাইনে বিক্রি করছে ওই হ্যাকার দল। ‘এমবিডিএ মিসাইল সিস্টেমস’ স্বীকার করেছে, বিক্রির জন্য অনলাইনে ওঠা ফাইলগুলোর মধ্যে তাদের নথিপত্রও আছে। 

এমবিডিএ’র দাবি, নথিপত্র চুরি হয়েছে একটি এক্সটার্নাল হার্ড ড্রাইভ থেকে। হ্যাকিংয়ের ঘটনাটি ঘটেছে ইতালিতে। 

ক্ষেপণাস্ত্র নির্মাতার গোপন ডেটা হ্যাক হওয়ার এই ঘটনায় তদন্তে নেমেছে ন্যাটো। জোটের এক মুখপাত্র বলেছেন, ‘চুরি যাওয়া নথি নিয়ে যে দাবি করা হচ্ছে তা বিচার বিশ্লেষণ করে দেখছি আমরা। তবে ন্যাটোর কোনো নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো ইঙ্গিত আমরা পাইনি।’ 

হ্যাক করা ৮০ গিগাবাইট ফাইলের মধ্যে ‘নকশার নথিপত্র, নকশার ছবি, প্রেজেন্টেশন, ভিডিও, ছবি, চুক্তিপত্র’ এবং অন্যান্য কোম্পানির সঙ্গে যোগাযোগের প্রমাণও আছে বলে দাবি হ্যাকারদের।

বিক্রির জন্য অনলাইনে তোলা ফাইলের নমুনা হিসেবে ৫০ মেগাবাইট বিনা মূল্যে সরবরাহ করছে হ্যাকাররা। এর মধ্যে ‘ন্যাটো কনফিডেনশিয়াল’, ‘ন্যাটো রেস্ট্রিক্টেড’ এবং ‘আনক্লাসিফায়েড কন্ট্রোল্ড ইনফরমেশন’ হিসেবে চিহ্নিত নথিপত্র আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত