একটি হ্যাকার গ্রুপের অনলাইনে সামরিক নথি বিক্রির তদন্ত করছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। ওই নথির মধ্যে ইউক্রেন যুদ্ধে ন্যাটো মিত্রদের দ্বারা ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের ব্লুপ্রিন্ট রয়েছে।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, হ্যাকাররা একটি বড় ইউরোপীয় অস্ত্র প্রস্তুতকারকের সঙ্গে যুক্ত ডেটা চুরি করার পরে তা অনলাইনে বিক্রি করছে। অনলাইনে বিক্রি করা শ্রেণিবদ্ধ এসব সামরিক নথির ডেটা লঙ্ঘনের প্রভাব মূল্যায়ন করছে ন্যাটো। ঘটনা তদন্তে নেমেছে আন্তর্জাতিক এ সামরিক জোট।
ইউরোপের এক প্রভাবশালী ক্ষেপণাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এমবিডিএ’র এক গোপন সামরিক নথি চুরি করে অনলাইনে বিক্রি করছে ওই হ্যাকার দল। ‘এমবিডিএ মিসাইল সিস্টেমস’ স্বীকার করেছে, বিক্রির জন্য অনলাইনে ওঠা ফাইলগুলোর মধ্যে তাদের নথিপত্রও আছে।
এমবিডিএ’র দাবি, নথিপত্র চুরি হয়েছে একটি এক্সটার্নাল হার্ড ড্রাইভ থেকে। হ্যাকিংয়ের ঘটনাটি ঘটেছে ইতালিতে।
ক্ষেপণাস্ত্র নির্মাতার গোপন ডেটা হ্যাক হওয়ার এই ঘটনায় তদন্তে নেমেছে ন্যাটো। জোটের এক মুখপাত্র বলেছেন, ‘চুরি যাওয়া নথি নিয়ে যে দাবি করা হচ্ছে তা বিচার বিশ্লেষণ করে দেখছি আমরা। তবে ন্যাটোর কোনো নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো ইঙ্গিত আমরা পাইনি।’
হ্যাক করা ৮০ গিগাবাইট ফাইলের মধ্যে ‘নকশার নথিপত্র, নকশার ছবি, প্রেজেন্টেশন, ভিডিও, ছবি, চুক্তিপত্র’ এবং অন্যান্য কোম্পানির সঙ্গে যোগাযোগের প্রমাণও আছে বলে দাবি হ্যাকারদের।
বিক্রির জন্য অনলাইনে তোলা ফাইলের নমুনা হিসেবে ৫০ মেগাবাইট বিনা মূল্যে সরবরাহ করছে হ্যাকাররা। এর মধ্যে ‘ন্যাটো কনফিডেনশিয়াল’, ‘ন্যাটো রেস্ট্রিক্টেড’ এবং ‘আনক্লাসিফায়েড কন্ট্রোল্ড ইনফরমেশন’ হিসেবে চিহ্নিত নথিপত্র আছে।
একটি হ্যাকার গ্রুপের অনলাইনে সামরিক নথি বিক্রির তদন্ত করছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। ওই নথির মধ্যে ইউক্রেন যুদ্ধে ন্যাটো মিত্রদের দ্বারা ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের ব্লুপ্রিন্ট রয়েছে।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, হ্যাকাররা একটি বড় ইউরোপীয় অস্ত্র প্রস্তুতকারকের সঙ্গে যুক্ত ডেটা চুরি করার পরে তা অনলাইনে বিক্রি করছে। অনলাইনে বিক্রি করা শ্রেণিবদ্ধ এসব সামরিক নথির ডেটা লঙ্ঘনের প্রভাব মূল্যায়ন করছে ন্যাটো। ঘটনা তদন্তে নেমেছে আন্তর্জাতিক এ সামরিক জোট।
ইউরোপের এক প্রভাবশালী ক্ষেপণাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এমবিডিএ’র এক গোপন সামরিক নথি চুরি করে অনলাইনে বিক্রি করছে ওই হ্যাকার দল। ‘এমবিডিএ মিসাইল সিস্টেমস’ স্বীকার করেছে, বিক্রির জন্য অনলাইনে ওঠা ফাইলগুলোর মধ্যে তাদের নথিপত্রও আছে।
এমবিডিএ’র দাবি, নথিপত্র চুরি হয়েছে একটি এক্সটার্নাল হার্ড ড্রাইভ থেকে। হ্যাকিংয়ের ঘটনাটি ঘটেছে ইতালিতে।
ক্ষেপণাস্ত্র নির্মাতার গোপন ডেটা হ্যাক হওয়ার এই ঘটনায় তদন্তে নেমেছে ন্যাটো। জোটের এক মুখপাত্র বলেছেন, ‘চুরি যাওয়া নথি নিয়ে যে দাবি করা হচ্ছে তা বিচার বিশ্লেষণ করে দেখছি আমরা। তবে ন্যাটোর কোনো নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো ইঙ্গিত আমরা পাইনি।’
হ্যাক করা ৮০ গিগাবাইট ফাইলের মধ্যে ‘নকশার নথিপত্র, নকশার ছবি, প্রেজেন্টেশন, ভিডিও, ছবি, চুক্তিপত্র’ এবং অন্যান্য কোম্পানির সঙ্গে যোগাযোগের প্রমাণও আছে বলে দাবি হ্যাকারদের।
বিক্রির জন্য অনলাইনে তোলা ফাইলের নমুনা হিসেবে ৫০ মেগাবাইট বিনা মূল্যে সরবরাহ করছে হ্যাকাররা। এর মধ্যে ‘ন্যাটো কনফিডেনশিয়াল’, ‘ন্যাটো রেস্ট্রিক্টেড’ এবং ‘আনক্লাসিফায়েড কন্ট্রোল্ড ইনফরমেশন’ হিসেবে চিহ্নিত নথিপত্র আছে।
কাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৪ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
৭ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
৭ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
৮ ঘণ্টা আগে