নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দশ দিন পর দেশে মোবাইল ইন্টারনেট চালুর পর গ্রাহকদের অব্যবহৃত ডেটা ফিরিয়ে না দিয়ে ৫ জিবি বোনাস দেওয়াটা ভিক্ষার মতো বলে মনে করছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। আজ রোববার (২৮ জুলাই) এক সংবাদ বিবৃতিতে এ কথা জানায় তাঁরা।
বিবৃতিতে বলা হয়, বিটিআরসি এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অপারেটরদের সঙ্গে নিয়ে গ্রাহকদের অব্যবহৃত ইন্টারনেট ডেটা ফেরত দেওয়া সম্পর্কিত যে সিদ্ধান্ত দিয়েছেন তা গ্রাহক অ্যাসোসিয়েশন প্রত্যাখ্যান করছে।
সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘এ ধরনের সিদ্ধান্ত নেবার আগে জাতির বৃহত্তর স্বার্থে ১৩ কোটি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের স্বার্থ রক্ষায় গ্রাহকদের সঙ্গে কমিশনের কথা বলা প্রয়োজন ছিল। কিন্তু তাঁরা তা করেনি। ৫ জিবি ইন্টারনেট ডেটা তিন দিনের জন্য দিয়েছে, তা এক প্রকার ভিক্ষা দেওয়ার মতো। যারা ১০ ও ২০ জিবি ইন্টারনেট ডেটা ব্যবহার করেন তারা এই সিদ্ধান্তের মাধ্যমে প্রতারিত হয়েছেন। বিটিআরসি ও এনবিআর রাজস্ব ভাগাভাগির অর্থ নিয়েছে অর্থাৎ যে ডেটা হাওয়া হয়ে গেছে এর একটা ভাগ কিন্তু কমিশন এবং সরকার পেয়েছে। প্রয়োজনে আমাদের নিজস্ব অর্থ অর্থাৎ এস ও ফান্ড থেকে গ্রাহকদের ডেটা প্রদান করলে আমরা খুশি হতাম।’
মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন মনে করে, ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রেও স্বার্থ ক্ষুণ্ন করেছে নিয়ন্ত্রক কমিশন।
বিবৃতিতে আরও বলা হয়, মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের শতভাগ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ ব্যবহার না করতে পারার কারণে মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে খুব একটা উৎসাহিত হবে না। তাই মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে গ্রাহকদের স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন পাশাপাশি অবহেলিত ইন্টারনেট ডেটা ব্যবহার করতে দেওয়া এবং ব্রডব্যান্ডের জুলাই মাসের বিল সমন্বয় করার জন্য কমিশন এবং সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি।
দশ দিন পর দেশে মোবাইল ইন্টারনেট চালুর পর গ্রাহকদের অব্যবহৃত ডেটা ফিরিয়ে না দিয়ে ৫ জিবি বোনাস দেওয়াটা ভিক্ষার মতো বলে মনে করছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। আজ রোববার (২৮ জুলাই) এক সংবাদ বিবৃতিতে এ কথা জানায় তাঁরা।
বিবৃতিতে বলা হয়, বিটিআরসি এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অপারেটরদের সঙ্গে নিয়ে গ্রাহকদের অব্যবহৃত ইন্টারনেট ডেটা ফেরত দেওয়া সম্পর্কিত যে সিদ্ধান্ত দিয়েছেন তা গ্রাহক অ্যাসোসিয়েশন প্রত্যাখ্যান করছে।
সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘এ ধরনের সিদ্ধান্ত নেবার আগে জাতির বৃহত্তর স্বার্থে ১৩ কোটি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের স্বার্থ রক্ষায় গ্রাহকদের সঙ্গে কমিশনের কথা বলা প্রয়োজন ছিল। কিন্তু তাঁরা তা করেনি। ৫ জিবি ইন্টারনেট ডেটা তিন দিনের জন্য দিয়েছে, তা এক প্রকার ভিক্ষা দেওয়ার মতো। যারা ১০ ও ২০ জিবি ইন্টারনেট ডেটা ব্যবহার করেন তারা এই সিদ্ধান্তের মাধ্যমে প্রতারিত হয়েছেন। বিটিআরসি ও এনবিআর রাজস্ব ভাগাভাগির অর্থ নিয়েছে অর্থাৎ যে ডেটা হাওয়া হয়ে গেছে এর একটা ভাগ কিন্তু কমিশন এবং সরকার পেয়েছে। প্রয়োজনে আমাদের নিজস্ব অর্থ অর্থাৎ এস ও ফান্ড থেকে গ্রাহকদের ডেটা প্রদান করলে আমরা খুশি হতাম।’
মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন মনে করে, ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রেও স্বার্থ ক্ষুণ্ন করেছে নিয়ন্ত্রক কমিশন।
বিবৃতিতে আরও বলা হয়, মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের শতভাগ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ ব্যবহার না করতে পারার কারণে মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে খুব একটা উৎসাহিত হবে না। তাই মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে গ্রাহকদের স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন পাশাপাশি অবহেলিত ইন্টারনেট ডেটা ব্যবহার করতে দেওয়া এবং ব্রডব্যান্ডের জুলাই মাসের বিল সমন্বয় করার জন্য কমিশন এবং সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৯ ঘণ্টা আগে