Ajker Patrika

মোবাইল ফোনের ব্যাটারি ভালো রাখতে

ফিচার ডেস্ক
মোবাইল ফোনের ব্যাটারি ভালো রাখতে

মোবাইল ফোন ভালোভাবে দীর্ঘদিন চালাতে চাইলে এর ব্যাটারির যত্ন নিতে হবে। এটি কেনার বছরখানেকের মধ্যে দ্রুত চার্জ ফুরিয়ে যাওয়া বা ব্যাটারি ফুলে যাওয়ার ঘটনা দেখা যায়। এর অন্যতম কারণ সঠিক নিয়ম মেনে চার্জে না দেওয়া। অনেকে মনে করেন, ব্যাটারিতে ১০০ শতাংশ চার্জ দিতে হয়। তাই সারা দিন ব্যস্ততায় সময় না পাওয়ায় রাতে চার্জে দিয়েই ঘুমিয়ে পড়েন। দুটি বিষয়ই ফোনের ব্যাটারির জন্য ক্ষতিকর।

এ যুগের স্মার্টফোনে ব্যবহৃত হয় লিথিয়াম-আয়ন ব্যাটারি। এই ব্যাটারিগুলোর ভেতরে থাকে দুটি স্তর—একটি গ্রাফাইট, আরেকটি লিথিয়াম-কোবাল্ট অক্সাইড। এই দুই স্তরের মাঝে থাকে একটি তরল ইলেকট্রোলাইট।

সমস্যার মূল কারণ হলো ইলেকট্রোলাইট ক্রিস্টালাইজেশন। সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটারির ইলেকট্রোলাইট সলিউশনে থাকা লবণ জমে কঠিন পদার্থে পরিণত হয়, যেগুলো আয়নের পথ আটকে দেয়। আয়ন চলতে না পারলে ইলেকট্রন তৈরি হয় কম, আর ব্যাটারি আগের মতো শক্তি দিতে পারে না।

সম্পূর্ণভাবে ব্যাটারির অবক্ষয় রোধ করা সম্ভব না হলেও এই প্রক্রিয়া ধীর করা যায় কিছু সহজ উপায়ে। যেমন—

  • গরম জায়গায় ফোন রাখবেন না।
  • প্রয়োজনে ফাস্ট চার্জিং বন্ধ রাখুন।
  • রাতভর চার্জ দেবেন না।
  • স্মার্টফোনের ব্যাটারি ৮০ শতাংশ পর্যন্ত চার্জ দিন।
  • মোবাইল ফোনের ব্যাটারি হঠাৎ নষ্ট হয় না। এটি ধীরে ধীরে, প্রতিটি চার্জ সাইকেলের সঙ্গে একটু একটু করে শক্তি হারায়।

সূত্র: পিসিম্যাগ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে থাকা কর্মকর্তাদের জন্য সেনানিবাসে সাময়িকভাবে কারাগার হচ্ছে

জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর পক্ষে স্বাক্ষর করবেন যাঁরা

বাটা শুর ৬৩ বছরের ইতিহাসে প্রথম নারী এমডি হলেন ফারিয়া ইয়াসমিন

ময়মনসিংহে ১১ দৈনিক পত্রিকায় ‘হুবহু একই সংবাদ’, সবগুলোর ডিক্লারেশন বাতিল

চীনের পর ব্রহ্মপুত্রে বাঁধ নির্মাণের মহাপরিকল্পনা ভারতের, বাংলাদেশের বিপদ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত