অনিন্দ্য মজুমদার অর্ণব
চীনা অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ভারতের বাজারে ডিসেম্বরে আনছে উচ্চ ক্ষমতাসম্পন্ন নতুন ইলেকট্রিক এসইউভি বিওয়াইডি অ্যাটো ৩। ভারতে এই সংস্থার এটি দ্বিতীয় ইলেকট্রিক গাড়ি। আগের মডেলটি ছিল ই সিক্স এমপিভি।
বিওয়াইডি অ্যাটো ৩ চীনের তৈরি ইলেকট্রিক কার হলেও এটি পুরোপুরি ভারতে অ্যাসেম্বল করা হয়েছে। গাড়িটি এক চার্জে টানা ৫১২ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে। এতে ব্যবহৃত হয়েছে ৬০ কিলোওয়াট আওয়ারের ব্লেড ব্যাটারি, যা দীর্ঘ পথ পাড়ি দিতে সক্ষম। ২০১ ব্রেক হর্সপাওয়ার তৈরি করতে পারা এ গাড়ি শূন্য থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে সময় নেবে মাত্র ৭ দশমিক ৩ সেকেন্ড। অন্যদিকে, শূন্য থেকে ৮০ শতাংশ চার্জ হতে গাড়িটি সময় নেবে মাত্র ৫০ মিনিট। চার্জিংয়ের ক্ষেত্রে থাকছে একটি ৭ কিলোওয়াট ওয়াল চার্জার এবং একটি ৩ কিলোওয়াট পোর্টেবল চার্জিং বক্স। এ ছাড়া মিলবে তিন বছরের বিনা মূল্যে ৪জি ডেটার সাবস্ক্রিপশন, ছয় বছরের রোড সাইড অ্যাসিস্ট্যান্ট এবং বিনা মূল্যে ছয়টি লেবার-কস্ট মেইনটেন্যান্স।
এই ইলেকট্রিক এসইউভি গাড়ি লম্বায় ৪ দশমিক ৪৫৫ মিটার। চওড়ায় ১ দশমিক ৮৭৫ মিটার। উচ্চতায় ১ দশমিক ৬৭৫ মিটার। ১ হাজার ৭৫০ কেজি
কার্ব ওজন। সার্ফ ব্লু, বউল্ডার গ্রে, স্কি হোয়াইট ও পার্কার রেড—এ চার রঙে পাওয়া যাবে বিওয়াইডি অ্যাটো ৩।
ফিচার
বিওয়াইডি অ্যাটো ৩ গাড়িটিতে আছে ১২.৮ ইঞ্চির ঘুরন্ত টাচ স্ক্রিন ইনফটেইনমেন্ট সিস্টেম। এই সিস্টেমে আছে অ্যাপেল কার প্লে ও অ্যান্ড্রয়েড অটোর মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার। এ ছাড়া প্যানারোমিক সানরুফ, স্বয়ংক্রিয় জলবায়ু নিয়ন্ত্রণ, সাতটি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম, অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেমসহ একাধিক আধুনিক ফিচারে সজ্জিত এই গাড়ি। বিওয়াইডি অ্যাটো ৩-এ আরও আছে একটি ৫ ইঞ্চির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ওয়্যারলেস চার্জিং এবং ফ্ল্যাট বটম স্টিয়ারিং হুইল।
দাম
বিওয়াইডির পক্ষ থেকে নতুন এই গাড়ির দাম ঘোষণা না করা হলেও মনে করা হচ্ছে, এর দাম ২৫ লাখ রুপির কাছাকাছি হবে।
সূত্র: ইন্ডিয়ান টাইমস, হিন্দুস্তান টাইমস, টাইমস নাউ, ইন্ডিয়া টুডে, জি নিউজ
চীনা অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ভারতের বাজারে ডিসেম্বরে আনছে উচ্চ ক্ষমতাসম্পন্ন নতুন ইলেকট্রিক এসইউভি বিওয়াইডি অ্যাটো ৩। ভারতে এই সংস্থার এটি দ্বিতীয় ইলেকট্রিক গাড়ি। আগের মডেলটি ছিল ই সিক্স এমপিভি।
বিওয়াইডি অ্যাটো ৩ চীনের তৈরি ইলেকট্রিক কার হলেও এটি পুরোপুরি ভারতে অ্যাসেম্বল করা হয়েছে। গাড়িটি এক চার্জে টানা ৫১২ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে। এতে ব্যবহৃত হয়েছে ৬০ কিলোওয়াট আওয়ারের ব্লেড ব্যাটারি, যা দীর্ঘ পথ পাড়ি দিতে সক্ষম। ২০১ ব্রেক হর্সপাওয়ার তৈরি করতে পারা এ গাড়ি শূন্য থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে সময় নেবে মাত্র ৭ দশমিক ৩ সেকেন্ড। অন্যদিকে, শূন্য থেকে ৮০ শতাংশ চার্জ হতে গাড়িটি সময় নেবে মাত্র ৫০ মিনিট। চার্জিংয়ের ক্ষেত্রে থাকছে একটি ৭ কিলোওয়াট ওয়াল চার্জার এবং একটি ৩ কিলোওয়াট পোর্টেবল চার্জিং বক্স। এ ছাড়া মিলবে তিন বছরের বিনা মূল্যে ৪জি ডেটার সাবস্ক্রিপশন, ছয় বছরের রোড সাইড অ্যাসিস্ট্যান্ট এবং বিনা মূল্যে ছয়টি লেবার-কস্ট মেইনটেন্যান্স।
এই ইলেকট্রিক এসইউভি গাড়ি লম্বায় ৪ দশমিক ৪৫৫ মিটার। চওড়ায় ১ দশমিক ৮৭৫ মিটার। উচ্চতায় ১ দশমিক ৬৭৫ মিটার। ১ হাজার ৭৫০ কেজি
কার্ব ওজন। সার্ফ ব্লু, বউল্ডার গ্রে, স্কি হোয়াইট ও পার্কার রেড—এ চার রঙে পাওয়া যাবে বিওয়াইডি অ্যাটো ৩।
ফিচার
বিওয়াইডি অ্যাটো ৩ গাড়িটিতে আছে ১২.৮ ইঞ্চির ঘুরন্ত টাচ স্ক্রিন ইনফটেইনমেন্ট সিস্টেম। এই সিস্টেমে আছে অ্যাপেল কার প্লে ও অ্যান্ড্রয়েড অটোর মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার। এ ছাড়া প্যানারোমিক সানরুফ, স্বয়ংক্রিয় জলবায়ু নিয়ন্ত্রণ, সাতটি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম, অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেমসহ একাধিক আধুনিক ফিচারে সজ্জিত এই গাড়ি। বিওয়াইডি অ্যাটো ৩-এ আরও আছে একটি ৫ ইঞ্চির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ওয়্যারলেস চার্জিং এবং ফ্ল্যাট বটম স্টিয়ারিং হুইল।
দাম
বিওয়াইডির পক্ষ থেকে নতুন এই গাড়ির দাম ঘোষণা না করা হলেও মনে করা হচ্ছে, এর দাম ২৫ লাখ রুপির কাছাকাছি হবে।
সূত্র: ইন্ডিয়ান টাইমস, হিন্দুস্তান টাইমস, টাইমস নাউ, ইন্ডিয়া টুডে, জি নিউজ
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১০ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৪ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৭ ঘণ্টা আগে