অবৈধভাবে ফেসবুক ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য সংগ্রহ করায় মেটাকে দেড় কোটি ডলার জরিমানা করল দক্ষিণ কোরিয়া। কোম্পানিটি ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে বিজ্ঞাপনদাতাদের কাছে শেয়ার করেছে বলে অভিযোগ করেছে দেশটির ডেটা নিরাপত্তা সংস্থা।
গত মঙ্গলবার সিউলের ব্যক্তিগত তথ্য সুরক্ষা কমিশন জানিয়েছে, ফেসবুকের প্রায় ৯ কোটি ৮০ হাজার কোরীয় ফেসবুক ব্যবহারকারীদের রাজনৈতিক মতবাদ, ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত যৌন জীবন সম্পর্কিত তথ্য সংগ্রহ করেছে এবং বিজ্ঞাপনদাতাদের কাছে শেয়ার করেছে। এরপর তথ্যগুলো ৪ হাজার বিজ্ঞাপনদাতা ব্যবহার করেছে।
এই ধরনের তথ্য ব্যবহারের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার নিষেধাজ্ঞা রয়েছে। এই নিয়ম ভঙ্গ করায় দেশটির মেটাকে ১৫ দশমিক ৬ মিলিয়ন ডলার জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দক্ষিণ কোরিয়ার সংস্থাটি জানায়, সংবেদনশীল তথ্য প্রক্রিয়াকরণের জন্য আইনি ভিত্তি স্থাপন, নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন ও ডেটা অ্যাকসেসের জন্য ব্যবহারকারীদের অনুরোধে আন্তরিকভাবে সাড়া দেওয়ার জন্য মেটাকে নির্দেশ দেওয়া হয়েছে।
কমিশন বলছে, ফেসবুক ব্যবহারকারীদের আচরণ সম্পর্কিত তথ্য যেমন–কে কোন পেজে লাইক দিয়েছে এবং কোন বিজ্ঞাপনে ক্লিক করেছে তা বিশ্লেষণ করে মেটা। এরপর এসব সংবেদনশীল তথ্য সম্পর্কিত বিজ্ঞাপন থিম তৈরি করে ও পরিচালনা করে।
সংস্থাটি আরও বলছে, নির্দিষ্ট ধর্ম, সমকামী, ট্রান্সজেন্ডার ইস্যু ও উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা ব্যক্তি–এমন নানা বিষয়ে আগ্রহী ব্যবহারকারীদের শনাক্ত করতে বিভিন্ন বিজ্ঞাপনকে শ্রেণিবদ্ধ করে মেটা।
মেটা ব্যবহারকারীদের নিজের ব্যক্তিগত তথ্য অ্যাকসেস করার অনুরোধও প্রত্যাখ্যান করেছে। হ্যাকারদের কাছ থেকে ফেসবুক ব্যবহারকারীদের সুরক্ষা দিতেও ব্যর্থ হয়েছে মেটা। এ জন্য প্রায় ১০ জন দক্ষিণ কোরিয়ার নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে।
দক্ষিণ কোরিয়ায় মেটার কার্যালয় রয়েছে। তারা বলছে, কমিশনের সিদ্ধান্ত ‘সতর্কতার সঙ্গে পর্যালোচনা’ করবে। তবে এ জরিমানার বিষয়ে কোনো মন্তব্য করেনি কোম্পানিটির দক্ষিণ কোরিয়ার মুখপাত্র।
কিছুদিন আগেই মেটা ও টিকটককের বিরুদ্ধে ৫০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করে ব্রাজিল। কোম্পানিগুলো অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হওয়ায় এই মামলা করা হয়।
তথ্যসূত্র: রয়টার্স
অবৈধভাবে ফেসবুক ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য সংগ্রহ করায় মেটাকে দেড় কোটি ডলার জরিমানা করল দক্ষিণ কোরিয়া। কোম্পানিটি ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে বিজ্ঞাপনদাতাদের কাছে শেয়ার করেছে বলে অভিযোগ করেছে দেশটির ডেটা নিরাপত্তা সংস্থা।
গত মঙ্গলবার সিউলের ব্যক্তিগত তথ্য সুরক্ষা কমিশন জানিয়েছে, ফেসবুকের প্রায় ৯ কোটি ৮০ হাজার কোরীয় ফেসবুক ব্যবহারকারীদের রাজনৈতিক মতবাদ, ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত যৌন জীবন সম্পর্কিত তথ্য সংগ্রহ করেছে এবং বিজ্ঞাপনদাতাদের কাছে শেয়ার করেছে। এরপর তথ্যগুলো ৪ হাজার বিজ্ঞাপনদাতা ব্যবহার করেছে।
এই ধরনের তথ্য ব্যবহারের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার নিষেধাজ্ঞা রয়েছে। এই নিয়ম ভঙ্গ করায় দেশটির মেটাকে ১৫ দশমিক ৬ মিলিয়ন ডলার জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দক্ষিণ কোরিয়ার সংস্থাটি জানায়, সংবেদনশীল তথ্য প্রক্রিয়াকরণের জন্য আইনি ভিত্তি স্থাপন, নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন ও ডেটা অ্যাকসেসের জন্য ব্যবহারকারীদের অনুরোধে আন্তরিকভাবে সাড়া দেওয়ার জন্য মেটাকে নির্দেশ দেওয়া হয়েছে।
কমিশন বলছে, ফেসবুক ব্যবহারকারীদের আচরণ সম্পর্কিত তথ্য যেমন–কে কোন পেজে লাইক দিয়েছে এবং কোন বিজ্ঞাপনে ক্লিক করেছে তা বিশ্লেষণ করে মেটা। এরপর এসব সংবেদনশীল তথ্য সম্পর্কিত বিজ্ঞাপন থিম তৈরি করে ও পরিচালনা করে।
সংস্থাটি আরও বলছে, নির্দিষ্ট ধর্ম, সমকামী, ট্রান্সজেন্ডার ইস্যু ও উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা ব্যক্তি–এমন নানা বিষয়ে আগ্রহী ব্যবহারকারীদের শনাক্ত করতে বিভিন্ন বিজ্ঞাপনকে শ্রেণিবদ্ধ করে মেটা।
মেটা ব্যবহারকারীদের নিজের ব্যক্তিগত তথ্য অ্যাকসেস করার অনুরোধও প্রত্যাখ্যান করেছে। হ্যাকারদের কাছ থেকে ফেসবুক ব্যবহারকারীদের সুরক্ষা দিতেও ব্যর্থ হয়েছে মেটা। এ জন্য প্রায় ১০ জন দক্ষিণ কোরিয়ার নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে।
দক্ষিণ কোরিয়ায় মেটার কার্যালয় রয়েছে। তারা বলছে, কমিশনের সিদ্ধান্ত ‘সতর্কতার সঙ্গে পর্যালোচনা’ করবে। তবে এ জরিমানার বিষয়ে কোনো মন্তব্য করেনি কোম্পানিটির দক্ষিণ কোরিয়ার মুখপাত্র।
কিছুদিন আগেই মেটা ও টিকটককের বিরুদ্ধে ৫০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করে ব্রাজিল। কোম্পানিগুলো অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হওয়ায় এই মামলা করা হয়।
তথ্যসূত্র: রয়টার্স
নরওয়ের ট্রন্ডহেইম শহরে এমন একটি নতুন রাস্তা চালু করা হয়েছে, যেখানে চলতে চলতেই বৈদ্যুতিক গাড়ি চার্জ নিতে পারবে। এই প্রযুক্তির মাধ্যমে কোনো জায়গায় থেমে তারপর গাড়ি চার্জ করতে হবে না। রাস্তার নিচে থাকা লুকানো কয়েল থেকে বিদ্যুৎ পেয়ে চলার সময়ই চার্জ হবে গাড়ি। এ জন্য বৈদ্যুতিক গাড়িগুলোতে চার্জ নেওয়ার বিশেষ
১৩ মিনিট আগেইউটিউবে ভিডিও পোস্ট করার পাশাপাশি কমিউনিটিও তৈরি করা যায়। দর্শকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, তাঁদের মতামত জানা ও সম্পর্ক গড়ে তোলার জন্য ইউটিউব চালু করেছে কমিউনিটি পোস্ট ফিচারটি। এই ফিচার সঠিকভাবে ব্যবহার করতে পারলে তা আপনার চ্যানেলের এনগেজমেন্ট বাড়াতে, সাবস্ক্রাইবারদের সক্রিয় রাখতে এবং নতুন দর্শক
১৭ মিনিট আগেনতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১৫ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৯ ঘণ্টা আগে