সাকিব-কোহলিদের উত্তরসূরি খোঁজার মঞ্চ এবারের এশিয়া কাপ
তিন বছর পর আবারও মরুর বুকে ফিরেছে এশিয়া কাপ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াই ঘিরে একধরনের শূন্যতা কাজ করছে। করারই কথা। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, বিরাট কোহলি, রোহিত শর্মা, বাবর আজমের মতো বড় তারকাদের সর্বশেষ দুটি এশিয়া কাপে দেখা গেছে।