ক্রীড়া ডেস্ক
জয় যেন ‘সোনার হরিণ’ হয়ে গিয়েছিল জার্মানির কাছে। এ বছরের ২৩ মার্চ ইতালির বিপক্ষে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে জয়ের পর টানা তিন ম্যাচ হেরেছিল জার্মানি। অবশেষে গত রাতে ১৬৮ দিন পর জয়ের দেখা পেল জার্মানরা।
রেইন এনার্জি স্টেডিয়ামে গত রাতে বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি হয়েছে জার্মানি-নর্দার্ন আয়ারল্যান্ড। গ্রুপ ‘এ’র এই ম্যাচে নর্দার্ন আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে জার্মানি। ১৬৮ দিন পর জার্মানদের জয়ের রাতে গোলবন্যা বইয়ে দিয়েছে স্পেন-বেলজিয়াম। কাজাখস্তানকে ৬-০ গোলে হারিয়েছে বেলজিয়াম। একই ব্যবধানে তুরস্ককে হারিয়েছে স্পেন। স্প্যানিশরা এই বড় ব্যবধানে (৬-০ গোল) জয় পেয়েছে তুরস্কের মাঠে গিয়ে।
জার্মান কোচ ইউলিয়ান নাগলসমান রেইন এনার্জি স্টেডিয়ামে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে একাদশে ৫ পরিবর্তন এনেছেন। সুফলও নাগলসমান পেয়েছেন হাতেনাতে। ৭ মিনিটে জার্মানদের এগিয়ে দেন দলটির মিডফিল্ডার সার্জিও ন্যাব্রি। প্রথমার্ধ শেষ হওয়ার আগে সমতায় ফেরে নর্দার্ন আয়ারল্যান্ড। ৩৪ মিনিটে সমতাসূচক গোল করেন নর্দার্ন আয়ারল্যান্ডের মিডফিল্ডার আইজ্যাক প্রাইস। প্রথমার্ধ ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে জার্মানরা একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে। ৬৯ ও ৭২ মিনিটে জার্মানির অপর দুই গোল করেছেন নাদিয়েম আমিরি ও ফ্লোরিয়ান উইর্টজ।
৩-০ গোলে জিতে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার তিনে জার্মানি। গ্রুপে সবার ওপরে থাকা স্লোভাকিয়ার পয়েন্ট ৬। নর্দার্ন আয়ারল্যান্ডেরও পয়েন্ট ৩। কিন্তু গোল ব্যবধানের কারণে দলটি দুইয়ে। চারে থাকা লুক্সেমবার্গ এখনো কোনো পয়েন্ট পায়নি। ‘এ’ গ্রুপের চার দলের প্রত্যেকেই দুটি করে ম্যাচ খেলেছে। জার্মানি এর আগে নেশনস লিগে পর্তুগাল, ফ্রান্সের কাছে হেরেছে। বিশ্বকাপ বাছাইপর্বে স্লোভাকিয়ার কাছেও হেরেছিল জার্মানরা।
বিশ্বকাপ বাছাইপর্বে গত রাতে তুরকু অ্যারেনাতে স্পেন দাপট দেখিয়ে খেলেছে তুরস্কের বিপক্ষে। ৬-০ গোলের জয়ে গোল করেছেন তিন স্প্যানিশ ফুটবলার। যার মধ্যে হ্যাটট্রিক করেছেন মিডফিল্ডার মিকেল মেরিনো। ২২ মিনিট, প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫ মিনিটের পর ১ মিনিটে) এবং ৫৭ মিনিটে এই গোল তিনটি করেছেন মেরিনো। পেদ্রি করেছেন জোড়া গোল। অপর গোল করেছেন ফেরান তোরেস।
এদিকে বিশ্বকাপ বাছাইপর্বে ৬-০ গোলে জেতা একরকম অভ্যাস বানিয়ে ফেলেছে বেলজিয়াম। ৪ সেপ্টেম্বর লিখটেনস্টেইনের মাঠে তাদের বিপক্ষে ৬-০ গোলে জিতেছিল বেলজিয়ানরা। গত রাতে বেলজিয়াম দাপুটে জয় পেয়েছে নিজেদের মাঠে। লোটো পার্কে কাজাখস্তানের বিপক্ষে ৬-০ গোলে জিতেছে বেলজিয়াম। জোড়া গোল করেছেন কেভিন ডি ব্রুইনা ও জেরেমি ডোকু। একটি করে গোল করেছেন নিকোলাস রাসকিন ও টমাস মুনিয়ের। বিশাল জয়ে ‘জে’ গ্রুপের পয়েন্ট তালিকার দুইয়ে বেলজিয়ানরা। ৪ ম্যাচে তাদের পয়েন্ট ১০। গ্রুপে পাঁচ দলের মধ্যে সবার ওপরে থাকা নর্থ মেসিডোনিয়ার পয়েন্ট ১১। তিন, চার ও পাঁচে থাকা ওয়েলস, কাজাখস্তান ও লিখস্টেইনের পয়েন্ট ১০, ৩ ও ০।
জয় যেন ‘সোনার হরিণ’ হয়ে গিয়েছিল জার্মানির কাছে। এ বছরের ২৩ মার্চ ইতালির বিপক্ষে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে জয়ের পর টানা তিন ম্যাচ হেরেছিল জার্মানি। অবশেষে গত রাতে ১৬৮ দিন পর জয়ের দেখা পেল জার্মানরা।
রেইন এনার্জি স্টেডিয়ামে গত রাতে বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি হয়েছে জার্মানি-নর্দার্ন আয়ারল্যান্ড। গ্রুপ ‘এ’র এই ম্যাচে নর্দার্ন আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে জার্মানি। ১৬৮ দিন পর জার্মানদের জয়ের রাতে গোলবন্যা বইয়ে দিয়েছে স্পেন-বেলজিয়াম। কাজাখস্তানকে ৬-০ গোলে হারিয়েছে বেলজিয়াম। একই ব্যবধানে তুরস্ককে হারিয়েছে স্পেন। স্প্যানিশরা এই বড় ব্যবধানে (৬-০ গোল) জয় পেয়েছে তুরস্কের মাঠে গিয়ে।
জার্মান কোচ ইউলিয়ান নাগলসমান রেইন এনার্জি স্টেডিয়ামে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে একাদশে ৫ পরিবর্তন এনেছেন। সুফলও নাগলসমান পেয়েছেন হাতেনাতে। ৭ মিনিটে জার্মানদের এগিয়ে দেন দলটির মিডফিল্ডার সার্জিও ন্যাব্রি। প্রথমার্ধ শেষ হওয়ার আগে সমতায় ফেরে নর্দার্ন আয়ারল্যান্ড। ৩৪ মিনিটে সমতাসূচক গোল করেন নর্দার্ন আয়ারল্যান্ডের মিডফিল্ডার আইজ্যাক প্রাইস। প্রথমার্ধ ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে জার্মানরা একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে। ৬৯ ও ৭২ মিনিটে জার্মানির অপর দুই গোল করেছেন নাদিয়েম আমিরি ও ফ্লোরিয়ান উইর্টজ।
৩-০ গোলে জিতে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার তিনে জার্মানি। গ্রুপে সবার ওপরে থাকা স্লোভাকিয়ার পয়েন্ট ৬। নর্দার্ন আয়ারল্যান্ডেরও পয়েন্ট ৩। কিন্তু গোল ব্যবধানের কারণে দলটি দুইয়ে। চারে থাকা লুক্সেমবার্গ এখনো কোনো পয়েন্ট পায়নি। ‘এ’ গ্রুপের চার দলের প্রত্যেকেই দুটি করে ম্যাচ খেলেছে। জার্মানি এর আগে নেশনস লিগে পর্তুগাল, ফ্রান্সের কাছে হেরেছে। বিশ্বকাপ বাছাইপর্বে স্লোভাকিয়ার কাছেও হেরেছিল জার্মানরা।
বিশ্বকাপ বাছাইপর্বে গত রাতে তুরকু অ্যারেনাতে স্পেন দাপট দেখিয়ে খেলেছে তুরস্কের বিপক্ষে। ৬-০ গোলের জয়ে গোল করেছেন তিন স্প্যানিশ ফুটবলার। যার মধ্যে হ্যাটট্রিক করেছেন মিডফিল্ডার মিকেল মেরিনো। ২২ মিনিট, প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫ মিনিটের পর ১ মিনিটে) এবং ৫৭ মিনিটে এই গোল তিনটি করেছেন মেরিনো। পেদ্রি করেছেন জোড়া গোল। অপর গোল করেছেন ফেরান তোরেস।
এদিকে বিশ্বকাপ বাছাইপর্বে ৬-০ গোলে জেতা একরকম অভ্যাস বানিয়ে ফেলেছে বেলজিয়াম। ৪ সেপ্টেম্বর লিখটেনস্টেইনের মাঠে তাদের বিপক্ষে ৬-০ গোলে জিতেছিল বেলজিয়ানরা। গত রাতে বেলজিয়াম দাপুটে জয় পেয়েছে নিজেদের মাঠে। লোটো পার্কে কাজাখস্তানের বিপক্ষে ৬-০ গোলে জিতেছে বেলজিয়াম। জোড়া গোল করেছেন কেভিন ডি ব্রুইনা ও জেরেমি ডোকু। একটি করে গোল করেছেন নিকোলাস রাসকিন ও টমাস মুনিয়ের। বিশাল জয়ে ‘জে’ গ্রুপের পয়েন্ট তালিকার দুইয়ে বেলজিয়ানরা। ৪ ম্যাচে তাদের পয়েন্ট ১০। গ্রুপে পাঁচ দলের মধ্যে সবার ওপরে থাকা নর্থ মেসিডোনিয়ার পয়েন্ট ১১। তিন, চার ও পাঁচে থাকা ওয়েলস, কাজাখস্তান ও লিখস্টেইনের পয়েন্ট ১০, ৩ ও ০।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগামীকাল আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৫ এশিয়া কাপ। টুর্নামেন্টের গ্রুপ পর্বের জন্য ম্যাচ কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচে থাকছেন বাংলাদেশের এক আম্পায়ার।
৮ মিনিট আগেরাজনৈতিক বৈরিতায় এখন দ্বিপক্ষীয় সিরিজে ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আইসিসি ইভেন্ট, এশিয়া কাপে দুই দল মুখোমুখি হলে ভক্ত-সমর্থকেরা যা একটু উপভোগ করার সুযোগ পান। তবে এবার এশিয়া কাপে দুই দলের ম্যাচ মাঠে গড়ানোর আগেই শুরু হয়ে যায় ‘যুদ্ধ।’
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অনুষ্ঠানেই যান না কেন, আলোচিত ঘটনা না করে কি পারে! দুই মাস আগে পিএসজি-চেলসি ক্লাব ফাইনালের ফাইনালে তাঁর কাণ্ড ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। এবার ইউএস ওপেনের ফাইনালে তাঁকে নিয়ে ঘটা একটি ঘটনা সাড়া ফেলে দিয়েছে ক্রীড়াঙ্গনে।
২ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বে আগের দুই ম্যাচে মলদোভা ও এস্তোনিয়াকে হারিয়েছে ইতালি। আজ ইতালি নামবে হ্যাটট্রিক জয়ের লক্ষ্যে। বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে হাঙ্গেরির নেগিয়ার্দি স্টেডিয়ামে শুরু হবে ইসরায়েল-ইতালি ম্যাচ। ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের আরও ম্যাচ রয়েছে রাতে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছ
৩ ঘণ্টা আগে